Join Our Telegram channel! name='keywords'/> যেভাবে ফ্রিতে ওয়েব থ্রি থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করবেন | How to earn free money from Web 3

Ticker

10/recent/ticker-posts

Ads

যেভাবে ফ্রিতে ওয়েব থ্রি থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করবেন | How to earn free money from Web 3

 আজকাল ওয়েব 3.0 এর নাম প্রায়ই শোনা যাচ্ছে।এটি নিয়ে প্রায় সময়ই শোনা যাচ্ছে বিজ্ঞানীদের কাজ চালিয়ে যাওয়ার কথা । কিন্তু সময়ের সাথে সাথে এই ওয়েব 3 প্রযুক্তির নিয়ে সম্পর্কে কাজ চালাচ্ছে বিজ্ঞানীরা  । বলা হচ্ছে যে ওয়েব 3.0 আমাদের ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতিকে পুরোপুরি বদলে দেবে।তাহলে চলুন আজকের এই আর্টিকেলের জেনে নিই ওয়েব 3.0 কি?এবং ওয়েব 3.0 আমাদের জন্য কি কি সুবিধা আনতে চলেছে।


যেভাবে ফ্রিতে ওয়েব থ্রি থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করবেন | How to earn free money from Web 3


Web 3 আসলে কি ?

*ওয়েব 3.0 হল ইন্টারনেটের একটি নতুন রূপ, এর কাজ হল ইন্টারনেটকে উন্মুক্ত ও বিকেন্দ্রীকরণ করা, যাতে আপনি বিকেন্দ্রীকরণ প্রযুক্তি অর্থাৎ এই ওয়েব 3 ব্যবহার করে যে কোনও ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং আপনি তথ্য পেতে যে কোনও বিকেন্দ্রীভূত ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। তবে এটিতে কোনও কোম্পানি যুক্ত নেই।আপনি যদি ওয়েব 3.0 ভালভাবে বুঝতে চান, তাহলে আপনাকে ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 ভালভাবে বুঝতে হবে, তাহলে আপনি ওয়েব 3.0 কি? ভালোভাবে বুঝতে পারবেন । 


 *ইন্টারনেট তার সূচনা থেকে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে চলেছে। ইন্টারনেট রিলে চ্যাট থেকে আধুনিক সোশ্যাল মিডিয়া পর্যন্ত, এটি মানুষের মিথস্ক্রিয়াগুলির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।ওয়েব 3.0 হল ইন্টারনেট প্রযুক্তির পরবর্তী প্রজন্ম যা মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের উপর অনেক বেশি নির্ভর করে। এটির লক্ষ্য আরও খোলা,সংযুক্ত এবং বুদ্ধিমান ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যা মেশিননারি-ভিত্তিক ডেটা বোঝার উপর গড়ে উঠেছে।


*AI এবং উন্নত মেশিন লার্নিং কৌশল ব্যবহারের মাধ্যমে, Web 3.0-এর লক্ষ্য হল আরও ব্যক্তিগতকৃত এবং প্রাসঙ্গিক তথ্য দ্রুত হারে প্রদান করা। এটি স্মার্ট সার্চ অ্যালগরিদম এবং বিগ ডেটা অ্যানালাইটিক্সের উন্নয়নের মাধ্যমে অর্জন করা যেতে পারে। বর্তমান ওয়েবসাইটগুলিতে সাধারণত স্ট্যাটিক তথ্য বা ব্যবহারকারী-চালিত বিষয়বস্তু থাকে, যেমন ফোরাম এবং সোশ্যাল মিডিয়া। যদিও এই ধরনের ওয়েবসাইট অন্য লোকেদের ইনস্টাগ্রাম, ইউটিউব , ফেসবুকের মতো বিষয়বস্তু প্রকাশ করার অনুমতি দেয় , আপনি বিষয়বস্তু প্রকাশ করতে পারেন তবে এটি একটি নির্দিষ্ট ব্যবহারকারীর প্রয়োজনীয়তা পূরণ করতে পারে না। একটি ওয়েবসাইটকে বাস্তব-বিশ্বের মানবিক যোগাযোগের গতিশীলতার মতো প্রতিটি স্বতন্ত্র ব্যবহারকারীকে প্রদান করা তথ্যকে উপযোগী করতে সক্ষম করে তোলে।


আরো পড়ুন: পিন্টারেস্ট মার্কেটিং শিখে টাকা ইনকাম করার উপায় এখানে ক্লিক করে দেখুন


*কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক, 1999 সালে তিনি সিমান্টিক ওয়েবের এই ধারণাটি ব্যাখ্যা করেছিলেন।ওয়েবের জন্য আমার একটি দৃষ্টিভঙ্গি রয়েছে [যেটিতে কম্পিউটারগুলি] ওয়েবের সমস্ত ডেটা বিশ্লেষণ করতে সক্ষম হবে – বিষয়বস্তু, লিঙ্ক ,মানুষ এবং কম্পিউটারের মধ্যে লেনদেন। একটি “অর্থবোধক ওয়েব”, যা এটিকে সম্ভব করে তোলে, এখনও আবির্ভূত হয়নি, কিন্তু যখন এটি হবে, তখন ব্যবসা, আমলাতন্ত্র এবং আমাদের দৈনন্দিন জীবনের দৈনন্দিন প্রক্রিয়াগুলি মেশিনের সাথে কথা বলা মেশিন দ্বারা নিয়ন্ত্রিত হবে।

ওয়েব৩ থেকে আয় করতে চাইলে কি কি লাগবে


ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ভালো ধারনা হয়ে গেছে । এখন কথা হল আমি যদি ওয়েব 3 থেকে ইনকাম করতে চাই ওয়েব 3 থেকে  কি কি জিনিসের প্রয়োজন রয়েছে।

*প্রথমেই আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো আপনার অবশ্যই একটি কম্পিউটার অথবা ভালোমানের স্মার্টফোন থাকতে হবে। এবং সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কেননা একটি ওয়েবসাইট তৈরি এবং পরিচালনায় সমস্ত কাজেই ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে।


*ভালো মানের কমেন্ট
অতঃপর যে বিষয়টি দরকার সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটে ভালোমানের আর্টিকেল/প্রকাশ করতে হবে। আপনি যখন প্রতিনিয়ত ভালো মানের তথ্যবহুল কন্টাক্ট তথা আর্টিকেল আপনার ওয়েবসাইটে প্রকাশ করবেন তখন বিভিন্ন জায়গা থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর তথ্য সংগ্রহ করতে আসবে।
মনে রাখবেন আপনার ওয়েবসাইটের যত ভাল আর্টিকেল থাকবে আপনার ওয়েবসাইটে তত বেশি ভিজিটর আসবে। আর যত বেশি ভিজিটর আপনার ওয়েবসাইট ভিজিট করবে আপনার ইনকাম তত বাড়বে।
ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ করার জন্য কখনো অন্য ওয়েবসাইটে আর্টিকেল কপি করার চিন্তা কখনোই করবেন না। এতে আপনারই ক্ষতি হবে।

আরো পড়ুন: অন পেজ এসইও করার সহজ উপায় জানতে এখানে ক্লিক করুন


*ভালো মানের ইমেজ 
আর্টিকেল এর ফাঁকে ফাঁকে প্রয়োজন অনুসারে আপনাকে ইমেজ ব্যবহার করতে হবে। ভালো মানের ইমেজ বলতে আমি বোঝাতে চেয়েছি ইমেজটি অবশ্যই ইউনিক তথা এর পূর্বে যাতে কোথাও ব্যবহার না হয়ে থাকে এমন ইমেজ ব্যবহার করার চেষ্টা করুন।
আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতেই ভালো মানের ইমেজ সংগ্রহ করতে পারবেন। অথবা ফটোশপ বা অন্য ইমেজ এডিটর সফটওয়্যার দিয়ে তৈরি করে নিতে পারবেন।

*ওয়েব সাইডে  ভিজিটর আসতে হবে
ভিজিটর হচ্ছে একটি ওয়েবসাইটের প্রাণ। একটি ওয়েবসাইটে যদি এ ভিজিটর না থাকে তাহলে সে ওয়েবসাইট থাকা না থাকা সমান কথা। তাই আপনি চাইলে বেশ কিছু মাধ্যম অবলম্বন করে ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন খুব সহজেই।
অথবা কিভাবে ব্লগে ভিজিটর আনবেন সে বিষয়ে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন।

*টার্গেট ক্যাটাগরি নির্বাচন  করতে হবে 
ওয়েবসাইট বানানোর পূর্বে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি বিষয়ে ওয়েবসাইট তৈরি করবেন। আমার পরামর্শ হলো আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন তাহলে অবশ্যই আপনি যে বিষয়টি সম্পর্কে ভাল জানেন বা জানার আগ্রহ রয়েছে সে বিষয়ে নিয়ে ওয়েবসাইট তৈরি করুন।
আপনি যে বিষয়টি সম্পর্কে জানেন না বা কোন ধারণাই নেই সে বিষয়ে ওয়েবসাইট তৈরি করবেন না। এরকম পরিস্থিতিতে আপনি কখনই ভাল মানের কনটেন্ট ওয়েবসাইটে প্রকাশ করতে পারবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ