Join Our Telegram channel! name='keywords'/> এখন থেকে ছোটরা টিকটক আর ব্যবহার করতে পারবেন না-How to tik Tok live

Ticker

10/recent/ticker-posts

Ads

এখন থেকে ছোটরা টিকটক আর ব্যবহার করতে পারবেন না-How to tik Tok live

শুরু থেকেই টিকটক নিয়ে অনেক সমালোচনা ছিল সেটা আমরা অনেকেই জানি অনেক দেশে টিকটক কে ব্যান করাও পর্যন্ত হয়েছিল যদিও আবার অনেক দেশ পরবর্তী সময়ে এটাকে উন্মুক্ত করে দিয়েছে এখন বেশিরভাগ দেশগুলোতে কিন্তু টিকটকের জনপ্রিয়তা রয়েছে আকাশছোঁয়া তবে যে জিনিসের ভালো দিক রয়েছে সেই জিনিসের মন্দ দিকও রয়েছে এটা কিন্তু বাস্তব কথা এদিক দিয়ে কিন্তু টিক টক নিজে চাইলেও কিন্তু এড়িয়ে যেতে পারবেনা।








অনেকে অভিযোগ করে আসতাছিলেন tiktok এর কারণে ছেলেমেয়েদের পড়াশোনার সমস্যা করতাছে
আবার অনেকে বলতেছিলেন টিকটক এর কারণে মানসিকতা ভেঙ্গে যাচ্ছে শিশুকালেই ছেলেমেয়েদের এরকমটা কিন্তু বিশেষজ্ঞরা বলে থাকেন একেবারে মিথ্যে কথা নয় এটি অনেকটাই সত্য কথা, আপনাদের কি মনে হয় এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না।

যাই হোক এবার টিকটক কর্তৃপক্ষ থেকে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগে ১৮ বছরের নিচে যে কেউ চাইলে টিকটকে লাইভে এসে তার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারতেন তবে এবার থেকে আর সেটা সম্ভব হবে না অর্থাৎ tik tok কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন এখন থেকে কম করে হলেও 18 বছর হতে হবে অর্থাৎ ১৮ বছরের উপরে কিংবা ১৮ বছর পর্যন্ত যারা রয়েছেন টিকটকের জগতে তারাই শুধু টিকটকের লাইভে যেতে পারবেন আর এর নিচে যারা রয়েছেন বয়সের তারা আর এখন থেকে টিকটক লাইভে যেতে পারবেন না।

যদিও আগে এই বয়স সীমার সংখ্যাটা ছিল ১৬ তে অর্থাৎ 16 বছর হলেই যে কেউ টিকটকে লাইভে যেতে পারত তবে এই নতুন নিয়মের কারণে এখন আর ১৬ বছরের কেউ আর tiktok লাইভে যেতে পারবেনা কমপক্ষে ১৮ বছরের প্রয়োজন হবে এমনটাই টিকটক নতুন গাইড লাইনের নিয়ম হয়েছে tiktok এর কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ