আজকে আমাদের সেরা ওয়েবসাইট ডিজিটাল বাংলা ৩৬০ এর মাধ্যমে ব্লগে মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানবো। মোবাইল ব্যাংকিং কি, এর সুবিধা অসুবিধা সমূহ। আমাদের জীবন কিভাবে সহজ করে এই সেবাটি? সব শেষে থাকছে দেশ সেরা সকল Mobile banking প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত।মোবাইল ব্যাংকিং সেবা চালু হওয়ার পর থেকেই জনজীবনে নেমে এসেছে সহজ সময়। অনলাইনে কেনাকাটা থেকে শুরু প্রায় সব লেনদেন এবং বিল পেমেন্ট হয়ে থাকে Mobile banking এর মাধ্যমেই। দেশে একাধিক মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান আছে। এর প্রত্যেকটি ব্যাংকিং সেবার পরিমাণ একই বলা চলে।দেশ সেরা এবং অধিক জনপ্রিয় Mobile banking সেবা সম্পর্কে জানতে পারবেন আজকের পোষ্টে। চলুন জেনে নেওয়া যাক, Mobile banking কি এবং এর সুবিধা অসুবিধা সমূহ। আপনার মোবাইল একাউন্টে আপনার টাকা পয়সা সেভ রাখার জন্য সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
মোবাইল ব্যাংকিং কি?
খুব সহজ ভাষায় বললে, Mobile banking হলো মোবাইলের মাধ্যমে যে ব্যাংকিং সেবা ব্যবহার করা যায় তাকে Mobile banking সেবা বলে।অর্থাৎ, আজ থেকে বেশ কিছু বছর আগেও লেনদেন বা টাকা পয়সা আদান প্রদান সংক্রান্ত যেকোনো বিষয়ে স্ব শরীরে বা ব্যাংকের মাধ্যম দরকার হত। কিন্ত আজকাল তা আর দেখা যায় না। হর হামেশাই ব্যবহার হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা।এছাড়াও Mobile banking সেবা ব্যবহার করে ব্যাংক একাউন্টের একসেস করা সম্ভব। সম্ভব টাকা ট্রান্সফার করা। এছাড়া এখন প্রত্যেকটি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য Mobile banking সেবা চালু রেখেছে।অর্থাৎ বেশিরভাগ প্রায় ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংক সেবা আছে।অত্যাধুনিক সেবার একটি এই সেবাটি। এই সেবার মাধ্যমে গ্রাহক ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে জায়গায় বসেই সকল লেনদেন করতে পারেন। টাকা আদান প্রদান। বেতন বোনাস প্রদান।বিল পরিশোধ সবই এখন স্মার্ট একটি মোবাইল ফোন থেকে করা যায় Mobile banking ব্যবহার করে।
মোবাইলে ব্যাংকিং সফটওয়ার কি?
অন্য সব সফটওয়ারের মতোই সাধারণ সফটওয়ার হলো মোবাইল ব্যাংকিং সফটওয়ার।এটি ব্যাংকের অফিসিয়াল সাইট বা গুগল প্লে স্টোরে আপলোড করা থাকে। সেখান থেকে ডাউনলোড করে ব্যবহারকারী ব্যবহার করতে পারেন।
এই সফটওয়ারটি সরাসরি ব্যাংকের সার্ভারের সাথে যুক্ত থাকে। আর ব্যাংকের সার্ভারের সাথে যুক্ত থাকা সফটওয়ারই Mobile banking সফটওয়ার নামে পরিচিত। ব্যাংক হিসাব ব্যবহারকারী তা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই প্রবেশ করতে পারবেন নিজের একাউন্টে।এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরেছেন, Mobile banking কি। জানতে পেরেছেন Mobile banking সফটওয়ার কি এবং কিভাবে কাজ করে।এবার চ্চলুন জেনে নেওয়া যাক, Mobile banking এর সুবিধা অসুবিধা সমূহ।প্রথমেই জানবো মোবাইল ব্যাংকিং এর সুবিধা সমূহ। আসলে এই সেবার এত এত সুবিধা চোখের সামনে যা এভাবে বলেও হয়ত কিছু বাদ পড়তে পারে।চলুন জেনে নেওয়া যাক Mobile banking এর সকল সুবিধা সমূহ।
মোবাইল ব্যাংকিংএ কি কি সুবিধা আছে ?
ঘরে বসে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ২৪ ঘণ্টা যেকোনো সময়ে টাকা আদান প্রদান করা যায়।মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এর থেকে অনেক সহজ এবং নিরাপদ বলে বিবেচিত।আপনার মোবাইলে ব্যাংকিং এর User ID, Password, translation code এই তথ্যগুলো শুধু আপনিই জানবেন।
তাই আপনি ছাড়া এটি কেউ ব্যবহার করতে পারবেন না।যেকোনো সময়ে মোবাইল রিচার্জ, মিল পেমেন্ট, অনলাইনে সকল পেমেন্ট শো টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই।যেকোনো সময় নিজের একাউন্ট চেক করতে পারবেন।শুধু কিছু ব্যাংক এই সেবা বাবদ সামান্য টাকা কেটে নেয়। আর Mobile banking গুলো সামান্য পরিমাণ টাকা কেটে নেয়। যা থেকে আমাদের সময় এবং শ্রম সবই লাঘব হয়।অনেক সময় বড় অংকের টাকা সাথে নিয়ে বহন করা অনেক কঠিন বা রিস্ক হয়ে দাড়ায়।কিন্তু Mobile banking গ্রাহক হলে নিরাপদ এবং সময় সাশ্রয়ী হয়।বিদ্যুৎ বিল, নেট বিল, পানি বিল, ক্লাসের বেতন সবই পরিশোধ করা যায় Mobile banking এর মাধ্যমে।কিছু কিছু হাসপাতালে নির্দিষ্ট পরিমাণ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পূরণ করলে সেখান থেকে আবার বড় একটি এমাউন্ট ক্যাশব্যাক পাওয়া যায়।
মোবাইলে নির্দিষ্ট টাকা রিচার্জ করলেও অনেক টাকা ব্যাক পাওয়া যায়।এছাড়াও শতাধিক সুবিধা আছে Mobile banking ব্যবহারে।বর্তমান সময়ে অন্তত একটি Mobile banking একাউন্ট নাই এমন মানুষের সংখ্যা খুবই কম।
তবে কিছু মানুষের দরকারে প্রায় ৬-৭ টি Mobile banking একাউন্ট থেকে থাকে।এবার চলুন জেনে নেওয়া যাক Mobile banking ব্যবহারে অসুবিধা সমূহ। তবে সর্বদা সতর্ক থাকলে এই অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবারে জেনে নেওয়া যাক Mobile banking এর অসুবিধা সমূহ।
মোবাইল ব্যাংকিং এর অসুবিধা সমূহ
সুবিধা যেখানে সেখানে কিছু অসুবিধা থাকবেই। ঠিক সেভাবেই মোবাইল ব্যাংকিং ব্যবহারে শতাধিক সুবিধা থাকলেও কয়েকটি অসুবিধা যেন হেকেই যায়। চলুন জেনে নেওয়া যাক এইসেবা ব্যবহারে অসুবিধাগুলো।এটি একটি প্রচুর সিকিউরিটি সম্পন্ন সার্ভিস। তবুও আপনার একাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কেউ জেনে গেলে হ্যাকাররা আপনার সব টাকা তুলে নিতে পারবেন। মাঝে মাঝে ফেক মেসেজ এসে প্রলোভিত করে আপনার একাউন্টের সকল টাকা আপনার অজানতেই নিয়ে যায়। তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে।কিছু Mobile banking সেবা আছে যারা তাদের প্রয়োজনের তুলনায় বেশি চার্জ নিয়ে থাকে।তবে,এদের জনপ্রিয়তার একটি বিষয় অবশ্যই হেকেই যায়।আপনার মোবাইল যদি কখনো চুড়ি হয়ে যায় তাহলে আপনার একাউন্ট এবং একাউন্টের টাকা হারিয়ে ফেলার বেশ সম্ভাবনা আছে। এছাড়া অন্য বিশেষ কোনো অসুবিধা নেই। আর এই অসুবিধাগুলো চাইলেই একজন গ্রাহক তার সচেতনতা দিয়ে সমাধান করতে পারে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে মোবাইল ব্যাংকিং আমাদের সার্ভিস দিয়ে থাকে।এবার আমরা দেশের অতি পরিচিত বেশ কিছু Mobile banking এর সাথে পরিচিত হব। এই Mobile banking সেবাগুলো দেশ সেরা এবং সর্বাধিক বিশ্বস্ত Mobile banking সেবা।
0 মন্তব্যসমূহ