Join Our Telegram channel! name='keywords'/> সহজে টাকা ইনকাম করার সেরা বাংলাদেশী ওয়েবসাইট | Best Bangladeshi website to earn money easily

Ticker

10/recent/ticker-posts

Ads

সহজে টাকা ইনকাম করার সেরা বাংলাদেশী ওয়েবসাইট | Best Bangladeshi website to earn money easily

টাকা ইনকাম করার ওয়েবসাইট বলতে সাধারন অর্থে বুঝায়, যেসব সাইটে কাজের বিনিময়ে ইনকাম করা যায়। বাংলাদেশ অনলাইনে ইনকাম করার জন্য ওয়েবসাইট এখনো প্রধান অবলম্বন। যদিও টাকা ইনকাম করার অ্যাপস কিছু আছে, তবে বেশিরভাগ সফটওয়্যারই এসব ওয়েবসাইটের আওতাধীন। সুতরাং, টাকা ইনকাম করার ওয়েবসাইট খুঁজে পেলে অ্যাপসও সহজেই পাওয়া যাবে।সমস্যা হলো ’taka income korar website’ কিংবা online income BD, bKash payment নিয়ে যারা সার্চ করেন, তাদের বেশিরভাগই মনে করেন, কোনোরকম কাজ না করেই তাকে টাকা দিবে এমন ইনকাম করার ওয়েবসাইট খুঁজে পাওয়া সম্ভব।আপনিই বলুন তো, আপনি কি কাউকে কোনো কাজ না করিয়ে টাকা দিবেন? সুতরাং, আপনিও যদি টাকা আয় করার ওয়েবসাইট বলতে কাজ না জেনে বা না করেও টাকা দেয় এমন সাইট খুঁজে থাকেন, তবে এই আর্টিকেলটি আপনার জন্য নয়। আপনি বরং ভিডিও দেখে ইনকাম করা যায় এমন অ্যাপ সম্পর্কে জেনে নিন।এই আর্টিকেলে অনলাইনে টাকা ইনকাম করার যেসব সাইট সম্পর্কে আলোচনা করবো, সবগুলোই বাংলাদেশী টাকা ইনকাম করার ওয়েবসাইট। সুতরাং, পেমেন্ট কিংবা ভাষা কোনোকিছু নিয়েই বাড়তি চিন্তা করতে হবেনা।তবে, আপনার যদি স্কিল থাকে, কিংবা সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তবে আপনিও এই আর্টিকেলটি পড়া বাদ দিয়ে ফ্রিল্যান্সিং এর সহজ কাজ ও সেরা ১০টি ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে জেনে নিন।ফিল্টার করার পরও যদি আপনি পড়তে থাকেন, তবে চলুন অনলাইনে টাকা ইনকাম করার বাংলাদেশী কিছু সাইট এর সাথে পরিচিত হই।

সহজে টাকা ইনকাম করার সেরা বাংলাদেশী ওয়েবসাইট | Best Bangladeshi website to earn money easily


১. বিল্যান্সার ডট কম

বিল্যান্সার বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট। ইংরেজি যাদের ফ্রিল্যান্সিং শুরু করার জন্য বাধা হয়ে আছে, তাদের জন্য কাজের সেরা সুযোগ হতে পারে কাজ belancer.com। টাকা ইনকাম করার এই বাংলাদেশী ওয়েবসাইট এ ফেসবুকে পেজ তৈরি কিংবা ডাটা এন্ট্রি করার মতো সহজ কাজ থেকে শুরু করে ওয়েবসাইট তৈরির মতো স্কিল বেজড কাজও পাওয়া যায়।সমস্যা হলো ফ্রিল্যান্সারের তুলনায় কাজের পরিমাণ কম। তবে আশার খবর হলো, বিল্যান্সার টিম কাজ বাড়ানোর জন্য বাইরের দেশ থেকে প্রজেক্ট আনার চেষ্টা করে যাচ্ছে।তাছাড়া, বর্তমানে recommended badge প্রোগ্রাম চালু করেছে, যেটা পেয়ে গেলে প্রতিযোগিতা বেশ কমে যাবে। রিকমান্ডেড ব্যাজ পাওয়ার জন্য নির্দিষ্ট কাজের উপর আপনার যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।বিল্যান্সারে সাধারণত যেসব কাজ পাওয়া যায়:

*ডাটা এন্ট্রি
*কাস্টমার সাপোর্ট
*গ্রাফিক্স ডিজাইন
*সেলস এন্ড মার্কেটিং
*কনটেন্ট রাইটিং এন্ড ট্রান্সলেশন
*সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
*ওয়েব, মোবাইল অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইত্যাদি।

পেমেন্ট মেথড:

*বিকাশ
*পেপাল
*ক্রেডিট কার্ড

২. প্রতিবর্তন

ঘরে বসে কন্টেন্ট লিখে আয় করতে চান? তাহলে প্রতিবর্তনের সাথে যোগ দিন। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গৃহিনী অনেকেই প্রতিবর্তনের সাথে কাজ করে আয় করছেন।প্রতিবর্তনে আর্টিকেল লেখার প্লাটফর্ম হিসেবে সবার জন্য উম্মুক্ত। আপনি যদি মানসম্মত আর্টিকেল লিখতে পারেন, তবে এখানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট আরো অনেক খুঁজে পাবেন, তবে প্রতিবর্তন দুইটি দিক দিয়ে ব্যতিক্রম।প্রথমত, আপনি আর কোথাও ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন না।দ্বিতীয়ত, কন্ট্রাক্ট আর্টিকেলে কাজ করার সুযোগ।আর্টিকেল পাবলিশ হওয়ার সাথে সাথেই পেমেন্ট পাবেন, নির্ভর করে পাবলিশ হওয়ার পর আপনি কত দ্রুত যোগাযোগ করছেন।কন্ট্রাক্ট আর্টিকেলের বিষয়টা হলো, প্রতিবর্তনের আর্টিকেল শপ রয়েছে, যার মাধ্যমে অন্যান্য সাইটের জন্য অর্ডার নেওয়া হয়।কন্ট্রাক্ট আর্টিকেলের মূল্য যেহেতু বেশি, তাই আপনিও বেশ ভালো সম্মানী পাবেন।তবে, কন্ট্রাক্ট আর্টিকেল তারাই পান, যারা বিশ্বস্ততা অর্জন করে নিয়মিত প্রতিবর্তন সাইটে লেখালেখি করছেন।প্রতিবর্তনের সাথে কাজ করার আগে অবশ্যই বিস্তারিত জেনে নিন।

৩. জে আই টি

জেআইটি আরেকটি জনপ্রিয় লেখালেখি করে আয় করার সাইট। এখানে অনলাইন ইনকাম, টেকনেলোজি, ইউটিউব, ব্লগিং প্রভৃতি বিষয়ে আর্টিকেল পাবলিশ করে আয় করতে পারবেন।তবে জেআইটিতে সরাসরি আর্টিকেল পাবলিশ করার জন্য পেমেন্ট করা হয় না। বরং বাংলাদেশী এই টাকা ইনকাম করার ওয়েবসাইট থেকে কত টাকা উপার্জন করতে পারবেন, তা আপনার আর্টিকেল ভিউ এর উপর নির্ভর করে।প্রতি ১০০ ভিউ এর জন্য ৫০ টাকা, অর্থাৎ ১০০০ ভিউ হলে ৫০০ টাকা পাওয়া যাবে।

৪. বিস্ময় ডট কম 

bissoy.com একটি জনপ্রিয় বাংলা প্রশ্নোত্তর সাইট। এখানে মূলত জানার জন্য ব্যবহারকারীরা প্রতিদিন বিভিন্ন প্রশ্ন করেন।এসব প্রশ্নের মাঝে কিছু উত্তর দেওয়ার জন্য উপহার দেওয়া হয়। ৩ টাকা মূল্যের চকলেট থেকে শুরু করে ৮০ টাকা মূল্যের বার্গার পর্যন্ত পাওয়া যায়।তাই, জ্ঞান পিপাসা ও উত্তর দেওয়ার আগ্রহ থাকলে বিস্ময় ডট কমে যুক্ত হয়ে উত্তর দিন আর উপহার কালেক্ট করে আয় করুন।

৫. সহজ অ্যাফিলিয়েট

অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে অনলাইনে আয় করার অন্যতম সেরা উপায়। তবে বাংলাদেশ থেকে অ্যামাজন কিংবা অন্যান্য বড় বড় ই-কমার্স সাইটের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করা বেশ কঠিন। কারণ, আমাদের দেশে এখনো সেভাবে ডেলিভারী সিস্টেম সহজ হয়নি।তবে, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান, তবে বাংলাদেশী অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর মাঝে সহজ বাই ডট কমের সহজ অ্যাফিলিয়েট বেছে নিতে পারেন।সহজ অ্যাফিলিয়েট এর প্রোডাক্ট বিক্রি করে কমিশন পাওয়ার পাশাপাশি নতুন অ্যাফিলিয়েট মার্কেটার রেফার করেও ইনকাম করতে পারবেন।নাহ, যিনি আপনার রেফারেন্স নিয়ে যুক্ত হবেন, তার ইনকাম থেকে কাটা হবেনা, তিনি সম্পূর্ণই পাবেন। অতিরিক্ত বোনাস আপনাকে সহজ বাই নিজ থেকেই দিবে।

শেষ কথা

আমরা যেসব টাকা ইনকাম করার ওয়েবসাইট এর সাথে পরিচিত হলাম, সবগুলোই বাংলাদেশী এবং বিশ্বস্ত।এসবের বাইরেও অনলাইনে আয় করার উপায় আরো অনেক খুঁজ পাবেন। তবে কাজ করার জন্য প্রথমে মনস্থির করা দরকার।আপনি কি করতে চান, কোথায় কাজ করতে চান? সেখানে কাজ করার জন্য প্রস্তুত না হলে নিজেকে প্রস্তুত করুন, স্কিল ডেভেলপ করুন।
আশা করি, অনলাইন টাকা ইনকাম করার ওয়েবসাইটগুলো আপনার উপার্জন শুরু করতে কাজে দিবে। তবে এর বাইরেও যদি কোনো ভালো সাইট সম্পর্কে জেনে থাকেন, আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ