আপনারা হয়তো অনেক সময় দেখেছেন, Google play store থেকে যেকোনো একটি app মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করার পর, যখন সেই app ওপেন করা হয়, তখন কিছু বিজ্ঞাপন (advertisements) আমরা দেখতে পাই।তখন হয়তো আমাদের মাথায় একটাই প্রশ্ন চলে আসে, “এই বিজ্ঞাপন গুলো apps গুলোতে কিভাবে দেখানো হয় এবং কেন দেখানো হয় ?”এরকম অনেক রকমের প্রশ্ন আমাদের মনে চলতে থাকে এই বিজ্ঞাপন (ads) গুলো নিয়ে।যদি প্রশ্ন করা হয় যে, apps গুলোতে বিজ্ঞাপন কেন দেখানো হয়, তাহলে এর সোজা উত্তর হলো “টাকা আয় করার উদ্দেশ্যে”.মোবাইলে যেকোনো application open করার পর, সেখানে যদি বিজ্ঞাপন দেখানো হচ্ছে, তাহলে সেই বিজ্ঞাপন আমাদের দেখিয়ে application এর মালিক টাকা আয় করছেন।আর এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, কিভাবে apps গুলোতে বিজ্ঞাপন লাগানো হয় বা দেখানো হয়, তাহলে এর উত্তর হবে “Google admob” এর মাধ্যমে।Google admob, গুগলের একটি product বা service যার মাধ্যমে “android” বা “iOS” মোবাইলের ক্ষেত্রে তৈরি apps গুলোতে বিজ্ঞাপন (ads) দেখানো যেতে পারে।এবং, এপস গুলোতে এভাবে বিজ্ঞাপন দেখিয়ে জেকেও এডমোব (admob) থেকে টাকা আয় করে নিতে পারবেন।এভাবে admob এর মাধ্যমে apps গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার জন্য আপনার নিজের একটি “android app” বা “iOS app” এর প্রয়োজন হবে।বর্তমান সময়ে, এডমোব (admob) এর মাধ্যমে এভাবে apps গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করার প্রক্রিয়াটি অনেক লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে।এবং, অনেকেই internet থেকে টাকা আয় করার এই উপায়টি একটি ব্যবসা হিসেবে নিয়ে কাজ করছেন।তাই, আপনিও যদি অনলাইন আয় করার এরকম একটি আলাদা ও লাভজনক প্রক্রিয়া খুঁজছেন, তাহলে এই আর্টিকেল আপনার কাজে আসবে।এখানে আমি আপনাদের বলবো, “admob কি (What Is Admob in Bangla)” এবং “কিভাবে admob থেকে আয় করা যায়” (How to earn money with admob).
- Home
- অনলাইন থেকে টাকা ৩৬০
- _মোবাইল ও ল্যাপটপ দিয়ে টাকা আয়
- _ফ্রিতে এয়ারড্রপ থেকে টাকা ইনকাম
- _মোবাইল ও ল্যাপটপে গেম খেলে টাকা আয়
- _স্টুডেন্টদের জন্য সুযোগ-সুবিধা
- _মোবাইল ও ল্যাপটপ দিয়ে টেডিং করে টাকা আয়
- _ফ্রিতে টাকা ইনকাম করার মাইনিং অ্যাপ
- _গুগল সকল ইনকাম সার্ভিস ৩৬০
- _সিপিএ মার্কেটিং করে আয়
- _অনলাইন থেকে ফ্রিতে সাহায্য পাওয়ার উপায়
- _এন এফ টি থেকে টাকা ইনকাম করার উপায়
- _ইনভেস্ট করে টাকা ইনকাম করার উপায়
- _অনলাইনে সার্ভে করে টাকা আয়
- _বড়লোক হওয়ার সহজ উপায়
- _সকল অর্থনৈতিক সংবাদ ৩৬০
- _ডিজিটাল মার্কেটিংয়ে আয় ৩৬০
- সকল আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং
- _সকল আউটসোর্সিং কাজ সমূহ ৩৬০
- _ফাইবার শিখে টাকা আয় ৩৬০
- _আপওয়ার্ক শিখে টাকা আয় ৩৬০
- _ওয়ার্ডপ্রেস সকল ইনকাম সার্ভিস ৩৬০
- _গ্রাফিক ডিজাইন শিখে টাকা আয়
- _এসইও করে উপার্জন করার উপায়
- _ফ্রিল্যান্সারদের জন্য সরকারি সুযোগ-সুবিধা
- _সফল ফ্রিল্যান্সারদের গল্প ৩৬০
- _ফটোগ্রাফি করে সহজে টাকা আয়
- _লোগো ডিজাইন করে টাকা ইনকা
- _ই-মেইল মার্কেটিং করে টাকা আয়
0 মন্তব্যসমূহ