Join Our Telegram channel! name='keywords'/> ডোমেইন ট্রেডিং কি? ডোমেইন ট্রেডিং করে টাকা ইনকাম করার উপায় | What is domain trading? How to earn money by trading domains

Ticker

10/recent/ticker-posts

Ads

ডোমেইন ট্রেডিং কি? ডোমেইন ট্রেডিং করে টাকা ইনকাম করার উপায় | What is domain trading? How to earn money by trading domains

আপনার যদি ডোমেইন এবং ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে ডোমেইন ট্রেডিং কি তা জেনে এখানে বিনিয়োগের মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারেন।একটা ভালো ডোমেইন ১০০০-১২০০ টাকায় রেজিস্ট্রেশন করে পরবর্তীতে তা কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকায় বিক্রি করা সম্ভব।আপনি যদি একটি ভালো ও আকর্ষণীয় ডোমেইন নাম রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে এটা আপনার জন্য একটা ভালো বিনিয়োগ ও সম্পদ হতে পারে।অনেক নতুন কোম্পানি আছে যারা তাদের প্রতিষ্ঠানের জন্য সেরা ডোমেইনটি খুঁজছে, কিন্তু সার্চ করে যখন দেখে সেটি ইতোমধ্যে অন্য কেউ রেজিস্ট্রেশন করে ফেলেছে তখনই তারা বিপাকে পড়ে যায়।একটা ভালো ডোমেইন কত দামে বিক্রি হতে পারে তা অনুমান করতে পারেন? সালটা যখন ২০১০, তখন carinsurance.com নামে একটি ডোমেইন ৪৯.৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো।আবার ১৯৯৯ সালে business.com ডোমেইনটি ৭.৫ মিলিয়ন ডলারে কেনা হয়েছিলো। পরবর্তীতে মাত্র ৮ বছরের ব্যবধানে অর্থাৎ ২০০৭ সালে যার মূল্য দাঁড়ায় ৩৪৫ মিলিয়ন ডলার এবং এটি বিক্রি হয়েছিলো। এই পরিমাণটা অনেক কোম্পানির মোট সম্পদের সমান। ভাবা যায়!এরপরেও বহু ডোমেইন মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে এবং এখনো বিক্রি হচ্ছে। আশা করি, এতক্ষণে বুঝেই গেছেন যে ডোমেইন ট্রেডিং সেক্টরটা কত বিশাল এবং এখান থেকে কী পরিমাণ মুনাফা করা সম্ভব।তবে এই সেক্টরে জড়িত হওয়ার আগে এ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া দরকার। আজকের পোস্টে আমরা জানবো ডোমেইন ট্রেডিং কি এবং কিভাবে ডোমেইন ক্রয়-বিক্রয় করে আয় করা যায়।


ডোমেইন ট্রেডিং কি? ডোমেইন ট্রেডিং করে টাকা ইনকাম করার উপায় | What is domain trading?  How to earn money by trading domains


ডোমেইন ট্রেডিং কি?

ইংরেজি Trading (ট্রেডিং) শব্দের বাংলা অর্থ হলো ক্রয়-বিক্রয় বা বাণিজ্য। কোনো পণ্য বা সেবাসামগ্রী ক্রয়-বিক্রয় সহ যাবতীয় সহায়ক কাজের সমষ্টিকে ট্রেডিং বা বাণিজ্য বলে।আর ডোমেইন ক্রয়-বিক্রয় ও এক্ষেত্রে সহায়ক যাবতীয় কাজকে ডোমেইন ট্রেডিং বলে। সহজভাবে বলতে গেলে, ডোমেইন ট্রেডিং হলো ডোমেইন কেনা, তার মূল্য বৃদ্ধি করা এবং পরবর্তীতে তা বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের একটি প্রক্রিয়া।মনে করুন, আপনি একটা ডোমেইন রেজিস্ট্রেশন করলেন যেটার নাম abchotel.com এবং এর জন্য খরচ হলো ১৫ ডলার বা ১৫০০ টাকার মতো। আপনি ডোমেইনটি ব্যবহার করে কোনো ওয়েবসাইট তৈরি করলেন না, বরং তা পার্ক করে রাখলেন বা অব্যবহৃত রেখে দিলেন।কোনো একটা সময় দেখা গেলো কেউ ABC Hotel নামে একটি কোম্পানি তৈরি করার চেষ্টা করলো এবং সে দেখলো যে ডোমেইন নামটি ইতোমধ্যে কেউ রেজিস্ট্রেশন করে ফেলেছে।সে যদি এই নামেই কোম্পানি তৈরি করতে চায় তাহলে তাকে এই ডোমেইনটি কিনতে হবে। সে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করলো এবং এক লাখ টাকায় ডোমেইনটি কেনার প্রস্তাব দিলো।আপনিও ডোমেইনটি বিক্রি করতে চান। এমন অবস্থায় দুই পক্ষের আলোচনায় সেই লোক ১২০০০০ টাকায় ডোমেইনটি কিনতে রাজী হয় এবং আপনি বিক্রি করে দিলেন। এখানে ডোমেইনের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের মধ্যে যে পার্থক্য সেটাই হলো আপনার মুনাফা।মূলত এটাকেই ডোমেইন ট্রেডিং বলা হচ্ছে এবং ব্যবসায়টি এভাবে কাজ করে। এরপরে নিচের অংশে আমরা এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো।

ডোমেইন ট্রেডিং করার নিয়ম

যেকোনো ব্যবসায়-বাণিজ্য করার কিছু নিয়ম বা প্রক্রিয়া থাকে। ঠিক তেমনি এই ব্যবসায়েও কিছু নিয়ম আছে।আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ডোমেইন ট্রেডিং করার নিয়ম জানাটা খুবই জরুরি। এক্ষেত্রে আপনাকে ৩টি ধাপ অনুসরণ করতে হবে।ডোমেইন রেজিস্ট্রেশনঃ প্রথমত, মার্কেটে চাহিদা রয়েছে এমন এক বা একাধিক ডোমেইন নাম খুঁজে বের করতে হবে। এরপর সেগুলি ভালো কোনো রেজিস্ট্রার কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।ডোমেইন পার্কিংঃ দ্বিতীয়ত, রেজিস্টার্ড ডোমেইনটি বিভিন্ন মার্কেটপ্লেসে লিস্টিং করতে হবে কিংবা একটি স্ট্যাটিক ওয়েবপেইজের সাথে কানেক্ট করতে হবে এখানে এটি ক্রয় ও যোগাযোগ করার তথ্য উল্লেখ থাকবে।ডোমেইন ট্রান্সফারঃ সবশেষে, কেউ ডোমেইনটি কিনতে আগ্রহী হলে এবং কথাবার্তা চূড়ান্ত হলে তাকে সেটির মালিকানা ট্রান্সফার করতে হবে।উপরে সংক্ষিপ্তভাবে ধারণা দিয়েছি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ