Join Our Telegram channel! name='keywords'/> মোবাইল দিয়ে গেম খেলে টাকা ইনকাম করার সেরা কিছু গেম অ্যাপ | Some of the best game apps to earn money by playing games on mobile

Ticker

10/recent/ticker-posts

Ads

মোবাইল দিয়ে গেম খেলে টাকা ইনকাম করার সেরা কিছু গেম অ্যাপ | Some of the best game apps to earn money by playing games on mobile

সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায় ? এ প্রশ্নের সঠিক উত্তর হলো, কোন গেম খেলেই কম সময় বেশি ইনকাম করা যায় না। তবে কিছু বিখ্যাত গেম আছে, যেগুলো থেকে প্রতিনিয়ত অনেক বেশি টাকা উপার্জন হচ্ছে। আমি এটাই আজকের ব্লগে তুলে ধরব। সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায়? গেমগুলোর মধ্যে আছে, পাবজি, এপেক্স লিজেন্ড, এরিনা অফ ব্যালর, ফ্রী ফায়ার, মোবাইল লিজেন্ডস ইত্যাদি। এ সমস্ত গেমে সব সময় কনটেস্ট চালু থাকে। দৈনিক কোথাও না কোথাও ঠিকই কন্টেস্ট চালু রয়েছে। সঠিক বলতে গেলে, সবচেয়ে কম সময়ে বেশি টাকা ইনকাম করা যায় পিসি গেম গুলোতে। কারণ সেখানে ইউজারের সংখ্যা বেশি। প্রফেশনাল গেমারের সংখ্যা বেশি। যার কারণে তাদের তৈরি করা টুর্নামেন্ট বা স্থানীয় কোন কম্পিটিশন কনটেস্ট এর পার্টিসিপেন্ট ও প্রাইজমানিও পরিমাণে বেশি থাকে।


মোবাইল দিয়ে গেম খেলে টাকা ইনকাম করার সেরা কিছু গেম অ্যাপ | Some of the best game apps to earn money by playing games on mobile


১। পাবজি

pubg গেম খেলে বাংলাদেশি ইউজাররা সবচেয়ে বেশি ইনকাম করে। গেম খেলার প্রসঙ্গ তুললে আমি বলব, pubg থেকে বেশি উপার্জন হয়। তার কারণ pubg এর মেইন কন্টেস্ট গুলোতে ৬ মিলিয়ন ডলার অবধি প্রাইজ মানি থাকে। আর বাংলাদেশের স্থানীয় বা লোকাল লেভেলের টুর্নামেন্ট গুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেমিং ক্লাবে এরেঞ্জ হয়।সেখান থেকে বড় বড় টুর্নামেন্টের প্রাইস মানি বিপুল পরিমাণ ঠিক করা থাকে।আর পাবজি খেলোয়াড়রা এমনিতেই স্থানীয় টুর্নামেন্টের মাধ্যমে ইনকাম করে। পাবজি গেমের ইউসি এর দাম যথেস্ট বেশি। এ ইউসি সেলের ব্যবসা করেও বিপুল আয় হয়, যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে।

২) Arena Of Valor

যদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা বলি। তাহলে বলব Arena Of Valor সবচেয়ে বড় টুর্নামেন্ট ও কনটেস্ট নিয়ে এসেছে এযাবৎকালে। এই বছর এবং পূর্বের বছরে সবচেয়ে বড় বড় কন্টেস্ট যায় এ গেম হতে। এই গেম সম্পর্কে হয়তো আমরা বাংলাদেশীরা খুব বেশি অবগত নই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই গেমটিতে বাংলাদেশের ইউজারের সংখ্যা কম থাকা সত্ত্বেও, এই গেমের কনটেস্ট ২য় উইনার হয়েছে বাংলাদেশের একটি টিম।যে সমস্ত প্রফেশনাল গেমাররা আছেন, তারা চাইলে এই সমস্ত গেমে ট্রাই করতে পারেন। কারণ এতে কম সময়ে সবচেয়ে বেশি ইনকাম করা যাবে। এ গেমের যে কোন একটা কনটেস্ট জিতলে ই ৬০ লক্ষ টাকার প্রাইজ মানি পাওয়া যায়।

৩) ফ্রি ফায়ার

 সবচেয়ে কম সময়ে বেশি টাকা ইনকাম করা যায়।সঠিক হিসাব দিতে গেলে, সবচেয়ে কম সময়ে বেশি টাকা ইনকাম হচ্ছে ফ্রি ফায়ার থেকে। তার কারণ, ফ্রি ফায়ার গেমকে নিয়ে বিভিন্ন বিজনেস, কনটেস্ট, টুর্নামেন্ট বাংলাদেশে প্রচুর দেখা যায়। তাছাড়া মানুষ নিজেরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেমনঃ খেলাঘর এখানে প্রতিনিয়ত টুর্নামেন্ট জিতে আয় করছে। কাজেই বাংলাদেশের প্রতিনিয়ত সবচেয়ে বেশি উপার্জন ফ্রী ফায়ার গেম থেকেই আসে। আবার সে অনুপাতে এ গেমের পিছনে ব্যয়ও হয় বেশি।এ গেমে ডায়মন্ড সেল করার ব্যবসায় ইনকাম হয়। গেমের আইডি কেনা-বেচাও তো চলে। পাশাপাশি এককভাবে টুর্নামেন্ট খেলে ইনকাম হয়। এ গেমের স্ট্রিমার ও কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক, ইউটিউবে, স্ট্রিমিং সাইটে খুব ভালো আয় করে।

৪। মোবাইল লিজেন্ডস

এই ভিডিও গেমটি বাংলাদেশের খুব বেশি জনপ্রিয় নয়। তবে বর্তমানে ট্রেন্ডিংয়ে এসেছে। অর্থাৎ অনেকেই গেমটি খেলতে অনেক পছন্দ করে। তো মোবাইল লিজেন্ড এ ডায়াস ব্যবসা খুবই প্রিমিয়াম। এখানে গেমের ডায়াসের দাম যথেষ্ট বেশি। এবং যারা ব্যবসা করে তারা ভালোই ইনকাম করা।মোবাইল লিজেন্ডস হচ্ছে একটি MOBA অর্থাৎ মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটেল অব আরিনা। অর্থাৎ আরিনা অব ভ্যালর, অথবা পিসির লীগ অব লিজেন্ডস এর কপি। 

পরিশেষে

আজকে আমরা জানলাম সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায়। যার মধ্যে কিছু বাংলাদেশে বিপুল জনপ্রিয় এমন সব গেম নিয়ে আলোচনা করেছি। তবে এ সমস্ত গেমের বেশিরভাগই হল বিদেশি কোম্পানির। যত বেশি আয় হয়, তার দ্বিগুণ বা তার চেয়ে দশ গুণ বেশি ব্যয়ও হয় কিছু কিছু গেমে। কাজেই নেট আয় বলতে আসলে কিছু নেই। আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ