বর্তমান বিশ্বের সবথেকে অনলাইন জগতে জোয়ান কম্পানি হচ্ছে গুগল। বর্তমান সময়ে গুগলের অনেক ধরনের সার্ভিস বা প্রোডাক্ট রয়েছে।তার মধ্যে একটি জনপ্রিয় প্রডাক্ট হচ্ছে গুগল নিউজ। বর্তমান সময়ে গুগোল নিউজ প্রোডাক্টটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ওয়েবসাইটগুলোর মাধ্যমে।আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে গুগল নিউজ ওয়েবসাইট যুক্ত করতে হয় আপনার যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তবে আমাদের দেওয়া আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।আমরা আপনাকে এখানে জানাবো গুগোল নিউজ কি? গুগোল নিউজ এর কাজ কি এবং কিভাবে ব্যবহার করতে হয়, গুগোল নিউজ ওয়েবসাইট যুক্ত করার উপায়। এ বিষয়গুলো জানতে নিচে দেওয়া তথ্যগুলো আরো সুন্দর হবে মনোযোগ দিন।আপনি যদি অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহার করে বেশি পরিমাণ টাকা ইনকাম করতে চান তবে আপনাকে অবশ্যই গুগোল নিউজ ব্যবহার করতে হবে। সেখানে আপনার ওয়েবসাইটটি গুগলে সাবমিট করার ফলে আপনার আর্টিকেলগুলো অনেক সহজেই গুগলে রেংকিং হয়ে যাবে।
গুগল নিউজ কি ?
বর্তমান সময়ে অধিকাংশ বিষয়গুলো জানার জন্য আমরা সকলেই গুগলে সার্চ করে থাকি। যখন আমরা গুগলে কোন কিছু সার্চ করি তখন আমরা গুগলের সার্চ তবা রে অনেক ধরনের ফিচার দেখতে পাই যেমন-
*Images
*ভিডিও
*সংবাদ
*ম্যাপ ইত্যাদি।
আমরা যখন কোন ওয়েবসাইটকে নির্দিষ্ট করে কোন টপিক নিয়ে নিউজ পাবলিশ করি তখন গুগোল সে গুলোকে খুজে নেয় এবং সে নিউজ এর ডাটা এবং লিংকে সংরক্ষণ করে রাখে। গুগোল এ যে সকল তথ্য বা ডাটা সংরক্ষণ করে রাখে তাকেই গুগল নিউজ বলা হয়।
গুগল নিউজ এর কাজ কি ?
গুগোল নিউজ এমন একটি বিষয় যারা ওয়েবসাইট ব্যবহার করে থাকে তারা অবশ্যই এ ব্যাপারে জানে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওয়েবসাইট কাজে একদম নতুন তারা কিন্তু গুগোল নিউজ সম্পর্কে সঠিক বিষয় জানেনা এবং গুগোল নিউজ এর কাজ কি সে বিষয়ে ধারনা নেই।যারা গুগোল নিউজ এর কাজ কি বিষয় জানতে চান আমাদের লেখাগুলো সুন্দর করে পড়ুন। মনে করুন- আপনার একটি ব্লগ ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি প্রতিদিন আর্টিকেল পাবলিশ করেন কিন্তু আর্টিকেল পাবলিশ করার পর দেখা যায় আপনার আর্টিকেলগুলো অনেক দেরিতে ইনডেক্স হয়। এবং অনেক সময় দেখা যায় আপনার পাবলিশ করা আর্টিকেলগুলো গুগলে ইনডেক্স হয় না।আপনাদের ওয়েবসাইটে আর্টিকেলগুলো যদি গুগলে রেংক করাতে চান এবং ইন্ডেক্স করাতে চান তবে অবশ্যই আপনাকে গুগোল নিউজ ব্যবহার করতে হবে মূলত গুগোল নিউজ ওয়েবসাইটে আর্টিকেলগুলো ইনটেক্স পাওয়ার জন্য সাহায্য করে থাকে।এককথায় বলা যায় গুগোল নিউজ ওয়েবসাইটে আর্টিকেলগুলো পাবলিশ করার পর অটোমেটিকলি 5 থেকে 10 মিনিটের মধ্যেই ইন্ডেক্স করে দিতে সহায়তা করে আপনি যদি আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো অল্প সময়ের মধ্যে ইনবক্স করতে চান তবে অবশ্যই গুগোল নিউজের মাধ্যমে আপনার সাইটে আপলোড করে নিতে হবে।আপনি উক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলেন গুগল নিউজ এর কাজ কি এবং গুগোল নিউজ কি জন্য ব্যবহার করা হয়। গুগোল নিউজ ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে আর্টিকেলগুলো সহজেই ইন্ডেক্স হতে সাহায্য করে কিন্তু এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে।গুগল নিউজ ব্যবহার ব্যবহার করলে কি ধরনের সমস্যা হতে পারে এ বিষয়ে জানতে নিচের দেওয়া আর্টিকেলটি অনুসরণ করুন।
আরো পড়ুন: ব্যাক লিঙ্ক কি? ও ব্যাক লিঙ্ক করে কিভাবে ওয়েবসাইটকে রাঙ্কে আনবেন
কিভাবে গুগল নিউজ ওয়েবসাইট যুক্ত করবেন ?
আপনি যদি আপনার ওয়েবসাইটগুলো গুগল নিউজ যুক্ত করতে চান তবে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। কিভাবে গুগোল নিউজ অক্সাইড যুক্ত করবেন আমরা এখানে বিস্তারিত আলোচনা করব সেই আলোচনাগুলো আপনি স্টেপ বাই স্টেপ অনুসরণ করার ফলে আপনিও গুগল নিউজে আপনার ওয়েবসাইট যুক্ত করে নিতে পারবেন।তো চলুন দেখা যাক কিভাবে গুগলে ওয়েবসাইট যুক্ত করতে হয়।
স্টেপ- ০১
আপনি যদি গুগোল নিউজে ওয়েবসাইট যুক্ত করতে চান তবে আপনাকে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করতে হবে “Publisher Center” তারপর প্রথম সারছে যে লেখাটি আসবে সেখানে আপনি প্রবেশ করবেন তারপর আপনাকে নিচে দেওয়া একটি ছবির মত পেজ দেওয়া হবে।উন্মুক্ত পেজে যে সকল তথ্য চেয়েছে সেগুলোর সঠিকভাবে পূরণ করে দিতে হবে। যেমন আপনার ওয়েবসাইটের নাম তারপর আপনার ওয়েবসাইটের ইউ আর এল তারপর আপনার লোকেশন। উক্ত কাজ সঠিকভাবে পূরণ করার পর আপনাকে অবশ্যই এন্ড পাবলিকেশন অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ- ০২
উক্ত ফরমটি পুরন করার পর আপনাকে আরও একটি পেজ দেয়া হবে সেখানে দেয়া থাকবে আপনি প্রথমে যে সকল তথ্য প্রেরণ করেছেন সে অনুযায়ী আপনার ওয়েবসাইটের নাম এবং ওয়েবসাইটের ইউআরএল।আপনার ওয়েবসাইট গুগোল নিউজ যুক্ত করার জন্য “Publication Serrings” অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ- ০৩
আপনি উপরে দেওয়া ছবির মত পাবলিকেশন সেটিংস অপশন এ ক্লিক করবেন তারপর আপনাকে আরো একটি পেজ দেয়া হবে সেখানে থাকবে বেসিক ইনফরমেশন। আপনার ওয়েবসাইটের কিছু ইনফরমেশন যোগ করে দিতে হবে- যেমন আপনার ওয়েবসাইটের নাম তারপর আপনার ওয়েবসাইট কোন ভাষায় ব্যবহার করেন ইংলিশ কিনা বাংলা সেটি সিলেক্ট করে দিতে হবে।
স্টেপ- ০৪
একটা তথ্য গুলো পূরণ করার পর আপনাকে মেচেদা একটি পেজ দেয়া হবে সেখানে আপনার ওয়েবসাইটের গুগল সার্চ কনসলে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর আপনাকে আরো কিছু কাজ করতে হবে
স্টেপ- ০৫
আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে ভেরিফাই করানোর পরে আপনাকে এডিশনাল ইউআরএল হিসেবে আপনার ওয়েবসাইটের লিংক টাইপ করতে হবে। সেখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল লিংকটি টাইপ করার পর নিচের ছবির মত add এ ক্লিক করবেন।
স্টেপ- ০৬
উক্ত তথ্য পূরণ করার পর নিচে দেওয়া একটু কন্টাক্ট পূরণ করতে হবে এখানে আপনার যেকোনো একটি জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করে দিতে হবে। তারপর নিচের ছবির মত add এ ক্লিক করবেন।
স্টেপ- ০৭
আপনার ওয়েবসাইটের জিমেইল একাউন্ট যুক্ত করার পর নিচের ছবির মত স্কয়ার লোগো যুক্ত করতে হবে আপনার ওয়েবসাইটের লোগো হিসেবে। আপনি যখন এখানে ছবি যোগ করবেন ছবির মাপ টি অবশ্যই 512/512 হতে হবে।
স্টেপ- ০৮
আপনি যখন উপরিউক্ত সকল প্রকার কাজ সঠিকভাবে পূরণ করবেন তখন আপনাকে নিচের ছবির মত একটি পেজ দেয়া হবে সেখানে আপনার যদি কিছু অপশন বাকি থাকে তবে নিচের ছবির মত রিভিউ দেখাবে সেগুলো পূরণ করার পর আপনার সাইটটি পাবলিকেশন করার জন্য নিচের ছবির মত পাবলিশ অপশনে ক্লিক করে দিতে হবে সকল কাজ সঠিকভাবে পূরণ করার পর।
0 মন্তব্যসমূহ