জি আপনারা ঠিকই শুনেছেন নভেম্বর মাসে চালু হয় এই কোম্পানির অগ্রযাত্রা মাত্র পাঁচ দিনেই তারা ওয়ান মিলিয়নের উপরে ডাউনলোডার বা ইউজার পেয়ে যান খুব সহজে যেটা পৃথিবীতে এই প্রথম আপনারা জেনে থাকবেন এর আগে টুইটারের এক মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার তৈরি করতে বা ডাউনলোডার তৈরি করতে তাদের সময় লেগেছিল দুই বছর ফেসবুকে লেগেছিল ১০ মাস আজকের এই কোম্পানির আগে কিন্তু টিকটক বা ইনস্টাগ্রামও কিন্তু এত বেশি ফলোয়ার তৈরি করতে পারেনি বা ডাউনলোডার ইউজার তৈরি করতে পারেনি পৃথিবী জুড়ে যেটা এই কোম্পানি করেছে।
এই কোম্পানির মূল কোম্পানির নাম হচ্ছে OpenAI আর এই কোম্পানির আদলে নির্মিত সার্ভিস কোম্পানির নাম হচ্ছে Chat GPT এ হলো এই কোম্পানির প্রাথমিক ইতিহাস আরো আছে বাকিগুলো জানাবো সামনের দিকে তাই পুরো আর্টিকেলটি পড়ুন এই কোম্পানি যাত্রা শুরু করেছিল Elon musk তার ৬ জন সহযোগীকে নিয়ে এই ওপেন ai প্রযুক্তির যেটির প্রতিফলন এখন পৃথিবীর মানুষগণ দেখতে পাচ্ছে এখানে ইনভেস্ট করেছে ওয়ান বিলিয়ন ডলার Microsoft এর মত বড় কোম্পানি ২০১৫ সালের দিকে ওপেন এ আই এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিলেন Elon musk তার সাথে আরো ছয় জন সহযোগী বন্ধু ছিলেন তারা মিলে তৈরি করেছিলেন এই সুপারফাস্ট প্রযুক্তি।
মজার বিষয় হচ্ছে এখানে আপনারা যেকোনো কিছু লিখে দিলো সেটা সঠিক গন্তব্যস্থান পেয়ে যাবেন আবার মুখে বলে দিলে সেটার ইতিহাস আপনারা জানতে পারবেন অটোমেটিক ভাবে মাত্র কয়েক সেকেন্ডের ভিতর।
এই নতুন অত্যাধুনিক সুপারফাস্ট প্রযুক্তি আশাতে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন এই প্রযুক্তি আশাতে আমাদের ফ্রিল্যান্সিং কাজ করলো কি বন্ধ হয়ে যাবে কিনা এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে। কারণ পৃথিবী জুড়ে অনেক দেশের সরকার পর্যন্ত নড়েচড়ে বসেছে এই কোম্পানি আশাতে তাই বুঝতেই পারতেছেন এই কোম্পানির জনপ্রিয়তা কতটা তুঙ্গে রয়েছে।
আগেই বলেছি মূল কোম্পানির নাম হচ্ছে OpenAI আর এই কোম্পানির আদলে তারা প্রথম সার্ভিসটি পৃথিবীর ব্যাপি সেরেছে যার নাম হচ্ছে Chat GPT তাহলে বুঝতেই পারতাছেন এই কোম্পানি প্রথম প্রোডাক্টটি যেহেতু পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে সবাইকে অবাক করে দিয়েছে তাহলে এটির ভবিষ্যৎ কতটা উজ্জ্বল বা এখানে অনেক কিছু রয়েছে এটা হয়তোবা আপনারা ধারণা করতে পারলেন আজকে আপনাদের সেই সার্ভিস গুলো সম্পর্কে আরো বিস্তারিত নিচে তুলে ধরব তাই বিস্তারিত ভালো দিক ও মন্দ দিক সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।
আরো পড়ুন: Chat GPT থেকে টাকা ইনকাম করার উপায়
Chat GPT কি?
এটি হচ্ছে পৃথিবীর মাঝে আলোড়ন সৃষ্টিকারী নতুন অদ্ভুত ভয়ংকর সুপারফাস্ট প্রযুক্তি যে প্রযুক্তিটি অনেকটা মানুষের মতনই কাজ করে থাকে মানুষের যেমন বুদ্ধিমত্তা রয়েছে সেই অনুযায়ী কাজ করে থাকে ব্রেন খাটিয়ে ঠিক ওরকমই এই প্রযুক্তিটি আনা হয়েছে বা এই প্রযুক্তিটি ব্যবহার করে আপনারা মানুষের মতনই যাবতীয় প্রায় সকল কাজই করে নিতে পারবেন এটা হল আশ্চর্যজনক একটি প্রযুক্তি আশা করি আপনারাও অনেক কিছু বুঝতে পারলেন তবে এটাও মাথায় রাখতে হবে এই প্রযুক্তিটি যতই বড় হোক না কেন মানুষের থেকে বেশি কিন্তু নয়। এই চ্যাট জিপিটি নিয়ে কিন্তু এখন পৃথিবী বাপ্পি ব্যাপক আলোচনা হচ্ছে বড় বড় নামিদামি প্রথম সারির মিডিয়াগুলো এই কোম্পানির প্রচার-প্রচারণা চালাচ্ছে bbc সহ বিভিন্ন মিডিয়াতে আপনারা এই সংবাদ গুলো পেয়ে যাবেন।
আবার অনেকে মন্তব্য করতেছেন এই প্রযুক্তি ব্যবহার সঠিকভাবে সবসময় করতে পারলে গুগলকে কিংবা apple এর সার্চ ইঞ্জিন কে আর প্রয়োজন হবে না সব কাম এই প্রযুক্তির মাধ্যমে করা যাবে আবার অনেকে বলতেছেন চাকরির বাজার চলে যাবে এই প্রযুক্তির কারণে আবার অনেকে বলতেছেন এই প্রযুক্তি আশাতে আমাদের অনেক কাজ করতে সহজ হবে আসলে কোনটা সত্য? জানুন আজকের এই পূর্ণাঙ্গ আর্টিকেলটি পরে।
এই প্রযুক্তি ব্যবহার করে আপনারা কোন কোন কাজগুলো করতে পারবেন তার একটি তালিকা নিচে দেওয়া।
- ব্লগিং ইউনিক আর্টিকেল বাংলায় ও ইংলিশে লেখা
- রান্নাবান্নার রেসিপি আর্টিকেল লেখা
- হোম ওয়ার্ক করা
- যেকোনো ধরনের কবিতা লেখা
- প্রেমের গল্প বা কাহিনী লেখা
- বিভিন্ন হেল্প রিলেটিভ আর্টিকেল লেখা
- নাটক ও সিনেমার স্ক্রিপ্ট লেখা
- ওয়েবসাইটের জন্য কোডিং এর কাজও করে দিতে পারে
- যেকোনো গান এই কোম্পানির মাধ্যমে তৈরি করে নিতে পারবেন
- যেকোনো nft বা অন্যান্য ছবি তৈরি করা
- লোগো ডিজাইন করা
- প্রডাক্ট ডেসক্রিপশন লেখা
- Seo কাজগুলো
এছাড়াও আরো অনেক ধরনের কাজ করতে পারবেন এই টুলসটি ব্যবহার করে।
তবে বলে রাখা ভালো অনেকে হয়তোবা এটাকে গুলিয়ে ফেলতে পারেন কারণ গুগল ট্রান্সলেট এর মাধ্যমেও আমরা জানি অনেক কিছু করা যায় তবে গুগলের মাধ্যমে আমরা যে টেনাসনেট করে কাজগুলো করতাম সেগুলো হচ্ছে একটা থেকে আরেকটায় রূপান্তরিত করা আর এই আজকের চ্যাট জিপিটি এই প্রযুক্তির কাজ হচ্ছে নতুন নতুন অনেক কিছু তৈরি করা আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন?
Chat GPT অনেক এর কারণে কি মানুষের চাকরি চলে যাবে?
তবে এতক্ষণ উপরের দিকে যে বিষয়গুলো আপনারা জানতে পারলেন এতে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে অনুমান করতে পেরেছেন হয়তোবা এই প্রযুক্তি আশাতে যদি আপনি দক্ষ না হন তাহলে আপনার ভবিষ্যৎ হয়তোবা অন্ধকারের দিকেই যেতে পারে তাই নিজেকে দক্ষ করে গড়ে তুলুন আগামী পাঁচ থেকে দশ বছরের ভিতরে যদি আপনি নিজেকে দক্ষ করে তুলতে না পারেন কিংবা আগামী পাঁচ বছর দশ বছর পর কিন্তু এই প্রযুক্তি হয়ে যাবে আরো অনেক গতিশীল ও আপডেট তখন যদি আপনার আমার মাঝে কাজের দক্ষতা ভালো মানের না থাকে বা মোটামুটি মানের হয় বা অল্প মানের হয় তাহলে আমরা কিন্তু হেরে যাবো তখন এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কোম্পানিগুলো কাজ করে নিবে তখন আমাদের আর তেমন একটা প্রয়োজন নাও হতে পারে তাই নিজেকে দক্ষ করে গড়ে তোলাটাই হল বুদ্ধিমানের কাজ।
বিশেষজ্ঞরা বা এক্সপার্ট লোকজনেরা বলে থাকেন এই প্রযুক্তির কারণে হয়তোবা আগামী 5 থেকে 10 বছর পর অনেকের চাকরি চলে যাবে কারণ এই প্রযুক্তির মাধ্যমে অনেকে কাজ করবে তবে ভয় পাওয়ার কোন কারণ নেই মানুষের প্রয়োজন পৃথিবী শুরুর দিক থেকেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আল্লাহ পাকের দয়ায় ও রাসুলের উছিলায় তাই আপনারা ভয় না পেয়ে সামনের দিকে নিজেকে যেকোনো পছন্দের সৎ পথে থেকে কাজের এক্সপার্ট হিসেবে তৈরি করে এগিয়ে চলুন অবশ্যই আপনারা কাজ করে টাকা উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ।
Chat GPT আশাতে আমারা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি?
দেখুন শুরুর দিকে একটা কথা বলেছিলাম এই কোম্পানি মাত্র ৫ দিনে ১০ লক্ষ ইউজার পেয়ে গিয়েছে যা পৃথিবীতে এই প্রথম তাহলে বুঝতে পারতাছেন এই কোম্পানির চাহিদা কতটুকু রয়েছে এই কোম্পানির চাহিদা যদি বেশি না থাকতো তাহলে এত মানুষ কিন্তু এখানে হুমরি খেয়ে পড়তো না এতে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে এই কোম্পানির আগামীর ভবিষ্যৎ অনেক উপরের দিকে যেতে চলেছে।
কোম্পানির ফাউন্ডার বা কর্ণধার হিসেবে রয়েছেন ইলন মাছের মত ব্যক্তি বা মাইক্রোসফট এর মত কোম্পানি সেও তো বুঝতেই পারতাছেন এই কোম্পানি কিন্তু আগামী দিনে অনেক ভালো কিছু করবে আর মাইক্রোসফট হচ্ছে একসময়ের সেরা ধনী বিল গেস্টের।
তাই বলবো ভয় পাওয়ার কিছু নেই হয়তো বা মানুষের কাজগুলো হারিয়ে যাবে না তবে অনেক কাজই এই কোম্পানির প্রযুক্তির মাধ্যমে করা যাবে এতে কোন সন্দেহ নেই যে কাজগুলো মানুষের করতে তিন ঘন্টা চার ঘন্টা বা একদিন দুদিন সময় লাগতো সেগুলো হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তবে যেহেতু এটা রোবট প্রযুক্তি সেহেতু এখানে তো কিছু ভুল থাকবেই যত কিছুই বলুক না কেন গুণীজনেরা দিনশেষে মানুষই সেরা কারণ এই রোবট বা এ প্রযুক্তি কাজগুলো যেগুলো করবে সেগুলোকে নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে সেই মানুষেরই তাই বুঝা গেল আমাদের কাজ কিন্তু থেকেই যাচ্ছে।
Chat GPT ব্যবহার করতে কি কোন টাকা খরচ করতে হবে?
এই কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটা জিনিস তৈরি করতে তাদের খরচ হচ্ছে এক সেন্ড করে যেটা এখন পৃথিবী জুড়ে মানুষগণ ফ্রিতে ব্যবহার করতে পারতাছে আর এই খরচটা বহন করতাছে কোম্পানিরা নিজেরাই তাই বলবো এখন পর্যন্ত আপনারা ফ্রি তে ব্যবহার করতে পারবেন তবে হয়তোবা আগামী সামনের দিনে এই কোম্পানিও কিন্তু প্রফিট করতে চাইবে এখন হয়তোবা এই নতুন প্রযুক্তির প্রমোশন করার জন্য ফ্রিতে ব্যবহার করতে দিতাছে পরবর্তী সময় যখনই কোম্পানির চাহিদা বেড়ে যাবে মানুষগণ ব্যবহার করতে আরো অনেক বেশি শুরু করবে তখন হয়তোবা এই কোম্পানি পেট ভার্শন নিয়ে আসবে অর্থাৎ ফ্রী বাসনে কম ফিউচার তারা দিবে আর পেট ভার্সনে বেশি ফিচার দিবে এ হলো গিয়ে মূল বিষয়।
Chat GPT তে কিভাবে একাউন্ট খুলবো?
এখানে একাউন্ট খোলা টা এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি আপনারা চাইলে গুগল জিমেইল ও মাইক্রোসফট এর ইমেল একাউন্ট ব্যবহার করে এখানে একাউন্ট খুলতে পারবেন সাথে মোবাইল নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে একাউন্ট কমপ্লিট করে নিতে পারবেন এরপরে কিভাবে ব্যবহার করবেন সেটা যদি জানতে চান অবশ্যই এই আর্টিকেল এর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সে বিষয়ে আপনাদের জানানো হবে ।
আর হ্যাঁ চ্যাট ডিপিটিতে কিভাবে আপনারা একাউন্ট খুলবেন বা সেই লিংকটি কিভাবে পাবেন সেটা এখানে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়া হবে ওখানে আপনারা এই সেই Chat GPT একাউন্ট খোলার আলোচিত লিংকটি পেয়ে যাবেন এবং সাথে আরো অনেক আপডেট এই গ্রুপে নিয়মিত পেতে থাকবেন।
সুপ্রিয় সম্মানিত বন্ধুরা এই নতুন অসাধারণ প্রযুক্তি গুলো পেয়ে আপনারা কতটুকু উপকৃত হলেন বা হতাশ হলেন সেটা জানিয়ে কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে দিন আর আপনার সুন্দর আঙ্গুল দিয়ে প্রিয়জনেরা আপনাদের বন্ধুদের কাছে এই আর্টিকেলটি ফেসবুকে বেশি বেশি শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে।
আরো পড়ুন: চ্যাট জিপিটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে
আগামীতে আসবে এই চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আপনারা হাজার হাজার ডলার প্রতি মাসে ইনকাম করবেন যদি সেই সম্পর্কে আরো আর্টিকেল পেতে চান এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কারণ এই প্রযুক্তি ব্যবহার করে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে।
0 মন্তব্যসমূহ