আপনার যদি অনলাইনে কিছু জানার ইচ্ছা হয় তবে নিশ্চয় গুগলে সার্চ করেন। আজকে আপনাদের জানাব কিভাবে গুগল থেকে টাকা আয় করা যায়।বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে আয় করার অনেক কার্যকরী উপায় রয়েছে। অনেকে তো আবার অনলাইনে আয়কে পেশা হিসেবে বেছে নিচ্ছে।অনলাইনে আয় নিয়ে কথা উঠলে সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়। সেটি হল, “অনলাইনে আয় কি আসলেও সম্ভব?”এক্ষেত্রে এক কথায় আমার উত্তর হচ্ছে “অবশ্যই সম্ভব”অনলাইনে আয় নিয়ে আমাদের আরও কয়েকটি লেখা রয়েছে। অনলাইনে ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেগুলো অবশ্যই পড়বেন। আপনার সুবিধার্থে নিচে সেগুলো দেওয়া হলঃ
গুগল থেকে আয় করার কয়েকটি উপায়
আজকে আপনাদের সাথে গুগল থেকে আয় করার যে উপায়গুলো শেয়ার করব সেগুলো অনেক উপকারি হবে বলে আমার বিশ্বাস।বিশ্বের লাখ লাখ মানুষ এ উপায়গুলো কাজে লাগিয়ে প্রচুর ইনকাম করছে। তো চলুন উপায় গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. ব্লগিং করে আয়
গুগল থেকে টাকা আয় করার একটি জনপ্রিয় মাধ্যম হল Blogger. এটি গুগলের একটি প্লাটফর্ম যেখানে আপনি আপনার নিজের ওয়েবসাইট তৈরি করে ব্লগিং করতে পারেন।সাধারণত একটি ব্লগ সাইট তৈরির জন্য আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। এছাড়াও অন্যান্য কিছু খরচ হতে পারে। কিন্তু গুগলের এই প্লাটফর্মটিতে আপনি সম্পূর্ন বিনামূল্যে একটি ব্লগ সাইট তৈরি করে ফেলতে পারেন।ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করা লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কেননা, আপনার যদি একটি জনপ্রিয় এবং অর্গানিক ট্রাফিক আসা ব্লগ থাকে তবে খুব সহজেই আপনি আপনার ব্লগ থেকে প্রতিদিন ৫ ডলার থেকে ৫০ ডলার ইনকাম করতে পারবেন।এখন তো Youtube দেখে ঘরে বসেই একটি সুন্দর ব্লগ সাইট বানিয়ে নিতে পারেন।
২. ইউটিউব চ্যানেল থেকে আয়
ব্লগিং এর পর অনলাইন থেকে ইনকাম করার কার্যকরি উপায় হল ইউটিউবিং করা। বর্তমানে বাংলাদেশের প্রায় সব জায়গায় এমনকি গ্রামেও 3G স্পিড আছে অনেক জায়গায় তো 4G স্পিডও অনায়াসে পাওয়া যায়।শুধু তাই নয় এখন গ্রামাঞ্চলেও Wifi এর দেখা মেলে।ফলে ইউটিউবের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। মানুষ ছোট খাট প্রয়োজনেও এখন ইউটিউবের ধারস্থ হয়। তাই এটি বর্তমানে অনলাইন আয়ের জনপ্রিয় মাধ্যম হয়ে দাড়িয়েছে।আপনি যদি কনটেন্ট তৈরির জন্য ইউটিউবে একটি চ্যানেল খুলে বিভিন্ন কনটেন্ট উপরের ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে অনলাইনে আয়ের একটি সুন্দর সুযোগ আপনার হয়ে যাব। ইউটিউবে ভিডিও বানিয়ে মানুষ ফেমাস হওয়ার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা আয় করতেছেন।তবে, এর জন্য আপনার ভিডিও গুলো অনেক মানসম্মত, আনন্দদায়ক কিংবা প্রয়োজনীয় হতে হবে।এসব গুণাগুণ থাকলেই কেবল আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন।
৩. গুগল প্লে স্টোর থেকে টাকা আয়
গুগল থেকে আয় করার মত গুগলের আরেকটি প্রোডাক্ট রয়েছে। সেটি হচ্ছে Google play store.এনড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এখান থেকে ফ্রিতে এবং কিছু এপ্স টাকার বিনিময়ে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখানে লক্ষ লক্ষ ফ্রি এপ্স রয়েছে যেগুলো এনড্রয়েড ব্যবহারকারীদের জন্য।
এই এনড্রয়েড এপ বানিয়েও আপনি গুগল থেকে টাকা আয় করতে পারেন। আপনি হয়তো নিজের মোবাইলে বিভিন্ন এনড্রয়েড এপ ব্যবহার করেছেন।ব্যবহার করার সময় কি কখনো লক্ষ করেছেন? আপনি যে এপটি ব্যবহার করেন সেটি কিছুক্ষণ পর পর আপনাকে কিছু না কিছু বিজ্ঞাপন দেখিয়ে থাকে।
এই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে মোবাইল এপ্স ডেভেলপারেরা ভাল টাকা ইনকাম করে থাকেন। চাইলে কিন্তু আপনিও তাদের একজন হতে পারেন।
কোনো ওয়েবসাইট বা ইউটিউব থেকে টাকা আয় করার জন্য যেমন আপনাকে আপনার সাইট কিংবা চ্যানেলকে প্রথমে Google Adsense এর সাথে কানেক্ট করতে হয়,তেমনি একটি এনড্রয়েড অ্যাপ বানিয়ে টাকা আয় করার জন্য, অ্যাপটিকে Google Admob এর সাথে কানেক্ট করতে হয়।Google Admob হল Google Adsense এর মত একটি অনলাইন এডভার্টাইজিং কোম্পানি। তবে, Admob দিয়ে শুধু মোবাইল অ্যাপেই বিজ্ঞাপন দেখানো হয়।
0 মন্তব্যসমূহ