Join Our Telegram channel! name='keywords'/> How to Discord verify account create Bangla tutorial 2023 | Discord কি?

Ticker

10/recent/ticker-posts

Ads

How to Discord verify account create Bangla tutorial 2023 | Discord কি?

আমরা অনলাইনে কিংবা অফলাইনে যেখানেই যেকোনো ভাবে ইনকাম করতে চায়ইনা কেন সেখানে কিন্তু কমিউনিটির প্রয়োজন হয় কারণ কমিউনিটি ছাড়া কোনো কিছুরই আসলে ভ্যালু নেই এজন্য আমাদের কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে অনেক পরিমানে সময় ব্যয় করতে হয় কিংবা কমিউনিটি যাতে সারা জীবন একটিভ থাকে সেজন্য আমাদের সর্বদা কাজ করে যেতে হয়।

ইউটিউব বলেন কিংবা ফেসবুক বলেন যে কোন কোম্পানিরই কমিউনিটির প্রয়োজন রয়েছে ঠিক ওরকমই কিন্তু যত নতুন কোম্পানি আসবে পৃথিবীতে আগামীতে সবগুলোতেই কিন্তু কমিউনিটির কোন বিকল্প নেই এরকমই কিন্তু আমরা এখন Satoshi অ্যাপ্লিকেশনে কাজ করতেছি এই কোম্পানির কিন্তু কমিউনিটির প্রয়োজন রয়েছে কারণ এই কোম্পানি যত বড়ই হোক না কেন আপনার আমার মত মানুষদের দিয়ে কিন্তু তাদের বিজনেস চালাতে হবে।

এই জন্য এই কোম্পানি থেকে বলা হয়েছে Discord নামের একটি অ্যাপ্লিকেশনে সকলকে জয়েন হতে যেখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ফেসবুক গ্রুপের মতো কিংবা টুইটার অ্যাকাউন্টে যেরকম ভাবে জয়েন করি এখানে ওরকম ভাবে জয়েন করতে হবে এতে কিন্তু কোম্পানির ভ্যালু বাড়বে আর কোম্পানির ভ্যালু বারলে আমাদের ইনকাম বেশি হবে।

আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে Discord একাউন্টে আমরা জয়েন করব কিংবা Discord অ্যাপ্লিকেশন কি এটি কিভাবে কাজ করে থাকে এ টু জেড এ সংক্রান্ত বিস্তারিত আপডেট গুলো এখন আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।




How to Discord verify account create Bangla tutorial 2023 | Discord কি?



Discord কি?




Discord হচ্ছে সামাজিক সোশ্যাল মিডিয়া তবে এখানে ফেসবুকের মত কার্যকলাপ পুরোপুরি না হলেও ফেসবুক গ্রুপের মতো অনেকটা কার্যক্রম এখানে হয়ে থাকে অর্থাৎ এখানে আমরা যেমন টেলিগ্রাম চ্যানেলে কিংবা গ্রুপে যেভাবে কাজ করে থাকি ঠিক ওরকম ভাবেই Discord টে এখানে কাজ হয়ে থাকে অর্থাৎ এখানে কিন্তু গ্রুপ কিংবা চ্যানেল ক্রিয়েট করা যায় তবে এই কোম্পানির ভাষায় কোন নতুন ব্যক্তি যদি এখানে জয়েন করে তাহলে সার্ভার কানেকশন বলা হয়ে থাকে।

তবে এটি বলে রাখা ভালো বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে পৃথিবীজুড়ে এদের ভিতর বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু রিকমেন্ট করে থাকে এই অ্যাপ্লিকেশনে জয়েন হতে সরাসরি Discord থেকে এখন পর্যন্ত ইনকাম করা যায় না তবে ভবিষ্যতে করা যেতে পারে এখন পর্যন্ত কোন টাকা ইনকাম করা না গেলেও বিভিন্ন কোম্পানির কাজ করে Discord এর মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে মাসে 500 থেকে 1000 ডলার

এছাড়াও এই অ্যাপের মাধ্যমে অডিও এবং ভিডিও কল দেওয়ার সুবিধা রয়েছে তাছাড়াও আমরা যারা অনলাইনে কাজ করে থাকি টাকা ফ্রিতে ইনকাম করার জন্য আমাদের সকলেরই কিন্তু প্রয়োজন রয়েছে এই Discord একাউন্ট তাই এখনই আপনারা সকলে এটি খুলে নিতে পারেন।


Discord verify account কিভাবে খুলবো?




এখানে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি যেরকম আমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলি বা ইমু তে একাউন্ট খুলি ঠিক ওভাবেই Discord একাউন্ট খোলার সিস্টেম রয়েছে তবে এখানে প্রফেশনাল মানের একাউন্ট খুলতে হলে অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে এছাড়াও এখানে বেশ কিছু সেটিং রয়েছে যেগুলো বসতে আপনাদের একটু সমস্যা হতে পারে এই জন্য একটি ভিডিও তৈরি করা হয়েছে কিভাবে আপনারা প্রফেশনাল মানের একটি Discord ভেরিফাই একাউন্ট খুলবেন এবং এখানে কিভাবে সেটিং গুলো কমপ্লিট করে কাজ করবেন এই নিয়ে এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।

এছাড়াও সম্মানিত বন্ধুরা অনলাইনে ফ্রিতে টাকা ইনকাম বিষয়ক সর্বশেষ আপডেট গুলো পাওয়ার জন্য এখানে ক্লিক করে আমাদের Digital Bangla 360 Official Discord অ্যাকাউন্ট সার্ভারের সাথে কানেকশন করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ