ব্যাংক একাউন্ট থাকাটা এখন বর্তমান সময়ে একরকম অপরিহার্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে। নিত্য দিনের প্রয়োজনীয় অনেক কাজকর্ম ব্যাংকের মাধ্যমে করতে হয়। আপনার টাকার নিরাপদ আবাসস্থল হতে পারে বিশ্বস্ত ব্যাংক। আমাদের বিভিন্ন ব্যবসায়িক কাজের জন্য টাকা-পয়সার লেনদেন করতে হয় ব্যাংকের মাধ্যমেই এ ছাড়া অনলাইনের কাজ করে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত ব্যাংক একাউন্ট এর প্রয়োজন পড়ে । তাই ব্যাংক একাউন্ট না থাকার মানেই হচ্ছে আপনি অন্যদের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে আছেন। কাজেই, ব্যাংক একাউন্ট না থাকলে দ্রুত একটি ব্যাংক একাউন্ট খুলে নিতে পারেন। আমাদের মাঝে প্রায় অনেকেরই ধারণা যে , ব্যাংক একাউন্ট খোলার মতো ঝামেলার কাজ বোধহয় আর দ্বিতীয়টি নেই। এই ঝামেলা এড়ানোর জন্য অনেকেই ব্যাংক একাউন্ট খুলতে আগ্রহী হন না। সত্যি বলতে কী, ব্যাংক একাউন্ট খোলা মোটেও তেমন একটা ঝামেলার কাজ না এখন এই ডিজিটাল যুগে। বিষয়টি সম্পর্কে আমাদের জানা না থাকার কারণেই এমন অমূলক ধারণা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ । আর এই দেশের মানুষ প্রায় বেশির ভাগই মধ্য আয়ের এর বা নুন্ন আয়ের মানুষ। যার কারনে আমরা৫০০ বা ১০০০ টাকা দিয়ে সবাই অ্যাকাউন্ট সকলে খুলতে পারিনা। আর তার কারণে IFIC ব্যাংক প্রতিপক্ষ এবার সবার কাছে ব্যাংক একাউন্ট খোলার জন্য ১০ টাকা ফি নিচ্ছে।সকলের প্রকৃতপক্ষে, খুব সহজেই একটি ব্যাংক একাউন্ট খুলে নিতে পারেন তাও আবার ১০টাকার মাধ্যমে বুঝতেই পারতেছেন কি চমৎকার একটি অফার দিচ্ছে IFIC ব্যাংক প্রতিপক্ষ। কীভাবে IFIC ব্যাংক একাউন্ট খুলতে হয় এটা আমাদের সবারই জানা প্রয়োজন । চলুন জেনে নেওয়া যাক। তার সাথে কি কি সুবিধা ও অসুবিধা থাকছে।
- Home
- অনলাইন থেকে টাকা ৩৬০
- _মোবাইল ও ল্যাপটপ দিয়ে টাকা আয়
- _ফ্রিতে এয়ারড্রপ থেকে টাকা ইনকাম
- _মোবাইল ও ল্যাপটপে গেম খেলে টাকা আয়
- _স্টুডেন্টদের জন্য সুযোগ-সুবিধা
- _মোবাইল ও ল্যাপটপ দিয়ে টেডিং করে টাকা আয়
- _ফ্রিতে টাকা ইনকাম করার মাইনিং অ্যাপ
- _গুগল সকল ইনকাম সার্ভিস ৩৬০
- _সিপিএ মার্কেটিং করে আয়
- _অনলাইন থেকে ফ্রিতে সাহায্য পাওয়ার উপায়
- _এন এফ টি থেকে টাকা ইনকাম করার উপায়
- _ইনভেস্ট করে টাকা ইনকাম করার উপায়
- _অনলাইনে সার্ভে করে টাকা আয়
- _বড়লোক হওয়ার সহজ উপায়
- _সকল অর্থনৈতিক সংবাদ ৩৬০
- _ডিজিটাল মার্কেটিংয়ে আয় ৩৬০
- সকল আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং
- _সকল আউটসোর্সিং কাজ সমূহ ৩৬০
- _ফাইবার শিখে টাকা আয় ৩৬০
- _আপওয়ার্ক শিখে টাকা আয় ৩৬০
- _ওয়ার্ডপ্রেস সকল ইনকাম সার্ভিস ৩৬০
- _গ্রাফিক ডিজাইন শিখে টাকা আয়
- _এসইও করে উপার্জন করার উপায়
- _ফ্রিল্যান্সারদের জন্য সরকারি সুযোগ-সুবিধা
- _সফল ফ্রিল্যান্সারদের গল্প ৩৬০
- _ফটোগ্রাফি করে সহজে টাকা আয়
- _লোগো ডিজাইন করে টাকা ইনকা
- _ই-মেইল মার্কেটিং করে টাকা আয়
0 মন্তব্যসমূহ