আসলে সব সময় ফ্লেক্সিলোড শপে গিয়ে রিচার্জ করা সম্ভব হয়না।যখন আমাদের বিকাশ অথবা রকেট একাউন্টে রিচার্জ করার জন্য পর্যাপ্ত ব্যালেন্স থাকেনা। তখন আমরা চেষ্টা করি ব্যালেন্স ট্রান্সফারের জন্য, বিশেষ করে gp to gp balance transfer। ধরুন, কাছাকাছি কারো ফোনে ব্যালেন্স আছে। কিন্তু আপনার মোবাইলে টাকা শূন্য। তখন ব্যালেন্স ট্রান্সফার করে সহজেই নিজের একাউন্টে কিছু টাকা নিতে পারেন। আরো অনেক ক্ষেত্রেই জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফারের প্রয়োজন পড়ে।এই প্রসেস কিভাবে কাজ করে, এবং কিভাবে আমরা একটি গ্রামীণফোন সিম থেকে অন্য গ্রামীণফোনে ব্যালেন্স ট্রান্সফার করবো। ব্যালেন্স ট্রান্সফার জিপি সম্পূর্ণ জেনে নিব। আরো আরো জানবো জিপি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম। এছাড়া পিন কোড ভুলে গেলে করণীয় কি তাও জানা যাবে। জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার gp to gp balance transfer সম্বন্ধে জানবো। একই ভাবে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করা শিখবো। পাশাপাশি ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে করণীয় জানবো।অনেক মানুষই এই সিস্টেমটি ভালোমতো জানে না। যার কারণে জিপি ট্রানস্ফার করতে ছোটখাটো ভুল করে ফেলে। যদি আপনি জিপি ব্যালেন্স ট্রান্সফার করার রুল জানতে চাচ্ছেন, তবে অবশ্যই এই আর্টিকেলটি আপনার জন্য। বহুল খ্যাত মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ব্যালেন্স ট্রান্সফারের নামে একটি সার্ভিস প্রদান করেছে। এই সিস্টেমকে জিপি ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম বলা হয়। এবং এ নিয়ম অনুযায়ী জিপি ব্যালেন্স ট্রান্সফারের থেকে প্রিপেইড ব্যালেন্স নেওয়া যায়। সকল গ্রামীণফোন রেজিস্টার্ড কাস্টমাররা ব্যালেন্স ট্রান্সফারের সুবিধা নিতে পারবে।প্রতিটি একক সময়ে একজন ব্যক্তি ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে ৫০ থেকে ১০০ টাকা ট্রান্সফার করে নিতে পারবে। এবং এর মাসিক লিমিট ১০০০ টাকা।একজন কাস্টমার প্রতিমাসে সর্বমোট দশবার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে। এবং এই সিস্টেমটি গ্রামীণফোন থেকে গ্রামীণফোন সিমের জন্য পর্যাপ্ত। আবার অন্য অপারেটরেও কাজ করে।
- Home
- অনলাইন থেকে টাকা ৩৬০
- _মোবাইল ও ল্যাপটপ দিয়ে টাকা আয়
- _ফ্রিতে এয়ারড্রপ থেকে টাকা ইনকাম
- _মোবাইল ও ল্যাপটপে গেম খেলে টাকা আয়
- _স্টুডেন্টদের জন্য সুযোগ-সুবিধা
- _মোবাইল ও ল্যাপটপ দিয়ে টেডিং করে টাকা আয়
- _ফ্রিতে টাকা ইনকাম করার মাইনিং অ্যাপ
- _গুগল সকল ইনকাম সার্ভিস ৩৬০
- _সিপিএ মার্কেটিং করে আয়
- _অনলাইন থেকে ফ্রিতে সাহায্য পাওয়ার উপায়
- _এন এফ টি থেকে টাকা ইনকাম করার উপায়
- _ইনভেস্ট করে টাকা ইনকাম করার উপায়
- _অনলাইনে সার্ভে করে টাকা আয়
- _বড়লোক হওয়ার সহজ উপায়
- _সকল অর্থনৈতিক সংবাদ ৩৬০
- _ডিজিটাল মার্কেটিংয়ে আয় ৩৬০
- সকল আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং
- _সকল আউটসোর্সিং কাজ সমূহ ৩৬০
- _ফাইবার শিখে টাকা আয় ৩৬০
- _আপওয়ার্ক শিখে টাকা আয় ৩৬০
- _ওয়ার্ডপ্রেস সকল ইনকাম সার্ভিস ৩৬০
- _গ্রাফিক ডিজাইন শিখে টাকা আয়
- _এসইও করে উপার্জন করার উপায়
- _ফ্রিল্যান্সারদের জন্য সরকারি সুযোগ-সুবিধা
- _সফল ফ্রিল্যান্সারদের গল্প ৩৬০
- _ফটোগ্রাফি করে সহজে টাকা আয়
- _লোগো ডিজাইন করে টাকা ইনকা
- _ই-মেইল মার্কেটিং করে টাকা আয়
0 মন্তব্যসমূহ