Join Our Telegram channel! name='keywords'/> Infinix Hot 9 Play 4GB/64GB -smart mobile phone সবদিক থেকে কি সেরা

Ticker

10/recent/ticker-posts

Ads

Infinix Hot 9 Play 4GB/64GB -smart mobile phone সবদিক থেকে কি সেরা

দুনিয়া ডিজিটাল হয়ে গেছে পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোনের সংখ্যাও স্মার্টফোন ছাড়া আসলে এক মুহূর্ত আমাদের চলতে চাচ্ছে না, কোথায় বলে যে ঘরে বউ না থাকলে চলে কিন্তু স্মার্ট ফোন না থাকলে চলেনা, যাইহোক ইনফিনিক্স হট নাইন প্লে ফোনটি গত তিন মাস ধরে আমি নিজে ব্যবহার করতেছি এই ফোনটি চালিয়ে কতটুকু এক্সপেন্স আমার হলো এবং এই কোম্পানিটি কতটুকু ভালো সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব । তো আসুন আমরা বিস্তারিত জেনে নি ।


Infinix hot 10 play সম্পর্কে ফুল রিভিউ পেতে এখানে ক্লিক করুন


Infinix Hot 9 Play 4GB/64GB -smart mobile phone সবদিক থেকে কি সেরা


ফোনটি ব্যবহার করে আমি কি অভিজ্ঞতা অর্জন করেছি ?

ফোনটি চালিয়ে ইতিপূর্বে আমি বেশ স্বচ্ছন্দ উপভোগ করছি ফোনটি ডিসপেলে বিশাল ওজন একটু বেশি সেই হিসাবে একহাতে চালাতে একটু মুশকিল হয়ে পড়ে ।
কিন্তু ফোনটি চালিয়ে খুব মজা একদিন চার্জ দিলে সারাদিন চালিয়েও দুই দিন চালানো যায় । আরো একটি মজার বিষয় হলো আমি যে আর্টিকেলটি লিখতে আছি সেটাও কিন্তু infinix hot 9 play কোনটির মাধ্যমে । বিষয়টা খুবই ইন্টারেস্টিং 

ফোনটির ক্যামেরা খুবই ভালো আমার খুব ভালো লেগেছে সামনে এবং পিছনে ক্যামেরা খুবই কিলিয়ার ছবি উঠে 

তবে ফোনটির ডিজাইন আরেকটু ভালো হলে ভালো হতো কিন্তু ফনটির কালার গুলো বেশ চমৎকার মোট পাঁচ থেকে সাত রকমের কালার রয়েছে ।  

তবে ফোনটিতে এটা একটা আমার কাছে সমস্যা মনে হয়েছে বিষয় হল  লাউড স্পিকার এয়ার স্পিকার একটাই অর্থাৎ একের ভিতরে দুইটা স্পিকারের কাজ করে । তবে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালই তবে বলে রাখা ভালো এখানে সাউন্ড কলেটি টা আরেকটু ভালো হলে ভালো লাগতো । 

তবে ফোনটির ডিসপ্লে যে হত বড় ফোনটিতে ভিডিও দেখে খুবই ভাল লাগবে যারা অনলাইনে মুভি দেখেন বা বিভিন্ন রকমের ভিডিও দেখেন তাদের জন্য খুবই ভালো হবে ।  

ফোনটিতে রয়েছে 4gb Ram 64gb Rom যেহেতু মোবাইলটিতে তাই মোবাইলটি চালিয়ে আসলে মজাই আলাদা ।

ফোনটি ডিসপ্লে খুবই ভালো প্রতিটা touch এ touch এ কাজ করে নিজের এক্সপেরিয়ন্স বা অভিজ্ঞতা থেকে বলছি ।


ফোনটিতে যা যা পাবেন ?


Software OS, Android 9.0 version, Ram 4GB-ROM 64GB, 6000 এম এস ব্যাটারি বিশাল ব্যাটারি, বিশাল ডিসপ্লে 6 ইঞ্চি প্লাস, ফোনটির ওজন হচ্ছে 209 গ্রাম, ফোনটিতে পিছনের সাইডে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সামনের সাইটে একটি ক্যামেরা কিন্তু সামনে-পিছে দু'পাশেই ফ্লাসলাইট রয়েছে । পিছনের ক্যামেরা 13 মেগা পিক্সেল সামনের ক্যামেরা 8 মেগা পিক্সেল, 1080 Full HD ভিডিও কোয়ালিটি ও ভিডিও দেখার সুবিধা, আরো রয়েছে 2G 3G 4G network system, Media tek Helio A25 (12 nm) CPO, processor cores, Dual sim




 ফোনটি সিকিউরিটি সিস্টেম কেমন ?

ফোনটি সিকিউরিটি সিস্টেম আমার কাছে খুব ভালো লেগেছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম রয়েছে । এছাড়াও ফেস লক করার সিস্টেম আছে 

এই কোম্পানি কি ভালো ?

এই কোম্পানিটি বাংলাদেশে এসেছে অনেকদিন হয়নি এক থেকে দুই বছর হবে তবে ইতিপূর্বে কোম্পানিটি বেশ সরমান করিয়েছে ।

মোবাইল ফোনটি কি গেমিং স্মার্টফোন ?

নো ফোনটি গেমিং মোবাইল ফোন না, ফোনটিতে আমি পাবজি গেম খেলার চেষ্টা করেছি সেখানে কিছু কিছু প্রবলেম দেখা দিয়েছে, তবে ফ্রী ফায়ার খেলা যায় এবং অন্যান্য সাধারণ গেম খেলা যাবে । গেমিং বিষয়টা ছাড়া অন্য অন্য বিষয়গুলো এই ফোন টার খুবই চমৎকার । 

ফোনটির মূল্য কত ?


ফোনটির বাংলাদেশের প্রাইস মূল্য হচ্ছে 9990 টাকা, তবে ফোনটি প্রাইস বিভিন্ন দেশে ভিন্ন হতে পারে ।

একথাটি না বললেই নয় এই প্রাইজের ভিতরে এই ফ্যাসেলিটি গুলো বাজারে ধাকা অন্যান্য মোবাইল ফোনগুলোর থেকে অনেক অনেক বেশী পাওয়া যাচ্ছে infinix hot 9 play তে

স্মার্ট মোবাইল ফোনটি যদি কিনতে চান অ্যামাজন থেকে তাহলে এখানে ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ