অনেকে অভিযোগ করে আসতাছিলেন tiktok এর কারণে ছেলেমেয়েদের পড়াশোনার সমস্যা করতাছে
আবার অনেকে বলতেছিলেন টিকটক এর কারণে মানসিকতা ভেঙ্গে যাচ্ছে শিশুকালেই ছেলেমেয়েদের এরকমটা কিন্তু বিশেষজ্ঞরা বলে থাকেন একেবারে মিথ্যে কথা নয় এটি অনেকটাই সত্য কথা, আপনাদের কি মনে হয় এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না।
আবার অনেকে বলতেছিলেন টিকটক এর কারণে মানসিকতা ভেঙ্গে যাচ্ছে শিশুকালেই ছেলেমেয়েদের এরকমটা কিন্তু বিশেষজ্ঞরা বলে থাকেন একেবারে মিথ্যে কথা নয় এটি অনেকটাই সত্য কথা, আপনাদের কি মনে হয় এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না।
যাই হোক এবার টিকটক কর্তৃপক্ষ থেকে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগে ১৮ বছরের নিচে যে কেউ চাইলে টিকটকে লাইভে এসে তার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারতেন তবে এবার থেকে আর সেটা সম্ভব হবে না অর্থাৎ tik tok কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন এখন থেকে কম করে হলেও 18 বছর হতে হবে অর্থাৎ ১৮ বছরের উপরে কিংবা ১৮ বছর পর্যন্ত যারা রয়েছেন টিকটকের জগতে তারাই শুধু টিকটকের লাইভে যেতে পারবেন আর এর নিচে যারা রয়েছেন বয়সের তারা আর এখন থেকে টিকটক লাইভে যেতে পারবেন না।
যদিও আগে এই বয়স সীমার সংখ্যাটা ছিল ১৬ তে অর্থাৎ 16 বছর হলেই যে কেউ টিকটকে লাইভে যেতে পারত তবে এই নতুন নিয়মের কারণে এখন আর ১৬ বছরের কেউ আর tiktok লাইভে যেতে পারবেনা কমপক্ষে ১৮ বছরের প্রয়োজন হবে এমনটাই টিকটক নতুন গাইড লাইনের নিয়ম হয়েছে tiktok এর কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ