২০২৩ সালে এসে ভিডিও তৈরি করে অনলাইন থেকে টাকা আয় করার পদ্ধতি টা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । বর্তমান সময়ে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি চাইলে ভিডিও তৈরি করে টাকা আয় । আপনার নিজস্ব ফোন থেকে তৈরি করা ভিডিও অথবা মোবাইল স্ক্রিন ভিডিও অথবা কম্পিউটারে তৈরি করা ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন ।আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বর্তমান বিশ্বের সেরা ৬ ওয়েবসাইট সম্পর্কে । যেখান থেকে আপনি চাইলে নিজস্ব ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন । টাকা আয় করার পাশা পাশি নিজের একটি শক্ত ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন ।তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়তে থাকুন । আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না । তো চলুন শুরু করা যাকঃবর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ৬টি ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের নাম হলঃDaily Motion, Twitter Amplify, Vimeo, Amazon Direct Video, Facebook In Stream Ads এবং YouTube Partner Program ।
Daily Motion
বর্তমান সময়ের বহুল আলোচিত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হলো Daily Motion । এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করার মাধ্যমে একজন নির্মাতা চাইলে টাকা আয় করতে পারবে । এই ওয়েবসাইটে ইনকামের CPC অন্যান্য ওয়েবসাইটের তুলনায় অনেক ভালো দেওয়া হয় ।এই ওয়েবসাইটে টাকা আয় করতে চাইলে অবশ্যই আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু রাখতে হবে । তাই আপনি চাইলে নিজের তৈরিকৃত ভিডিও এখানে আপলোড করে সেই ভিডিওগুলো মনিটাইজ করে টাকা আয় করতে পারবেন । এখানে মনিটাইজেশন পাওয়া অনেক সহজ । অন্যান্য ওয়েবসাইটের মত ধরা বাধা কোন নিয়ম নেই ।আসুন তাহলে জেনে নেই এই ওয়েবসাইটে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি নিয়ম রয়েছে? ওয়েবসাইট থেকে আপনি কত % ইনকাম শেয়ার পাবেন? সেই সাথে আপনার ইনকাম করা ডলারগুলো কি কি মাধ্যমে ব্যাংক একাউন্টে নিতে পারবেন? বিস্তারিত থাকছে নিচেঃভিডিও কনটেন্ট অবশ্যই নিজের হতে হবে ।ইনকামের ৭০% শেয়ার আপনাকে দেওয়া হবে । বাকি ৩০% কোম্পানি নিয়ে নিবে ।মিনিমাম ১০০$ হলে উইথড্র দিতে পারবেন ।পেমেন্ট মেথড পেওনিয়ার এবং পেপাল ।
একাউন্ট কিভাবে তৈরি করবেন?
অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারের এড্রেস বারে গিয়ে টাইপ করতে হবে Daily Motion এবং এন্টার প্রেস করুন । তারপর প্রথমে যে সাইটটি আসবে ওটি ওপেন করুন । অতঃপর ওয়েবসাইটের উপরের দিকে সাইন আপ নামক অপশন দেখতে পাবেন । সাইনআপ বাটনে ক্লিক করুন ।অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইমেইল দিন, পাসওয়ার্ড, জন্ম তারিখ, চ্যানেল নেম এবং চ্যানেল কাস্টম ইউআরএল দিন । সবশেষে প্রদর্শিত ক্যাপচাটি পূরণ করে Create বাটনে ক্লিক করুন । সাথে সাথে আপনার একাউন্টে সফলভাবে তৈরি হয়ে যাবে ।তারপর ইমেইলে লগইন করুন । আপনার ইমেইলে একটি লিঙ্ক পাঠানো হবে । ওই লিংকে ক্লিক করার মাধ্যমে একাউন্টে এক্টিভেট করে নিবেন । ব্যাস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল । এখন একাউন্টের ড্যাশবোর্ড এ গিয়ে প্রোফাইল কাস্টমাইজ করে ফেলুন । প্রোফাইলের লোগো, কভার ফটো, ডেসক্রিপশন এবং সোসিয়াল লিঙ্ক প্রভৃতি কাজ কমপ্লিট করুন । অর্থাৎ প্রোফাইল কে আকর্ষণীয় ডিজাইন করে ফেলুন । প্রোফাইলের কাজ শেষ হলে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকুন ।
Vimeo
ভিডিও তৈরি করে অনলাইন থেকে টাকা আয় করার জনপ্রিয় একটি ওয়েবসাইট এর নাম হলো Vimeo ।এখান থেকে আপনি ভিডিও তৈরি করে এবং ভিডিও দেখেও টাকা আয় করতে পারবেন । অর্থাৎ এখানে ভিডিও দেখে এবং ভিডিও তৈরি করে দুই উপায়ে টাকা আয় করা যায় ।তবে আপনি যদি একজন কন্টেন্ট নির্মাতা হন তাহলে আপনার জন্য এই ওয়েবসাইটটি সুখবর দিচ্ছে । আপনি চাইলে তাদের প্ল্যাটফর্মে একাউন্ট তৈরি করার মাধ্যমে ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা আয় করতে পারবেন ।Vimeo তে টাকা আয় করতে হলে অবশ্যই চ্যানেলে মনিটাইজেশন থাকতে হবে । অন্যথায় আপনি টাকা আয় করতে পারবেন না । এই ওয়েবসাইটে মনিটাইজেশন পেতে হলে যা যা দরকার এবং আপনি তাদের কত % শেয়ার প্রফিট পাবেন এবং সেই সাথে টাকাগুলো কোন কোন পেমেন্ট মেথডে উইথড্র নিতে পারবেন সবকিছু নিচে দেওয়া হলোঃমনিটাইজেশন পেতে হলে আপনাকে প্রো ভার্সন একাউন্টে সাইন আপ করতে হবে । আপনি ফ্রি ভার্সনে এখান থেকে টাকা আয় করতে পারবেন না । তাই প্রথমে প্রো ভার্সনে জয়েন হন । আমরা দেখতে ভাই প্রো ভার্সনে মাসিক আপনার থেকে তারা ১২ ডলার চার্জ কাটবে । যদিও বা অনেকগুলো প্ল্যান রয়েছে । আপনি যেকোনো একটি প্ল্যান কিনে সাইনআপ করে নিবেন।ভিডিওগুলো নিজের ভিডিও হতে হবে । অন্য কারো ভিডিও অর্থাৎ কপিরাইট ভিডিও হলে চলবে না । তাই অবশ্যই খেয়াল রাখবেন ভিডিও আপলোড করার ক্ষেত্রে ১০০% নিজের ভিডিও তৈরি করে আপলোড করুন ।সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এই ওয়েবসাইট আপনাকে সর্বোচ্চ প্রোফিট শেয়ার দিবে । যা অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি পাবেন না । এখানে আপনাকে ৯০% শেয়ার দেয়া হবে । বাকি ১০% কোম্পানি কেটে নেবে ।৫০ ডলারের মত হলেই আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন । পেমেন্ট মেথড হিসেবে রয়েছে পেপাল । আপনার পেপাল অ্যাকাউন্ট থাকলে পেমেন্ট নেয়া সহজ হবে ।
Vimeo একাউন্ট কিভাবে তৈরি করব?
অ্যাকাউন্ট তৈরি করার জন্য গুগলে Vimeo লিখে সার্চ করবেন এবং প্রথম যে সাইট টি আসবে সেটি ওপেন করুন । সেখানে আপনি ৪ টি প্ল্যান দেখতে পাবেন । মিনিমাম প্ল্যান রয়েছে ১২ ডলারের । আপনি চাইলে এই প্ল্যান টা কিনতে পারেন । অথবা আপনি চাইলে যে কোন একটি প্ল্যান কিনে এখানে সাইন আপ করতে পারেন ।সাইন আপ করার জন্য আপনার কাঙ্কিত প্ল্যান সিলেক্ট করুন । অতঃপ্র আপনার নাম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে Continue বাটনে ক্লিক করুন . পরবর্তী স্টেপে আপনাকে পেমেন্ট করতে হবে ।পেমেন্ট করার জন্য ভিসা অথবা মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন । তাছাড়া আপনার যদি পেপাল একাউন্ট থাকে সেখান থেকে পেমেন্ট করে সাইন আপ করে নিতে পারেন ।সাইন আপ কমপ্লিট হলে আপনার ইমেইলএ একটি মেইল পাঠানো হবে । ওই লিংকটি তে ক্লিক করুন এবং একাউন্ট এক্টিভেট করুন । অতঃপর আপনার ড্যাশবোর্ডে লগইন করুন । প্রথমে আপনি চ্যানেলের লোগো, কভার ফটো, ডেসক্রিপশন এবং সোশ্যাল বাটন সহ সবকিছু কাস্টমাইজেশন করে নিন । প্রোফাইল এমন ভাবে তৈরি করুন যাতে দেখতে অনেক আকর্ষণীয় এবং সুন্দর দেখা যায় ।
Twitter Amplify
বর্তমানে ভিডিও শেয়ারিংয়ের যতগুলো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে জনপ্রিয়তার অন্যতম শীর্ষে রয়েছে Twitter । এই ওয়েবসাইটে চাইলে একজন ভিডিও নির্মাতা তার টুইটার একাউন্টে পোস্টকৃত ভিডিও অথবা টুইটে এড বসানোর মাধ্যমে টাকা আয় করতে পারবে । এই পদ্ধতিটাকে বলা হয় Twitter Amplify। ভিডিও নির্মাতাদের যাতে একটা স্মার্ট আয় হয় সেই সব চিন্তা ভাবনা মাথায় রেখে টুইটার কর্তৃপক্ষ Twitter Amplify পার্টনার মনিটাইজেশন সিস্টেম চালু করেছে । আপনি যদি ভিডিও তৈরি করতে ভালোবাসেন তাহলে এখানে সাইন আপ করে ভিডিও তৈরি করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন ।এই ওয়েবসাইটে আপনার মনিটাইজেশন পেতে হলে কোন ধরা বাধা নিয়ম নেই । তবুও আমরা জেনে নিই এখান থেকে মনিটাইজেশন পেতে কি কি লাগবে? আপনি কত % শেয়ার পাবেন? পেমেন্ট কোন কোন মেথডে নিতে পারবেন? Twitter Amplify পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে ১৮+ বয়স হতে হবে ।অন্যথায় আপনি সাইন আপ করতে পারবেন না । আপনার টুইটার একাউন্টে ভালো পরিমাণে রিচ অর্থাৎ ইম্প্রেশন থাকতে হবে । তাই পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনার টুইটার একাউন্ট শক্ত পজিশনে থাকতে হবে ।টুইটার কর্তৃপক্ষ আপনাকে কত % প্রফিট শেয়ার দিবে সে বিষয়ে কোন কিছু উল্লেখ করেনি । তবে আপনাকে অ্যাডভার্টাইজরা টুইটার কে যত ডলার দিবে তার ওপর ডিপেন্ড করে আপনাকে পেমেন্ট দেওয়া হবে ।১০০ ডলার হলে উইথড্র দিতে পারবেন । ডলার চাইলে সরাসরি ব্যাংক একাউন্টে অথবা পেপালের মাধ্যমে নিতে পারবেন
Twitter Amplify একাউন্ট তৈরি করবেন?
Twitter Amplify পার্টনার প্রোগ্রামে যোগদান করার জন্য অবশ্যই আপনার একটি টুইটার একাউন্ট তৈরি করা থাকতে হবে । অ্যাকাউন্টটি ভালো একটি পজিশনে থাকতে হবে । পার্টনার প্রোগ্রামে সাইন আপ করার জন্য Twitter Amplify লিখে গুগলে সার্চ করে সাইট টি ওপেন করুন ক্লিক করুন । অতঃপর আপনার টুইটার একাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন । পার্টনার প্রোগ্রামে সাইন আপ করার জন্য আপনার কাছ থেকে যা যা তথ্য চাইবে সবকিছু দিয়ে ফিলাপ করেন । সব শেষে পেমেন্ট মেথড হিসেবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা পেপাল অ্যাড করে দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন ।আপনার একাউন্ট রিভিউতে চলে যাবে এবং তারপর টুইটার টিম কর্তৃপক্ষ সবকিছু যাচাই-বাছাই করার পর আপনার অ্যাকাউন্টটি মনিটাইজ করে দিবে । যদি কোন ঝামেলা না থাকে তাহলে আপনি খুব দ্রুতই এপ্রুভাল পেয়ে যাবেন । তারপ্র ভিডিওতে এবং টুইটার ফটোতে অথবা পোস্টে এড বসানোর মাধ্যমে টাকা আয় করতে পারবেন ।
Amazon Direct Video
অ্যামাজনের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তার মধ্যে জনপ্রিয় একটি প্রোডাক্টের নাম হচ্ছে Amazon Direct Video । আপনি চাইলে Amazon Direct Video তে পার্টনার প্রোগ্রামে জয়েন করার মাধ্যমে ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারেন ।আমরা জানি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে Amazon । তারই একটি প্রোডাক্ট Amazon Direct Video । তো বুঝতেই পারছেন কত বড় একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম । সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটে মনিটাইজেশন নিয়ে এত বেশি ঝামেলা নেই ।এই ওয়েবসাইট থেকে মনিটাইজেশন পাবার জন্য আপনার কি কি লাগবে? আপনার প্রফিট কত % শেয়ার দেয়া হবে? কি কি মেথডে পেমেন্ট নিতে পারবেন? সবকিছু ডিটেলস সহকারে নিচে দেওয়া হলঃAmazon Direct Video পার্টনার প্রোগ্রাম এ জয়েন করতে হলে অবশ্যই আপনার একটি Amazon prime অ্যাকাউন্ট তৈরি থাকতে হবে । সেই একাউন্টটি অবশ্যই প্রিমিয়াম হতে হবে ।আপনি যে দেশে অবস্থান করছেন অবশ্যই সেই দেশটি Amazon Electronic Payment মেথড সাপোর্ট করতে হবে । অন্যথায় আপনি এখানে কাজ করতে পারবেন না ।আপনার ইনকাম করা ডলার কত % প্রোফিট শেয়ার দেওয়া হবে তা নিয়ে কোন বিস্তারিত লেখা এই ওয়েবসাইটে নেই । তবে অ্যাডভার্টাইজরা আমাজন কর্তৃপক্ষকে যত ডলার প্রদান করবে তার উপর ডিপেন্ড করে আপনাকে ডলার দেয়া হবে ।নিজের তৈরিকৃত ভিডিও হতে হবে । কোন কপিরাইট ভিডিও হলে চলবে না । তাই সাজেস্ট করব সব সময় নিজের ক্যামেরা অথবা ফোন অথবা কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে ভিডিও তৈরি করুন ।পেমেন্ট নিতে হলে আপনার একাউন্টে মিনিমাম ১০০$ থাকতে হবে । সরাসরি ব্যাংক, পেপাল এবং পেওনিয়ার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
Amazon Direct একাউন্ট কিভাবে তৈরি করব?
Amazon Direct Video অ্যাকাউন্ট করার জন্য গুগলে সার্চ করুন এবং সাইট টি ওপেন করুন । তারপর Create your free account এ ক্লিক করুন । আপনার Amazon প্রাইম একাউন্টের যাবতীয় তথ্য দিয়ে সাইন আপ করবেন । সাইন আপ করার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা পেপালের ডিটেলস দিয়ে সাবমিট করবেন ।অতঃপর একাউন্টটি রিভিউতে চলে যাবে । Amazon টিম রিভিউ করবে । সব ঠিক ঠাক থাকলে অ্যাপ্রুুভাল দিয়ে দিবে । একাউন্টে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোতে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্রুুভাল পাবেন না । উল্টো আরো অ্যাকাউন্টে ঝামেলা হতে পারে । এমনকি সাসপেন্ড ও হতে পারে । তাই অবশ্যই নিজের তৈরি কৃত ভিডিও আপলোড দেয়ার চেষ্টা করবেন ।
YouTube Partner program
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের নাম হচ্ছে YouTube । এমন কোন মানুষ নেই যে এই ওয়েবসাইটটির নাম শুনে নাই । পুরো বিশ্বব্যাপী YouTube এর জনপ্রিয়তা রয়েছে । নিজের তৈরি ভিডিওআপলোড করার মাধ্যমে টাকা YouTube থেকে টাকা আয় করতে পারবেন ।YouTube থেকে আয় করার উপায় হলো ভিডিও মনিটাইজেশন করা । মনিটাইজেশন পেতে হলে আমাদের কিছু নিয়ম মানতে হবে । যেমনঃপার্টনার প্রোগ্রামে জয়েন করতে হলে অবশ্যই ১ বছর বা ১২ মাসের মধ্যে চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে ।ভিডিও ১০০% অরিজিনাল এবং অর্গানিক হতে হবে । কোন কপিরাইট ভিডিও তৈরি করা যাবেনা । অন্যের ভিডিও কপি করে ইউটিউবে আপলোড করলে কপিরাইট স্ট্রাইক তো খাবেন । সাথে আপনার চ্যানেল ও টার্মিনেট হতে যেতে পারে ।মোট ইনকামের ৫৫% আপনাকে দেওয়া হবে । বাকি ৪৫% ইউটিউব নিয়ে নিবে ।ব্যাংক ট্রান্সফারের মাধ্যে পেমেন্ট পাবেন । YouTube থেকে পেমেন্ট নিতে হলে অবশ্যই আমাদের একটি গুগল এডসেন্স একাউন্ট থাকতে হবে । সেই অ্যাকাউন্টটি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিংক আপ করা থাকতে হবে আমাদের ইনকাম কৃত ডলার প্রতি মাসের ৭ তারিখে এডসেন্সে যোগ হবে এবং ইউটিউব প্রতিমাসের 21 তারিখে পেমেন্ট করে দিবে । অতঃপর সেই টাকাটা আমাদের লোকাল ব্যাংকে চলে যাবে । সাধারণত পেমেন্ট করার ৩-৪ দিনের মধ্যে আমাদের লোকাল ব্যাংকে টাকাটা চলে আসে ।
ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করব?
দেখেন ভাই ২০২৩ সালে এসে যদি বলেন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করব সত্যিই এটা শুনতে অনেকটা অবাক লাগে । এটা অনেকটা হাস্যকর বলা যেতে পারে । কেননা এখন এমন একটা মানুষ পাওয়া যাবে না যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে জানে না । মোটামুটি কম বেশি সবারই ইউটিউব চ্যানেল রয়েছে ।তবুও আপনি যদি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেটা না জানেন তাহলে আমি আপনাদেরকে বিষয়টি শেয়ার করে দিচ্ছি । ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে ইউটিউব ওয়েবসাইটে ঢুকেন ।আপনার চ্যানেলের নাম দিবেন এবং এগ্রিমেন্ট টিক চিহ্ন দেয়ার পর Create বাটনে ক্লিক করবেন এবং দেখতে পাবেন সফলভাবে আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে গেছে । পরবর্তীতে চ্যানেলের ড্যাশবোর্ড চলে যাবেন । সেখান থেকে আপনার প্রোফাইল লোগো, কভার ফটো, ডেসক্রিপশন সোসিয়াল লিঙ্্ ওয়েবসাইট লিংক সহ যাবতীয় তথ্য সাবমিট করে ইউটিউব চ্যানেল টাকে আকর্ষণীয ডিজাইন করে তুলবেন ।
Facebook In stream Ads
নিজের তৈরি কৃত ভিডিও অনলাইনে আপলোড করে টাকা আয় করার জনপ্রিয় ভিডিও শেয়ারিং এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট হচ্ছে Facebook । শুরুর দিকে যদিও বা এই ওয়েবসাইটটি শুধুমাত্র তথ্য আদান প্রদান এবং বিভিন্ন ধরনের নিউজ প্রকাশের মাধ্যম হিসেবে ব্যাবহার করা হতো ।পরবর্তীতে এর ব্যবহার ব্যাপক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিও নির্মাতাদের টাকা আয়ের একটি সুযোগ করে দিয়েছেন । এখান থেকে টাকা আয় করতে হলে ফেসবুক মনিটাইজেশন থাকতে হবে । পার্টনার প্রোগ্রামে জয়েন হবার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে । সেগুলো হলোঃএকটি প্রফেশনাল প্রোফাইল অথবা পেজ থাকতে হবে । প্রোফাইল অথবা ফেসবুক পেইজে ৫০০০ ফলোয়ার থাকতে হবে ।২ মাসের মধ্যে মোট ভিডিওর টোটাল মিনিট ৬০০০০ হতে হবে আপলোডকৃত ভিডিও ১০০% অরিজিনাল হতে হবে । কোন কপিরাইট ভিডিও হলে চলবে না । ফ্রেশ ভিডিও লাগবে ।মোট ইনকামের ৫৫% ফেসবুক আমাদের দিবে আর বাকি ৪৫% তারা নিয়ে নিবে । ইনকাম করা ডলার প্রতি মাসের এক তারিখে থেকে ৭ তারিখের মধ্যে সরাসরি লোকাল ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দিয়ে দেওয়া হবে । সেটা পরবর্তীতে আমরা এটিএম বুথ অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলতে পারবো ।
Facebook In Ads কিভাবে সাইন আপ করব?
পার্টনার মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন করার জন্য Facebook Creator Studio যেতে হবে । আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে ফেসবুক একাউন্টে লগইন করুন । তারপর আপনাকে Facebook Creator Studio তে নিয়ে যাওয়া হবে । সেখান থেকে Facebook In stream Ads অপশন সিলেক্ট করবেন ।অতঃপর আপনার ফেসবুকের নাম ঠিকানা সব যাবতীয় তথ্য অটোমেটিক নিয়ে নিবে । তারপর আপনাকে ব্যাংক একাউন্ট এড করতে বলবে । সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ এড করে দিবেন ।সবশেষে তাদের টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি ঠিক চিহ্ন দিয়ে দিয়ে সাবমিট করবেন ।সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টটি রিভিউতে চলে যাবে । আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে । আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় এবং কনটেন্ট যদি নিজের তৈরি করা হয়ে থাকে তাহলে কোন চিন্তা নেই । ফেসবুক টিম আপনার অ্যাকাউন্ট রিভিউ করার পর আপনার মনিটাইজেশন অ্যাপ্রুুভাল করে দেবে ।আর যদি কপিরাইট কন্টেন আপলোড করে থাকেন তাহলে তারা আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিবে । এমনকি আপনার পেইজটির ডাউন করে দিতে পারে ।
0 মন্তব্যসমূহ