Upwork কি এবং Upwork এ কোন কাজের চাহিদা বেশি যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করবেন তাদের মনে এই সব প্রশ্ন ঘুরপাক খেতে থাকে।সকল ফ্রিল্যান্সারদের ইচ্ছা প্রফেশেনাল ভাবে আপওয়ার্কে কাজ করার। কারণ, অনলাইনে যতগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে সেরা হলো আপওয়ার্ক।বিশ্বের বিভিন্ন দেশের ফ্রিল্যান্সাররা এখানে তাদের দক্ষতা, স্কিল দিয়ে কাজ করে। এবং কাজের মজুরি হিসেবে বায়ারের কাছ থেকে অর্থ গ্রহণ করে।তাই আপনি যদি upwork এ কাজ করতে চান তাহলে আগে কাজের উপর পূর্ণ দক্ষতা অর্জন করে তারপর আপওয়ার্কে আসুন কাজ করার জন্য।Upwork এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি প্রচুর কাজ পাবেন। কিন্তু, আপনাকে কাজের উপর দক্ষতা থাকতে হবে।আপনি যদি মোটামুটি কাজ শিখে আপওয়ার্কে একাউন্ট তৈরি করে কাজ করার জন্য আসেন তাহলে কিন্তু কাজ পাবেন না।কারণ, এখানে কাজ পেতে হলে আপনাকে কমপিটিশন করতে হবে। যদি আপনি কমপিটিশনে টিকে থাকেন তাহলে কাজ পাবেন।
Upwork কি?
Upwork হলো একটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। তবে, আপওয়ার্ক মার্কেটপ্লেসের নাম শুরুতে আপওয়ার্ক ছিলো না।শুরুতে আপওয়ার্কের নাম ছিলো ওডেক্স। পরবর্তীতে ইল্যান্সের নামের সাথে একত্রিত হয়ে আপওয়ার্ক (Upwork) নাম দেওয়া হয়।আপওয়ার্ক ওয়েবসাইটে ফ্রিল্যান্সারগণ তাদের কাজের অভিজ্ঞতা গুলো তুলে ধরে। এবার ক্লায়েন্ট তার প্রয়োজন অনুযায়ী কাজের বিবরণ এবং কাজের বাজেট উল্লেখ করে পোস্ট করেন।
ফ্রিল্যান্সারগণের কাজের সাথে যদি ক্লায়েন্টের কাজের মিল থাকে তাহলে ফ্রিল্যান্সার কাজ করার জন্য ক্লায়েন্টের কাছে প্রপোজাল পাঠায়।ক্লায়েন্ট প্রপোজাল পাঠানো ফ্রিল্যান্সারগণ থেকে যাকে পছন্দ করবে তাকে কাজ দিয়ে দিবে। আবার ক্লায়েন্ট চাইলে ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখে ভালো লাগলে তার কাছে কাজের রিকেষ্ট (request) পাঠাতে পারে।সহজ ভাষায় বলতে গেলে, আপওয়ার্ক হলো ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারদের মধ্যে কাজের বিষয় সংযোগ সৃষ্টি করে। আর এই সম্পূর্ণ বিষয় গুলো হয় ইন্টারনেটের মাধ্যমে আপওয়ার্ক মার্কেটপ্লেসে।আশাকরি, আপনারা সহজে বুঝতে পারছেন Upwork কি?
আপওয়ার্কে কি কি কাজ পাওয়া যায়?
আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে কাজ করতে চান তাহলে বিভিন্ন ধরনের কাজ upwork এ পেয়ে যাবেন।আপওয়ার্ক অনলাইন মার্কেটপ্লেসে আপনি সব ধরনের কাজ পেয়ে যাবেন। তার মধ্যে কিছু উল্লেখ্য যোগ্য কাজের ক্যাটাগরি নিচে উল্লেখ করেছি।
*গ্রাফিক্স ডিজাইন
*ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
*কনটেন্ট রাইটিং
*ভিডিও এডিটিং
*অ্যানিমেশন
*সফটওয়্যার ডেভেলপমেন্ট
*কনটেন্ট কপিরাইটিং
*ফটোগ্রাফি এন্ড এডিটিং
*সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
*সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
*অনুবাদ করা
*ভয়েস ওভার
*মার্কেটিং
এছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরির কাজ আপনারা আপওয়ার্ক অনলাইন মার্কেটপ্লেসে পেয়ে যাবেন।
Upwork এ কোন কাজের চাহিদা বেশি?
আমরা যারা আপওয়ার্কে কাজ করতে চান তাদের মনে একটা কমন প্রশ্ন থাকে মার্কেটপ্লেসে কোন কাজের চাহিদা বেশি।আজকে আমি এমন কিছু কাজের নাম উল্লেখ করবো যে গুলোর চাহিদা অনেক বেশি এবং যেগুলো করে দ্রুত ইনকাম করা সম্ভব।যারা আপওয়ার্কে এক্সপার্ট হিসেবে দীর্ঘদিন কাজ করছে তাদের মতে এমন কিছু ক্যাটাগরির কাজ রয়েছে যেগুলোর চাহিদা সময় সময় বেশি। যেমন –
১. ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট : আপনি যদি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারেন তাহলে মার্কেটপ্লেসে এর চাহিদা প্রচুর। তাছাড়া, আপনাকে কাজের পিছনে ছুটতে হবে না। বরং কাজ এবং টাকা দুইটা আপনার পিছনে ছুটবে।
২. সফটওয়্যার ডেভেলপমেন্ট : একজন ভালো মানের সফটওয়্যার ডেভেলপারের চাহিদা শুধু আপওয়ার্ক মার্কেটপ্লেসে না সারা বিশ্বে। এক্সপার্ট সফটওয়্যার ডেভেলপারদের প্রতি ঘন্টায় আয় $100 এর বেশি।
৩. গ্রাফিক্স ডিজাইন : অনলাইন মার্কেটপ্লেস গুলোতে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা সেই শুরু থেকে। আপওয়ার্কে প্রতি মিনিটে কয়েক শত কাজ পাবলিশ করা হয়।
৪. কনটেন্ট রাইটিং : কনটেন্ট রাইটিং মানে কোনো ওয়েবসাইটের জন্য লেখালেখি করা। আমি হাই-কোয়ালটির কনটেন্ট লিখতে পারলে মার্কেটপ্লেসে কাজের অভাব হবে না। মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি নিজে ওয়েবসাইট তৈরি করে কনটেন্ট লিখে ইনকাম করতে পারবেন।
৫. এসইও : এসইও (SEO) সেক্টরে কাজ করা অনেক ধৈর্যের ব্যাপার। তাছাড়া বর্তমানে এসইও এক্সপার্টদের চাহিদা প্রচুর। একজন এসইল এক্সপার্ট যে কত টাকা আয় করতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না।এছাড়াও আপওয়ার্ক অনলাইন মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের কাজ আপনারা প্রচুর পরিমানে পেয়ে যাবেন। তবে, কাজ পাওয়ার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে কাজের উপর। মনে রাখবেন, আপনি যদি মোটামুটি কাজ শিখে মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কাজ খুঁজতে থাকেন তাহলে কখনো কাজ পাবেন না। আগে কাজ শিখুন তারপর মার্কেটপ্লেসে আসুন।
আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি আপওয়ার্কে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একাউন্ট খুলতে হবে। আপনি দুই ভাবে এখানে একাউন্ট খুলতে পারবেন।
১. আপওয়ার্ক ওয়েবসাইটে সাইনআপ এর মাধ্যমে।
২. আপওয়ার্ক এন্ড্রয়েড মোবাইল অ্যাপ ব্যবহার করে।
৩. সাইনআপ করার জন্য আপনাকে প্রয়োজনীয় সব তথ্য গুলো সঠিক ভাবে দিতে হবে।
৪. আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস সঠিক ভাবে দিয়ে ভেরিফাই করে নিতে হবে।
৫. সকল তথ্য সঠিক ভাবে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন এবং একাউন্ট এপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৬. এবার আপনার প্রোফাইল সুন্দর করে সাজাতে হবে যাতে ক্লায়েন্টের ভালো লাগে।
এর আগের আর্টিকেলে কিভাবে আপওয়ার্ক একাউন্ট খুলতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সহজে একাউন্ট খোলার জন্য ঔ আর্টিকেলটি পড়ুন।
0 মন্তব্যসমূহ