Join Our Telegram channel! name='keywords'/> Teletalk 4G Sim FREE সাথে আরো পাচ্ছেন 100 মিনিট 17 জিপি ইন্টারনেট এবং সর্বনিম্ন কল রেট

Ticker

10/recent/ticker-posts

Ads

Teletalk 4G Sim FREE সাথে আরো পাচ্ছেন 100 মিনিট 17 জিপি ইন্টারনেট এবং সর্বনিম্ন কল রেট

 Teletalk internet and talk time free offer


টেলিটক দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সিম কোম্পানি অথচ এখনো অনেক মানুষ ই রয়ে গেছে যে টেলিটকের নামই শোনেননি কেন এমনটা হয়েছে ? কথায় বলে প্রচারেই প্রসার আসলে প্রচার নেই বিধায় টেলিটককে মানুষ চেনে না । বইয়ের ভাষায় বলে বৃক্ষ তোমার নাম কি ? বৃক্ক বলে ফলে পরিচয় ? টেলিটক নামের সাথে কামের মিল না থাকায় আসলে টেলিটককে মানুষ চিনে না । আল্লাহ দিলে প্রতিটা মানুষের ভিতরে রয়েছে দেশ ইসলাম ধর্মে বলা হয়েছে দেশ প্রেম ঈমানের অঙ্গ, প্রত্যেকটা মানুষই চায় নিজের দেশের পণ্য ব্যবহার করতে, কেন আমরা বিদেশি কোম্পানির মোবাইল সিম ব্যবহার করব ? । (teletalk balance check)


আরো পড়ুন: সকল টেলিটক ইন্টারনেট প্যাকেজ ও অফার সম্পর্কে জানতে এখনই দেখুন


Teletalk 4G Sim FREE সাথে আরো পাচ্ছেন 100 মিনিট 17 জিপি ইন্টারনেট এবং সর্বনিম্ন কল রেট



ইচ্ছা থাকলে উপায় হয় প্রবাদ বাক্য রয়েছে যার বড় উদাহরণ হচ্ছে নগদ, নগদ সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্বেও কিন্তু বাংলাদেশের 1 নাম্বার অবস্থানে চলে যাচ্ছে হাটি হাটি পাপা করে 


আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদের মাঝে শেয়ার করি আমি সাত থেকে আট বছর আগে একটি টেলিটক সিম 3000 টাকা দিয়ে বানিয়েছিলাম ভালো মানের নাম্বার, কিন্তু আমি সেটা ব্যবহার করতে পারিনি কেন জানেন ? যদি বৃষ্টি আসতো তিনদিন চারদিন নেটওয়াক থাকত না, ঠিকমতন সব দোকানে রিচার্জ করতে পারতাম না কারণ টেলিটক রিচার্জ বেশিরভাগ দোকানদার করত না, তারপরও আমি তিন-চার বছর অনেক কষ্ট বৃষ্ট করে টেলিটক সিম টা চালিয়ে ছিলাম কেন জানেন ? বাংলাদেশটাকে ভালবসি তাই । 


টেলিটক বাজারে এসেছে এক যুগেরও বেশি সময় হয়ে গেছে তার পরেও কেন টেলিটক উন্নত করতে পারল না এখন পর্যন্ত ? এরকম প্রশ্ন সাধারণ মানুষের অনেক শুনেছি, যাইহোক পিছনে যত দুঃখ কষ্ট কে পিছনে ফেলে টেলিটক নিয়ে এসেছে 100 তম মুজিববর্ষে বিশেষ সুবিধা সবার জন্য ।


টেলিটক Free 4G সিম কিভাবে পাব ?

টেলিটক সিম 4g 100 টাকা দিয়ে সিম কিনলে 100 টাকা টেলিটক সিম এর ভিতরে দিয়ে দিবে রিচার্জের মাধ্যমে অর্থাৎ আপনি যদি একশ টাকা দিয়ে টেলিটক ফোরজি সিম কিনেন সেই সিমে 100 টাকা টেলিটক সিমের ভিতরে পেয়ে যাবেন মূল ব্যালেন্সে । সাথে আরো পাবেন 100 মিনিট টকটাইম 100sms 17 জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি । তবে শর্ত প্রযোজ্য বিস্তারিত জানার জন্য টেলিটক অফিশিয়াল নাম্বারে কল করতে পারেন 121


টেলিটক সিমে কল চার্জ কেমন ?

এটা একটা ভালো প্রশ্ন একটা সময় ছিল আমরা যখন 2-3 বছর আগেও ফোন ব্যবহার করতাম তখন মাত্র 25 পয়সা মিনিটে কথা বলতে পারতাম, 10 টাকা সিমের ভিতরে ভরলে 30 মিনিট কথা বলা যেত, কতই না ভাল লাগত, এখন আর সেটা হয় না কারণ হচ্ছে এখন আর টেলিটক টু টেলিটক বা কম্পানি টু কম্পানি কথা বললে কম রেটে কথা বলা যায় না, এখন সব সেম রেট অর্থাৎ আপনি যদি গ্রামীণের থেকে টেলিটকে কল দেন যে টাকা কাটবে টেলিটক থেকে গ্রামীন ফোনে কল দিলে ওই একই রকম প্রায় টাকা কাটবে । তবে টেলিটকে একটু বাড়তি সুবিধা রয়েছে অর্থাৎ সরকার নির্ধারিত পঁয়তাল্লিশ পয়সার নিচে যেহেতু কল রেট করা যাবে না, সেই হিসাবে টেলিটকে 45 পয়সা কলরেট এ কথা বলা যাবে শর্তসাপেক্ষে ।


টেলিটক সিমে নেটওয়ার্ক পাওয়া যায় ?

টেলিটক সিমের নেটওয়ার্ক অবস্থা খুব একটা যে ভাল তা বলা যায় না, ঠিকমত তো গ্রাম অঞ্চলের দিকে থ্রিজি পাওয়া যায় না, ফোরজি কোথায় থেকে পাওয়া যাবে । তবে যারা শহরকেন্দ্রিক আছেন অথবা জেলা শহর কেন্দ্রিক আছেন তারা ভালো সুবিধা পাবেন তারা অনেক জায়গাতে ফোরজি সার্ভিস পাবেন ।


শুনছি মহিলাদের নাকি টেলিটক সিম দেয় ?

মহিলাদের জন্য টেলিটকের বিশেষ সিম কার্ড রয়েছে এই  সিস্টেমগুলো টেলিটকের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে ওই সিম গুলো অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হয় ।

টেলিটক সিম ব্যবহার করলে আরো যেসব সুবিধা পাওয়া যাবে

টেলিটক সিম যেহেতু সরকারি প্রতিষ্ঠান সেতু সরকারের যত ধরনের কার্যক্রম আছে তারমধ্যে অনেকগুলো টেলিটকের মাধ্যমে পাওয়া যেতে পারে । যেমন পরীক্ষার রেজাল্ট দেখা নগদ বিকাশ রকেট ব্যবহার করার সুবিধা সহ আরো ইত্যাদি ইত্যাদি সার্ভিস

টেলিটক শর্ট কোড গুলো এক নজরে দেখে নেওয়া যাক ?

ব্যালেন্স দেখার জন্য *152# ইমারজেন্সি ব্যালেন্সের জন্য *1122# এবং ইন্টারনেট প্যাক সহ যে কোন সার্ভিসের জন্য ডায়াল করতে পারেন *121#

টেলিটক সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য ফেসবুক ফ্রেন্ড পেজ ফলো করতে পারেন ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. DigitalBangla360 অনলাইন জগতের অনেক হেল্প ফুল একটি ওয়েবসাইট আমি নিয়মিত ভিজিট করি আপনারা ভিজিট করতে পারেন
    আবার ওয়েবসাইটটি আপনারা ঘুরে আসতে পারেন আমি ফ্রিল্যান্সিং ও ম্যাক মানি বিষয়ক আর্টিকেল দিয়ে থাকি https://www.freelancertvpro.com

    উত্তরমুছুন