বর্তমানে অনেক উপায়ে আয় করা যায় যেমন: ফ্রিল্যান্সিং, কন্টেন্ট রাইটিং, অনলাইন টাইপিং জব ইত্যাদি। ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট রাইটিং এর জন্য আপনার অনেক স্কিল এর প্রয়োজন পড়বে।তবে অনলাইন টাইপিং জব এমন একটা বিষয় যেখানে বেশি কোনো ধরনের স্কিল এর দরকার নেই। শুধু জানতে হয় কম্পিউটার স্কিল অর্থাৎ টাইপিং। আর এখানে চাইলে আপনি কপি- পেস্টের কাজ করেও, আয় করতে পারেন। নিচে অনলাইন টাইপিং জব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
১. ডাটা এন্ট্রি জব
বর্তমানে দেশের কয়েক হাজার শিক্ষার্থী আয় করছেন এর সাহায্যে। এটি সবচেয়ে জনপ্রিয় টাইপিং জব। অনেকের ধারনা এই যে Data Entry ( ডাটা এন্ট্রি ) জব করে বেশি টাকা আয় করা সম্ভব হয় না। তবে অনেক মানুষ এখন ঘরে বসে মাসে লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন শুধুমাত্র টাইপিং জব করে। আর সেই টাকা উত্তোলন করছেন Paynoeer বা Paypal দিয়ে। যারা জানেন না, Paypal কিভাবে খুলতে হয় তারা, বৈধভাবে Paypal অ্যাকাউন্ট খোলার নিয়ম লেখাটি পড়তে পারেন।এই কাজ আপনি এখানে অনলাইনেও করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন। এটা আপনার ইচ্ছাধীন। এই ডাটা এন্ট্রি জব এর মধ্যে বিভিন্ন ডকুমেন্টস থাকে, অডিও ফাইল থাকে, সেগুলোকে নির্দিষ্ট Excel ফাইল কিংবা ক্লায়েন্টর ওয়েবসাইট ডাটাবেসে এড করতে হয়।ডাটা এন্ট্রি জব এ বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এখন আপনি এখান থেকে নিজে যেকোনো কাজ বেছে নিয়ে, তারপর তা করতে পারেন। তবে আপনি যদি ভালো পরিমানে আয় করতে চান, তবে টাইপিং এ খুব বেশি দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি এর কাজসমূহ:
*Tracking inventory and shipments by entering data into Excel.
*Copy and Paste works.
*Fomatting files using MS word and MS Excel.
*Converting clients digital / image files into word documents.
এই কাজগুলো আপনারা Fiverr এ -ও খুব সহজেই পেয়ে যাবেন। এছাড় Freelancer, Upwork এর মতো সাইটগুলোতেও পাবেন ডাটা এন্ট্রির কাজ। আর যারা এতে অনেক বেশি দক্ষ মানে ১ বা ২ বছর কিংবা তার অধিক সময় ধরে ডাটা এন্ট্রির কাজ করছেন তাদের জন্য দারুন ৫ টি প্লাটফর্ম হলো:
Capital Typing
Amazon Mechanical Turk
Accutran Global
Axion Data Entry Services
uicktate or iDictate
২. ক্যাপচা এন্ট্রি জব
ক্যাপচা এন্ট্রি জব খুব সহজ। উপরের ছবির মত বিভিন্ন ক্যাপচা থাকবে, সেগুলো দেখে দেখে টাইপ করতে হবে।এখানে ৪, ৫ বা ৩ ওয়ার্ডের শব্দকে টাইপ করে ফিলআপ করতে হয়। আবার গাছ, সমুদ্র, পাহাড়, ট্রেনসহ বিভিন্ন কিছুর ছবি দেখিয়ে তা চিহ্নিত করতে বলা হয়। আমরা সবাই সাধারণত গুগল ইউজ করি।কখনো কোনো সাইটে প্রবেশ করতে বা কোথাও কোনো ফর্ম ফিলআপ করতে গেলে, সেখানে ক্যাপচা নিশ্চয়ই পূরন করেছেন? সেখানে কয়েকটা ইংরেজি ওয়ার্ড বা 1-10 এসব পেঁচিয়ে লেখা থাকে। তা দেখে আপনাকে সঠিকটা লিখতে হয়। এটা করা হয় আপনি রোবট নন, তার প্রমান দিতে। এটাই ক্যাপচা এন্ট্রি জব এর কাজ।এই কাজ এর জন্য ওয়েবসাইট:
*Captcha Typers
*Mega Typers
*Captcha 2cash
*Kolotibablo
*Pro Typers
*2Captcha
এখানে কাজ করে আপনি ঘন্টায় ১ ডলার থেকে ৩ ডলার। পর্যন্ত আয় করতে পারবেন। আর এখন তো ডলারের দাম আরও বেশি।
৩. ট্রান্সক্রিপশন
এটি আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট টাইপিং জব করার জন্য। তবে এই কাজে একটু এক্সট্রা স্কিল থাকলে আরো ভালোভাবে আয় করতে পারবেন। মানে আপনার যদি টাইপিং স্পিড হয় ৬০ ওয়ার্ড পার মিনিট, আর সাথে থাকে টাইপিং এ বানান ঠিক রাখার দক্ষতা, ইংরেজিতে ভালো দক্ষতা, ভোকাবুলারি স্কিল। তাহলে আপনি এই কাজ করে খুব সহজেই অনেক টাকা আয় করতে পারবেন।এখানে মূলত অনেক ধরনের অডিও পেয়ে যাবেন কিংবা অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনার কাজ হচ্ছে অডিও কিংবা ভিডিও গুলো পুরোটা ভালো করে শুনে তা কনভার্ট করে বা রূপান্তর করে (ভাষাতে রূপান্তর করে) সেটা লিখে দেয়া। এখামে আয়ের মাত্রা অনেক। মিনিটে ৩০ সেন্ট থেকে শুরু। এমনকি ২ ডলার পর্যন্ত আয় করা যায় মিনিটে! তবে এটা কিন্তু পেইড টাস্ক। অর্থাৎ এখানে কাজ করতে চাইলে আপনাকে headset, foot pedal, high speed internet এর জন্য কিছু টাকা বিনিয়োগ এর প্রয়োজন পড়বে। তবে এই টাকা কদিনের মধ্যেই বয় করে ফেলতে পারবেন। যেহেতু এখানে ভলো আয় করা যায়। এই ওয়েবসাইট গুলোতে লগ ইন করে কাজ খুঁজতে শুরু করে দিন।
*Rev
*Temi
*GMR Transcription
*Scribie
*Go Transcript
*TranscribeMe
৪. মাইক্রো জব
এটিও এখন খুব জনপ্রিয়। এর সাহায্যে আপনি বাসায় বসে খুব সহজেই কম্পিউটার দিয়ে অনেক টাকা আয় করতে পারবেন। এখানে প্রথম আপনি Crowd Sourcing নামক প্লাটফর্মের সাথে যুক্ত হবেন। এরপর আপনাকে সেখানে লগ ইন করতে হবে৷ তারপর আপনি অনেকগুলো টাস্ক দেখতে পাবেন৷ আর এই টাস্কগুলোর মধ্যে থেকে যেটি করতে আপনার জন্য সুবিধা হবে তা করে নিতে পারবেন। সেই কাজের বিনিময়ে তারা আপনাকে ক্যাশ প্রদান করবে
এখানে আপনার আয় নির্ধারণ করার জন্য কিছু শর্ত আছে। মানে আপনার কাজের কিছু বিষয়ের উপর ভিত্তি করে আয় নির্ধারণ করা হবে।এখানে আপনার আয় নির্ধারণ করার জন্য কিছু শর্ত আছে। মানে আপনার কাজের কিছু বিষয়ের উপর ভিত্তি করে আয় নির্ধারণ করা হবে।টাইপিং স্পীড এর উপর। টাইপিং তাড়াতাড়ি করতে পারলে বেশি আয়।টাস্কের উপর। আপনি যেহেতু নিজে টাস্ক বেছে নিচ্ছপন, তাই টাস্কটি কতটুকু সহজ তা দেখে আপনাকে অর্থ প্রদান করা হবে। অর্থাৎ আপনার টাস্কটি সহজ হলে মাঝারি ধরনের আয়, আর টাস্কটি একটু কঠিন হলে বেশি টাকা আয় করতে পারবেন।
একটি টাস্ক আপনি কত সময়ে কমপৃলিট করেছেন তার উপরও আপনার অর্থের পরিমান কম – বেশী হতে পারে।একটি ভালো ধরনের Micro Job সাইট হলো Amazon
0 মন্তব্যসমূহ