Join Our Telegram channel! name='keywords'/> অনলাইনে ফ্রিতে ব্যবসা করার নতুন ট্রিক্স জেনে নিন | Learn new tricks to do business online for free

Ticker

10/recent/ticker-posts

Ads

অনলাইনে ফ্রিতে ব্যবসা করার নতুন ট্রিক্স জেনে নিন | Learn new tricks to do business online for free

অনলাইন বিসনেস কি এবং অনলাইনে ব্যবসা কিভাবে শুরু করা যায় এবেপারে অনেকেই জানতে চান। আজ, ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ার সাথে সাথে অনলাইনে ব্যবসার সুযোগ অনেক বেড়েগেছে। গ্রাহকেরা (consumer), ঘরে বসেই বিভিন্য ই-কমার্স (E-commerce) ওয়েবসাইটের মাধ্যমে, কেবল ইন্টারনেট (internet) এবং নিজের মোবাইল বা ল্যাপটপ ব্যবহার কোরেই যেকোনো জিনিস (product) অনলাইন অর্ডার (online order) দিয়ে কিনে নিচ্ছেন।পণ্য কিনে নেয়ার থেকে টাকা পেমেন্ট করা সবটাই ঘরে বসে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে, অনলাইন বিসনেস (online business) এর ভবিষৎ এবং এর চাহিদা দিনের পর দিন বেড়ে যাওয়াতে, আপনার এবং আমার জন্য ব্যবসা করার এক নতুন সুযোগ (opportunity) চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে।কিন্তু, সহজে অনলাইনে সফল হওয়ার জন্য, আপনার কিছু অনন্য (unique) লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করতে হবে। কোন, বিশেষ সামগ্রী বা পণ্য লোকেরা সহজে অনলাইন কিনে নিতে চান, সেবেপারে আপনার অল্প মাথা লাগাতেই হবে।আজ, amazon, flipkart, snapdeal এদের মতোই কত ছোট বড়ো “অনলাইন শপিং ওয়েবসাইট” (online shopping website) বা মোবাইল এপস রয়েছে, যারা কোটি কোটি টাকার মালিক হয়ে দাঁড়িয়েছে, কেবল অনলাইন ইন্টারনেটের মাধ্যমে পণ্য (product) বা সার্ভিস (service) বিক্রি কোরে। ভাবলে কিন্তু অসম্ভব মনে হয়, কিন্তু করলে সম্ভব বোলে অনেকেই প্রমাণিত করেছেন।এদের মতোই, কিছু ভালো এবং আলাদা অনলাইন ব্যবসার আইডিয়া নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে হয়তো অনেক সহজেই সফলতার রাস্তায় যেতে পারবেন।ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা শুরু করার একটি বিশেষ লাভ রয়েছে। আপনি, যেকোনো পণ্য (product) বা সামগ্রী নিয়ে যেকোনো বিশেষ জায়গা বা লোকেশন (location) টার্গেট কোরে নিজের অনলাইন ব্যবসা (business) চালিয়ে যেতে পারবেন।আপনি খুব কম টাকায় এই online business এর কাজ প্রথম অবস্থায় শুরু করতে পারবেন। তাছাড়া, আপনি কি ধরণের সামগ্রী নিয়ে কাজ করবেন সেটার ওপরেও আপনার প্রয়োজন হওয়া টাকার পরিমান নির্ভর করবে।তাহলে চলুন, বেশি সময় না নিয়ে আমরা আজকের এই আর্টিকেলে কি কি জানবো, সেবেপারে জেনেনেই।


অনলাইনে ফ্রিতে ব্যবসা করার নতুন ট্রিক্স জেনে নিন | Learn new tricks to do business online for free


অনলাইনে ব্যবসা মানে কি ?

Online business, এমন এক প্রকারের ব্যবসা যেটা শুরু থেকে শেষ অব্দি অনলাইনের (online) মাধ্যমে বা ইন্টারনেটের (internet) মাধ্যমে করা হয়। মানে, এই ব্যবসা ইন্টারনেটে সক্রিয় থাকা লোকেদের বা গ্রাহক দেড় টার্গেট কোরে পণ্য (product), সার্ভিস (service) বা যেকোনো জিনিস অনলাইনেই বিক্রি কোরে, লাভ আয়ের উদ্দেশ্যে করা হয়।অনেক সময়, অনলাইন বিসনেস বলতে, বেচা কেনা (buy & sell) ছাড়াও অনেক কার্যকেই বলা যেতে পারে। যেমন, নিজের ব্লগ, ওয়েবসাইটে বা ভিডিওতে গুগল এডসেন্স দ্বারা বিজ্ঞাপন (advertisement) দেখিয়ে অনলাইন টাকা আয় করা এক ধরণের profitable online business।Affiliate marketing দ্বারা online commission income করাও এক ধরণের অনলাইন বিসনেস। এবং, আরো অনেক ধরণের অনলাইন কার্য রয়েছে, যেগুলি ডাইরেক্ট (direct) বেচা কেনার সাথে জড়িত না থাকলেও, সেগুলিকে একধরণের ব্যবসা বলা যায়।

সহজে বললে,

একজন ব্যবসার মালিক যে তার বেবসার কিছু অংশ বা পুরো ব্যবসাটাই যদি ইন্টারনেটের ব্যবহার করে করছেন, তাহলে সে একটা online ব্যবসা চালাচ্ছেন। একটা অনলাইন business চালানো মানে, online দোকান, blogging করা, YouTube, অনলাইন বেচা কেনা করা বা যেকোনো অনলাইন সার্ভিস প্রদান করাকে বোঝায়।আলাদা আলাদা industries বা categories এ আপনারা অনেক ধরণের আলাদা আলাদা বিসনেস দেখতে পারবেন যেগুলি অনলাইন ইন্টারনেটের দ্বারা চলছে।আপনি এবং জেকেও একটি ব্যবসা অনলাইনে শুরু করতে পারবেন, যদি আপনার কাছে unique product, service বা আইডিয়া (idea) রয়েছে জেবেপারে লোকেরা অনলাইন খুঁজছেন।

অনলাইনে ব্যবসা কিভাবে শুরু করা যায় ?

আজকাল একটি অনলাইন ব্যবসা স্টার্ট (start) করাটা অনেক সহজ এবং সরল হয়ে গেছে। আজকাল, ইন্টারনেটের চাহিদা এবং ব্যবহার বৃদ্ধি পাওয়াতে অনলাইন মার্কেটে বিভিন্য কাজ করে profit আয় করার সুযোগ অনেক বেড়েগেছে।কিন্তু, আপনি যদি এই লাইনে নতুন এবং আপনার অনলাইন মার্কেটের কোনো knowledge নেই, তাহলে সবচে আগেই আপনার জেনেনিতে হবে, “অনলাইন ব্যবসা শুরু করার কিছু নিয়মের বেপারে” . মানে, কি কি মাধ্যম বা উপায় ব্যবহার করে আমরা একটি অনলাইন বিসনেস শুরু করতে পারবো।
আলাদা আলাদা ব্যবসার (business) আলাদা আলাদা উপায় বা মাধ্যম রয়েছে। আপনি, যেই লাইনে business করতে চান, তার ওপরে নির্ভর কোরে আপনার ব্যবসার মাধ্যম বা প্রকার বেছেনিতে হবে।

অনলাইনে ব্যবসা শুরু করার 3 টি ট্রিক্স

নিচে অনলাইন ব্যবসা শুরু করার যেগুলি নিয়ম বা উপায়ের বেপারে আমি বলবো, সেগুলি ব্যবহার কোরে আপনারা অনেক সহজে যেকোনো প্রডাক্ট (product) বা সার্ভিস (service) অনেক সহজে অনলাইন ইন্টারনেটের মাধ্যমে লোকেদের বা গ্রাহকদের বিক্রি করতে পারবেন।তাছাড়া, এমন কিছু অনলাইন বিসনেস এর নিয়ম বলবো যেগুলি আপনারা বিনা পয়সায় বা কোনো টাকা না লাগিয়েই শুরু করতে পারবেন।

১. নিজের অনলাইন শপিং ওয়েবসাইট বানিয়ে ব্যবসা

হে, আজ লোকাল যেকোনো জায়গার থেকে ইন্টারনেটে সব সময় বেশি মানুষ সক্রিয় থাকার জন্য, Physical store থেকে বেশি বিক্রি/গ্রাহক online store বা অনলাইন দোকান বা E-commerce website থেকে পাওয়া যায়।Offline shopping এর তুলনায় আজ, online shopping এর রুচি লোকেদের মধ্যে অনেক। অনলাইন শপিং ওয়েবসাইট দ্বারা দেশ বিদেশের যেকোনো জায়গার থেকে লোকেরা আপনার product এর ব্যাপারে জেনেনিতে পারবেন এবং ভালো লাগলে অর্ডার (order) করতে পারবেন।তাই, আপনিও অনেক সহজে নিজেই একটি online store বা E-commerce website বানিয়ে, নিজের দোকানের মাল বা দোকান না থাকলেও ঘরেই মাল (product) রেখে সেগুলি অনলাইন ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করতে পারবেন।তাহলে, অনলাইন প্রোডাক্ট বেচার সব থেকে প্রচলিত এবং লাভজনক উপায় বা নিয়ম হলো “নিজের একটি E-commerce website“.

২. ফেসবুক মার্কেটপ্লেস দ্বারা ব্যবসা

ফেসবুক একাউন্ট থেকে অনলাইন টাকা আয় কিভাবে করবেন, সেবেপারে আমি আমার আগের আর্টিকেল আপনাদের বলেছি। এবং, সেই আর্টিকেলে প্রথমেই “ফেসবুক মার্কেটপ্লেস” থেকে অনলাইন আয়ের বিষয়ে বলেছি।
Facebook আজ প্রায় প্রত্যেক দেশে বিখ্যাত এবং লক্ষ লক্ষ লোকেরা এখানে একাউন্ট বানিয়ে সক্রিয় (active) থাকেন।তাই, অনলাইন যদি আপনি কিছু বিক্রি করতে চান, তাহলে ফেসবুক আপনার প্রোডাক্ট (product) এর জন্য অসংখ এবং সঠিক গ্রাহকের জোগাড় করে দিতে পারে।ফেসবুকের এই মার্কেটপ্লেস (marketplace) সার্ভিস দ্বারা যেকোনো ফেসবুক একাউন্ট থাকা ব্যাক্তি তার নিজের পণ্য, সার্ভিস বা প্রোডাক্ট এখানে লিস্ট (list) কোরে সেই প্রোডাক্টের মার্কেটিং (marketing) করতে পারবেন।এতে, সেই প্রোডাক্ট লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহার করা লোকেরা দেখবেন এবং ভালো লাগলে তারা অনলাইন আপনার পণ্য অর্ডার (order) করবেন।তাছাড়া, ফেসবুকের লক্ষ লক্ষ সক্রিয় লোকেদের মধ্যে জেকেও আপনার product কিনতে চাইবে, সে আপনাকে contact কোরে আপনার থেকে কিনে নিতে পারবেন।আপনি, ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে অনেক কম খরচেই জেকোনো জায়গা, এরিয়া বা দেশকে টার্গেট কোরে নিজের পণ্যের অনলাইন মার্কেটিং কোরে সহজে গ্রাহক পেয়েযেতে পারবেন। এই ধরণের অনলাইন মার্কেটিং এর প্রক্রিয়াকে ডিজিটাল মার্কেটিং বলা হয়।তাহলে, ফেসবুক মার্কেটপ্লেস অনলাইন পণ্য বা সেবা বিক্রি করার বা অনলাইন ব্যবসা শুরু করার এক সহজ নিয়ম বা উপায় হিসেবে আমরা বলতেই পারি।ফেসবুক মার্কেটপ্লেস ছাড়াও অনেক অনলাইন মার্কেটপ্লেস রয়েছে যেগুলিতে জেকেও রেজিস্টার কোরে নিজের প্রোডাক্ট অনলাইন বিক্রি করতে পারবেন। এতে, আপনার নিজের কোনো shopping website বানানোর কোনো প্রয়োজন হয়না।

৩. Smartphone app তৈরি করে ব্যবসা

আজ, আপনি Google play store এ গিয়ে দেখলে বিভিন্য ধরণের সফল এপস দেখতে পারবেন যারা কিছু আলাদা এবং unique আইডিয়া নিয়ে একটি app বানিয়েছেন এবং সেই app এর মাধ্যমে লোকেদের অনলাইন নিজের পণ্য (product) বা সেবা (service) বিক্রি করছেন।

উদাহরণ স্বরূপে,

ভারত এবং বিভিন্য দেশে swiggy app, Food panda, Uber eats, এর মাধ্যমে লোকেরা ঘরে বসেই যেকোনো রেস্টুরেন্ট (restaurant) থেকে যেকোনো জায়গায় খাবার আনিয়ে নিতে পারেন।আবার, Uber এবং OLA র মতো কিছু বিখ্যাত এপস রয়েছে যেগুলি ব্যবহার কোরে আমরা যেকোনো জায়গার থেকে cab, auto বা bike book করে ভ্রমণ করতে পারি অনেক কম খরচে।এভাবে, অনেক রকমের আলাদা আলাদা আইডিয়া এবং অনন্য অনলাইন বিসনেস আইডিয়া নিয়ে অনেকেই অনেক এপস বানিয়ে আজ সফল হয়ে নিজেদের কোটি কোটি টাকার কোম্পানি বানিয়ে নিয়েছেন।তাই, আপনার যদি কিছু unique business idea রয়েছে যেটা একটি app দ্বারা করা সম্ভব, তাহলে একটি smartphone app বানিয়েও আপনি সফল অনলাইন ব্যবসার মালিক হয়ে দাঁড়াতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ