Join Our Telegram channel! name='keywords'/> Forsage নতুন ইনকাম আপডেট ২০২৪ | ওমা এত ডলার ইনকাম? $226592

Ticker

10/recent/ticker-posts

Ads

Forsage নতুন ইনকাম আপডেট ২০২৪ | ওমা এত ডলার ইনকাম? $226592

Forsage থেকে টাকা উপার্জন করা যায় লক্ষ লক্ষ সেই খবরটি আমরা অনেকেই জানি তবে বাস্তবে আমরা অনেকেই এর স্বাদ গ্রহণ করতে পারিনি কারণ অনেকেই এখানে কাজ করি না তবে যারা কাজ করেন তারা অনেকে কোটিপতি হয়ে গিয়েছেন আজকে আপনাদের প্রমাণ সহ দেখিয়েছি দুই কোটি টাকার উপরে এখান থেকে ইনকাম করে নিয়েছেন আরও তো যতদিন বেঁচে থাকা হবে ততদিন এখান থেকে ইনকাম পাওয়া যাবে এটা কিন্তু আরেকটি বিশেষ বাত্তি সুবিধা আর পেমেন্ট নিয়ে এখানে ভাবতে হয় না কারণ যা ইনকাম হয় প্রতিদিন সাথে সাথে ওয়ালেটে চলে আসে অটোমেটিক প্রতিদিন কার টাকা প্রতিদিন। (forsage io ki)


Forsage নতুন ইনকাম আপডেট ২০২৩ | ওমা এত ডলার ইনকাম? $226592


এটা ঠিক Forsage কোন ফ্রি কোম্পানি নয় এটা ব্লক চেন ভিত্তিক বিশ্বের সেরা টেকনোলজি নিয়ে গত পাঁচ বছর ধরে মার্কেটে এসেছে এটা কোন ব্যক্তি মালিকানা দিন চলে না এটা ব্লক চেনের আন্ডারে চলে অতএব এটা স্কেম করার কোন সুযোগ নেই এখানে বারো ডলার বা ১২০০ টাকা কিংবা ৩২ ডলার বা ৩২০০ টাকা ব্যয় করে একাউন্ট খুলতে হয় এবং এই একাউন্ট খোলার মেয়াদ থাকে সারা জীবন।

এখান থেকে ইনকাম পাওয়ার অনেকগুলো সুযোগ রয়েছে এর ভিতরে টিম ইনকামের ব্যাপারটা অনেক বড় এছাড়াও রেফার করতে পারলে হিউজ পরিমাণ ইনকাম হয়ে থাকে আপনি যদি অ্যাকাউন্ট খোলার পরে অন্তত পক্ষে মাসে একটি বা দুটি রেফার করতে পারেন তা হলে ইনকাম অনেক বেশি পাবেন আর আপনার রেফাররা যখন আবার রেফার করবে ওখান থেকেও এইভাবে আনলিমিটেড ইনকাম পেতে থাকবেন।

এই ফরসেজ কোম্পানির নতুন বেশ কিছু আপডেট এসেছে এই কোম্পানি নিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ইভেন অনুষ্ঠিত হচ্ছে আপনারা চাইলে এখানে নিজ দায়িত্বে কাজ করে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার কিংবা তারও বেশি টাকা ইনকাম করে নিতে পারেন তবে সে ক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে।

কিভাবে একাউন্ট খুলবেন ও কিভাবে পেমেন্ট পাবেন এই সংক্রান্ত এছাড়াও এই কোম্পানি বেশ কিছু নতুন আপডেট এসেছে সেগুলো এছাড়াও দুই কোটি টাকার উপরে কিভাবে ইনকাম হল সেই প্রমাণ সহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে পুরো ভিডিওটি দেখুন এরপরে সিদ্ধান্ত নিন এখানে কাজ করবেন কিনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ