খুঁজে ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে প্রচুর পরিমাণে সার্চ হয়। বিশেষ করে আমাদের ছাত্র ভাইদের মাঝে এর ট্রেন্ডটা বেশি লক্ষণীয়। তবে বর্তমানে শুধু ছাত্রদের মাঝেই তা সীমাবদ্ধ নয়, শহর-গ্রামঞ্চালের সবাই টাকা ইনকাম করার apps এর সন্ধান করে থাকে। আপনি যদি ২০২০-২০২১ সালের সার্চ ইঞ্জিরে ডাটাগুলো নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে দেখতে পাবেন যে, শুধুমাত্র বাংলাদেশে ৮০০+ মানুষ ইন্টারনেটে “ টাকা আয় করার apps “ লিখে সার্চ করে থাকে গুগলে। তাহলে বোঝতেই পারছেন যে, অনলাইনে টাকা আয় করার জন্য মানুষগুণ অ্যাপস Apps এর প্রতি কতটা আকর্ষিত। এখানে ছাত্রদের জন্য ১০টি উপকারী অ্যাপস এর নাম সহ বর্ণনা করা হয়েছে, যেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারা যায়।আমাদের সবার নিকটেই স্মার্টফোন ( Smartphone ) রয়েছে। বাংলাদেশে মোট স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা হলো প্রায় ১২ কোটির উপর। তাহলে বোঝতেই পারছেন এতো হিউজ পরিমাণ ব্যবহারকারীদের ব্যবসায়িক কোম্পানিগুলো কেনই বা টার্গেট করবে না। তাই তারা তাদের ব্যবসাকে প্রসার করতে মোবাইল অ্যাপসগুলোকে ব্যবহার করছে। সেই সুযোগে সেই অ্যাপসগুলো দ্ধারা সাধারণ মানুষদেরকেও টাকা আয় করার সুযোগ তৈরি করে দিয়েছে। এখন আপনি যদি সেই ব্যক্তি হোন যে, আপনার মোবাইল থাকা apss এর মাধ্যমে টাকা আয় করতে চান, তাহলে আজকের আর্টিকেলে আমরা তেমন ১০টি মোবাইল অ্যাপস ( Android mobile apps to earn money from online) আলোচনা করেছি, যেগুলো দ্ধারা আপনিও টাকা আয় করতে পারেন। তবে একটি বিষয় হচ্ছে, এখানে দেখানো অ্যাপসগুলো ফেজবুকে আয় বা ইউটিউবে আয় করার মতো নয়। তাই এগুলোকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তা করবেন না।মূল আলোচনা শুরু করার আগে অবশ্যই একটি বিষয় ক্লিয়ার করা উচিত, সেটি হলো বর্তমানে টাকা ইনকাম apps নামে অনেকগুলো মোবাইল অ্যাপস মার্কেটে mobile apps in market রয়েছে। যেগুলো প্রায় অধিকাংশই হলো ফেইক বা ভূয়া। দেখা গেল, আপনি সারাদিন/সপ্তাহ/মাস কষ্ট করে কাজ করলেন কিন্তু দিন শেষে তাঁরা আপনার কষ্টে অর্জিত টাকা আত্মস্বাদ করে ফেলেছে। তাই এখানে এমন কিছু প্রিমিয়াম মোবাইল অ্যাপস ( Premium Mobile apps for income money ) এর নাম উল্লেখ করা হয়েছে, যেগুলো দ্ধারা আপনি টাকা আয় করতে সক্ষম হবেন এবং টাকা আত্মস্বাদের মতো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই কম। কিন্তু তারপরও বলে রাখা ভালো যে, অনলাইনে টাকা আয় করার যতোগুলো অ্যাপস রয়েছে, তাঁর মধ্যে প্রায় সবাই প্রতারক টাইপের হয়ে থাকে। সুতরাং এখানে আমি যে মোবাইল অ্যাপসগুলো টাকা ইনকামের জন্য আলোচনা করবো, আপনারা সেগুলোকে আরেকবার ভালোভাবে রিসার্চ করে সেখানে কাজ করবেন বা ইনবেস্ট করবেন। কেননা এরকম টাইপের সমস্ত অ্যাপসগুলোই হলো থার্ড পার্টি টাইপ অ্যাপস Third party types apps.। সেই প্রেক্ষিতে টাকা আত্মস্বাদ বা অন্য কোনো কারণে পরে Banglatip সাইট কোনোভাবেই দায়ী থাকবে না। নিজ দায়িত্বে টাকা আয় করার apps গুলোকে নিয়ে আরেকবার রিসার্চ করবেন।
- Home
- অনলাইন থেকে টাকা ৩৬০
- _মোবাইল ও ল্যাপটপ দিয়ে টাকা আয়
- _ফ্রিতে এয়ারড্রপ থেকে টাকা ইনকাম
- _মোবাইল ও ল্যাপটপে গেম খেলে টাকা আয়
- _স্টুডেন্টদের জন্য সুযোগ-সুবিধা
- _মোবাইল ও ল্যাপটপ দিয়ে টেডিং করে টাকা আয়
- _ফ্রিতে টাকা ইনকাম করার মাইনিং অ্যাপ
- _গুগল সকল ইনকাম সার্ভিস ৩৬০
- _সিপিএ মার্কেটিং করে আয়
- _অনলাইন থেকে ফ্রিতে সাহায্য পাওয়ার উপায়
- _এন এফ টি থেকে টাকা ইনকাম করার উপায়
- _ইনভেস্ট করে টাকা ইনকাম করার উপায়
- _অনলাইনে সার্ভে করে টাকা আয়
- _বড়লোক হওয়ার সহজ উপায়
- _সকল অর্থনৈতিক সংবাদ ৩৬০
- _ডিজিটাল মার্কেটিংয়ে আয় ৩৬০
- সকল আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং
- _সকল আউটসোর্সিং কাজ সমূহ ৩৬০
- _ফাইবার শিখে টাকা আয় ৩৬০
- _আপওয়ার্ক শিখে টাকা আয় ৩৬০
- _ওয়ার্ডপ্রেস সকল ইনকাম সার্ভিস ৩৬০
- _গ্রাফিক ডিজাইন শিখে টাকা আয়
- _এসইও করে উপার্জন করার উপায়
- _ফ্রিল্যান্সারদের জন্য সরকারি সুযোগ-সুবিধা
- _সফল ফ্রিল্যান্সারদের গল্প ৩৬০
- _ফটোগ্রাফি করে সহজে টাকা আয়
- _লোগো ডিজাইন করে টাকা ইনকা
- _ই-মেইল মার্কেটিং করে টাকা আয়
0 মন্তব্যসমূহ