Join Our Telegram channel! name='keywords'/> টেলিগ্রাম চ্যানেল থেকে কিভাবে টাকা আয় করবেন | How to earn money from Telegram channel

Ticker

10/recent/ticker-posts

Ads

টেলিগ্রাম চ্যানেল থেকে কিভাবে টাকা আয় করবেন | How to earn money from Telegram channel

এমনিতে আমি আপনাদের আগেই, ইন্টারনেট থেকে টাকা আয় করার বিভিন্ন প্রক্রিয়ার বিষয়ে বলেছি।হে, online income করার এমনিতে অনেক মাধ্যম অবশই রয়েছে।আর, বর্তমা সময়ে internet থেকে ইনকাম করার বিষয়টা অনেক জনপ্রিয় একটি ব্যাপার।আমাদের কাছে অনেক platform রয়েছে যেমন, YouTube channel, blogging, Facebook যেগুলোর মাধ্যমে অনলাইন ইনকাম করা সম্ভব।তবে, এই platform ফুলের সাথে Telegram কেও কিন্তু অনলাইন টাকা আয়ের একটি ভালো প্লাটফর্ম হিসেবে ধরা যেতে পারে।মানে একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করাটাও সম্ভব।আপনি এখন হয়তো ভাবছেন যে,Telegram তো একটি messaging app যার মাধ্যমে online chatting ইত্যাদি করা হয়,তাহলে, এর মাধ্যমে ইনকাম কিভাবে সম্ভব ?আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ সঠিক, তবে মনে রাখবেন আমরা অনেক সময় অনেক কিছুর বিষয়ে জ্ঞান রাখিনা।যেভাবে, টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার বিষয়টি আপনি এখনো জানেননা।আমার বন্ধু, বর্তমানে নিজের টেলিগ্রাম একাউন্ট থেকে প্রায় ২০,০০০/- থেকে ৩০,০০০/- প্রত্যেক মাসে আয় করছে।আর, আমি যখন তাকে জিগেশ করলাম যে, ভাই Telegram থেকে ইনকাম করার নিয়ম গুলো কি, তখন সে আমাকে সবটা বুঝিয়ে বললো।

টেলিগ্রাম চ্যানেল থেকে কিভাবে টাকা আয় করবেন | How to earn money from Telegram channel


টেলিগ্রাম চ্যানেল থেকে কিভাবে আয় করবেন ?

বন্ধুরা নিচে আমরা জেনেনিব যে কোন কোন প্রক্রিয়া ব্যবহার করে আমরা নিজের telegram channel থেকে income করতে পারবো।আমার বন্ধু যেগুলো প্রক্রিয়া ব্যবহার করে telegram account থেকে আয় করছে, সেই সব প্রক্রিয়া গুলো আমি বলবো।কিন্তু, তার আগে টেলিগ্রাম এর সাথে জড়িত কিছু জরুরি প্রশ্ন এবং তাদের উত্তর এর বিষয়ে জেনে রাখাটা দরকার।টেলিগ্রাম আপনাকে টাকা দিবেনা। আপনার ইনকাম এবং টেলিগ্রাম কোম্পানির কোনো ধরণের সম্পর্ক নেই।যদিও আপনি নিজের টেলিগ্রাম একাউন্ট বা চ্যানেল ব্যবহার করছেন, তবে টাকা আয় করার জন্য কিছু external method ব্যবহার করা হয়।আপনার telegram channel এর মধ্যে থাকা members ঔদের মাধ্যমে আপনি আয় করতে পারবেন।এবং এক্ষেত্রে, কিছু externalprocess বা method এর ব্যবহার করাটা জরুরি।তবে, টেলিগ্রাম এর মাধ্যমে ইনকাম করার জন্য জরুরি এই external process গুলোর বিষয়ে আমরা নিচে জেনে নিব।

বাস্তবে কি টেলিগ্রাম থেকে ইনকাম সম্ভব ?

হে, বর্তমান সময়ে হাজার হাজার লোকেরা তাদের telegram channel / group এর মাধ্যমে আয় অবশই করছেন।বিষয়টি ভালো করে বুঝে মন দিয়ে কাজ করলে, telegram কিন্তু অনলাইন ইনকাম এর একটি profitable এবং genuine মাধ্যম।তবে, এক্ষেত্রে আপনার কিছু জিনিসের বিষয়ে ভালো করে বুঝতে হবে।যেমন,

Income করার জন্য আপনার একটি telegram channel থাকা জরুরি।আপনার channel / group এর মধ্যে কমেও ৫০০০ member / followers থাকতে হবে।যত বেশি channel members থাকবে, ততটাই বেশি ইনকাম এর সুযোগ থাকবে।Telegram channel এর মধ্যে affiliate marketing, reselling ইত্যাদি প্রক্রিয়া গুলো ব্যবহার করে টাকা আয় করার ক্ষেত্রে অধিক followers দের প্রয়োজন।তাই, সবচে আগে আপনার ভাবতে হবে যে, “কিভাবে নিজের টেলিগ্রাম চ্যানেলে অধিক member / followers নিয়ে আসা যাবে”।একবার আপনার চ্যানেলে ভালো পরিমানের followers হয়ে গেলে, তখন আপনি টাকা আয় করার কথা ভাবতে পারবেন।

টেলিগ্রাম এর মাধ্যমে ইনকাম করার নিয়ম গুলো

যখন আপনার টেলিগ্রাম চ্যানেলে ভালো পরিমানে মেম্বার জমা হয়ে যাবে , তারপর, নিচে দেয়া এই প্রক্রিয়া গুলো ব্যবহার করে, টেলিগ্রাম থেকে পার্ট-টাইম বা ফুল-টাইম ইনকাম করতে পারবেন।Telegram থেকে অনলাইন ইনকাম করার ক্ষেত্রে এই মাধ্যম গুলো ব্যবহার করতে পারবেন,

Affiliate marketing 

Telegram এর মাধ্যমে টাকা আয় করার সব থেকে লাভজনক উপায় হলো এফিলিয়েট মার্কেটিং।এমনিতে আমি আপনাদের আগেই বলেছি যে, এফিলিয়েট মার্কেটিং কি।ইন্টারনেটে বিভিন্ন রকমের product বিক্রি করা হাজার হাজার e-commerce website রয়েছে।এই e-commerce website গুলোর বেশিরভাগ “become an affiliate” এর একটি অপসন রয়েছে যার মাধ্যমে আপনি একটি affiliate account তৈরি করতে পারবেন।যদি আপনি e-commerce ওয়েবসাইট গুলোতে একজন affiliate হিসেবে register করে থাকেন,তাহলে আপনাকে e-commerce ওয়েবসাইট টির প্রত্যেকটি প্রোডাক্ট এর একটি আলাদা affiliate link দেওয়া হবে।যদি আপনি product এর affiliate link গুলো নিজের telegram চ্যানেলে শেয়ার করেন,তাহলে, আপনার চ্যানেলের মেম্বার গুলো সেই এফিলিয়েট লিংক এর মাধ্যমে প্রোডাক্ট গুলো কিনে নেওয়ার সুযোগ পাবেন।আর যদি আপনার affiliate link এর মাধ্যমে কেও যেকোনো product কিনে থাকেন,তাহলে আপনাকে সেই e-commerce company র তরফ থেকে product টিকে বিক্রি করানোর জন্য কিছু টাকা commission হিসেবে দেওয়া হয়।এভাবে, অন্যান্য অনলাইন ই-কমার্স ওয়েবসাইট গুলোর প্রোডাক্ট বিক্রি করিয়ে commission income করার প্রক্রিয়াটিকে বলা হয় affiliate marketing.অনেকেই এই এফিলিয়েট মার্কেটিং এর ব্যবহার করে টেলিগ্রাম থেকে প্রচুর লাভ করে নিচ্ছেন।এমনিতে আরো অনেক ধরণের affiliate network ইন্টারনেটে রয়েছে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন।

URL shortener websites 

ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে গিয়ে আপনারা যেকোনো URL address ছোট করে নিতে পারবেন।যেমন, YouTube video URL, image URL বা blog article URL ইত্যাদি যেকোনো ধরণের URL.তবে, যখন এই website গুলোর মাধ্যমে URL link গুলোকে ছোট (short) করা হয়,তখন সেই URL link গুলোর মধ্যে কিছু বিজ্ঞাপন (ads) লাগিয়ে দেওয়া হয়।যার ফলে, ছোট হয়ে যাওয়া কনটেন্ট এর URL link address টিতে যদি ক্লিক করা হয়, তাহলে original content দেখানোর আগেই user কে কিছু বিজ্ঞাপন দেখানো হয়।এবং, দেখিয়ে দেওয়া এই বিজ্ঞাপনের ফলে আপনি টাকা পেয়ে যান।এভাবে, URL shortener ওয়েবসাইট এর মাধ্যমে বিভিন্ন ধরণের মাজেদার videos, images বা article গুলোর URL address গুলোকে ছোট করে নিজের telegram channel শেয়ার করুন।যখনি আপনার channel এর member রা সেই link গুলো ওপেন করবেন,তখন অরিজিনাল কনটেন্ট দেখানোর আগেই প্রথমেই তাদেরকে কিছু বিজ্ঞাপন দেখানো হবে।ফলে, আপনি টাকা পাবেন।নিচে দেওয়া এই URL shortener website গুলোকে join করে বিভিন্ন links গুলোকে short করে নিজের চ্যানেলে শেয়ার করে ইনকাম করতে পারবেন।

*Adyou.me

*Adf.ly

*ouo.io

*Shorte.st

*Al.ly

*Victly.com

Reselling products

Internet এর মধ্যে এমন অনেক product reselling apps এবং website রয়েছে যেগুলোর মাধ্যমে প্রচুর ইনকাম করা সম্ভব।Product reselling website বা apps গুলোতে একটি account তৈরি করে,আপনি সেই website বা apps গুলোর মধ্যে থাকা products গুলোকে নিজের হিসেবে বিক্রি করতে পারবেন এবং ভালো লাভ আয় করতে পারবেন।তাই এরকম একটি reselling app বা website এর সাথে সংযুক্ত হয়ে products গুলো নিজের telegram channel এর মধ্যে প্রচার করতে পারবেন।যদি আপনার চ্যানেলের মেম্বার রা কোনো product কিনে থাকে তাহলে অবশই আপনার লাভ হবে।

Paid Promotion  

যদি আপনার telegram channel এর মধ্যে হাজার হাজার followers বা members রয়েছে,তাহলে paid promotion আপনার ইনকাম এর একটি মাধ্যম হয়ে দাঁড়াতে পারে।কেননা, আজকের যেকোনো business, product, service, video বা blog প্রত্যেকেই নিজের নিজের মার্কেটিং ইন্টারনেটে করতে চান।আর, যদি আপনার telegram channel এ হাজার হাজার member রয়েছে,তাহলে অনেকেই আপনাকে টাকা দিয়ে তাদের product বা business এর promotion আপনার চ্যানেলে করতে চাইবেন।তবে paid promotion এর জন্য আপনার খুঁজতে হবে clients.এক্ষেত্রে, আপনি বিভিন্ন Facebook page গুলোতে গিয়ে clients খুঁজতে পারবেন।

Referral income 

এরকম অনেক apps রয়েছে যেগুলো refer করার জন্য আমাদের টাকা দিয়ে থাকে।তাই, যিহেতু আপনার telegram channel এর মধ্যে প্রচুর member রয়েছে,আপনি এরকম refer করার বদলে টাকা দেওয়া apps গুলোতে register করে নিজের referral link নিজের চ্যানেলে শেয়ার করতে পারেন।যখন আপনার referral link ব্যবহার করে user রা সেই app install করবেন বা কিছু নির্ধারিত কাজ গুলো করবেন,তখন আপনি সেই app এর account এর মধ্যে নিজের referral income পেয়ে যাবেন।বিভিন্ন android apps রয়েছে যেগুলো কেবল একটি referral install এর বিপরীতে প্রায় ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত দিয়ে দেয়।

Paid subscription 

যদি আপনি আপনার telegram চ্যানেলে premium content বা downloads share করছেন,তাহলে আপনি আপনার channel টিকে private হিসেবে রেখে subscription charge নিতে পারবেন।মানে, যদি কেও আপনার telegram channel join করতে চান,তাহলে আপনাকে নির্ধারিত কিছু টাকা subscription pack হিসেবে দিয়ে আপনার চ্যানেলের মেম্বার হতে পারবেন।

Donation 

যদি আপনার telegram channel এর মধ্যে হাজার হাজার members রয়েছে,তাহলে অবশই আপনি তাদের donation এর জন্য বলতে পারেন।অনেক ছোট পরিমানে donation দেওয়ার কথা বললে আপনার channel members রা অবশই দিবেন।এবং, ছোট ছোট পরিমানের donation যখন অনেকেই দিবেন তখন সেটা অনেক বড় সংখ্যা হয়ে দাঁড়াবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ