Join Our Telegram channel! name='keywords'/> মহিলাদের জন্য ব্যবসা করার কিছু অসাধারণ আইডিয়া সম্পর্কে বিস্তারিত | Ideas about women doing business

Ticker

10/recent/ticker-posts

Ads

মহিলাদের জন্য ব্যবসা করার কিছু অসাধারণ আইডিয়া সম্পর্কে বিস্তারিত | Ideas about women doing business

প্রিয় বন্ধুগণ আপনারা আর্টিকেলের টাইটেল দেখেই হয়তো তোমরা বুঝতে পেরেছ যে আজকের আমাদের ওয়েবসাইটে আর্টিকেল হতে চলেছে, মেয়েদের জন্য অনলাইন জব বা কাজ গুলোর নিয়ে তালিকা। বর্তমানে বিশ্বে আজ ইন্টারনেট প্রযুক্তির ফলে মেয়েদের ঘরে বসে রোজগার করার প্রচুর সুযোগ-সুবিধা গুলো হয়ে উঠেছে।তাই, তুমিও যদি সাধারন ইন্টারনেট এর জ্ঞান থেকে থাকে, তাহলে এই অনলাইন জব ঘরে বসে মেয়েদের টাকা আয় করার উপায় গুলোর মাধ্যমে প্রচুর ইনকাম করতে পারবে।বর্তমানে যুগে এখন মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন। শুধুমাত্র অর্থের চাহিদার জন্য নয়। নিজস্বতা, ব্যক্তিত্ব, অন্যের কাছে নিজেকে ছোটো প্রতিপন্ন না হওয়ার জন্য কিংবা পরিবারকে সাহায্য করে মাথা তুলে বাঁচার জন্য, সব কিছুর ক্ষেত্রেই মেয়েদের স্বাবলম্বী হওয়ার দরকার আছে।আর অন্য মেয়েরা যারা বাড়ির বাইরে সময় দিয়ে চাকরি করতে চান না তারা বেছে নিতে পারেন অনলাইন প্ল্যাটফর্মকে। যার মাধ্যমে বিজনেস করে কিংবা অন্য কোনো কাজ করে, জব করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন সাথে নানান আনুষঙ্গিক চাহিদাও মেটাতে পারেন।মেয়েদের জন্য অনলাইন জব । ঘরে বসে অনলাইনে আয় করার উপায় সরকারি চাকরি যারা করতে চান না, কিংবা যারা বিবাহিত, ঘর সামলাতে সামলাতে তারাও বেছে নিতে পারেন এই পথ গুলি।প্রিয় বন্ধুরা আসুন জেনে নিই, কোন ৫ টি অনলাইন জব আইডিয়া মেয়েদের জন্য সেরা। (online income apps)


মহিলাদের জন্য ব্যবসা করার কিছু অসাধারণ আইডিয়া সম্পর্কে বিস্তারিত | Ideas about women doing business


১) খাবার ডেলিভারি

তুমি নিশ্চয়ই পরিবারের সকলের জন্য রান্না কর। তারা তোমার রান্নায় মুগ্ধ হয়ে তারিফও করে প্রায়শই। সেই চিন্তাকে কাজে লাগান।রান্না করুন প্রয়োজন অনুযায়ী। অর্ডার নিন। ডেলিভারি দিন বাড়িতে বাড়িতে, কোনো উৎসব বা ফাংশনে, জন্মদিনের বাড়িতে বা দপ্তরে দপ্তরে কাজ করে কর্মীদের।আপনার ডেলিভারির কাজে জন্য ডেলিভারির জন্য কাউকে রেখে দিন কাজে।আর নিজের ডেলিভারির জুতসই একটা নাম ও দিয়ে দিন। ব্যাস! তোমার নিজের ব্যবসা দেখুন না কত রমরমিয়ে চলে!

২) বেকারি ব্যবসা

বর্তমানে অনেকেই বেকারি ব্যবসার ও গুরুত্ব খুবই বেড়েছে। তবে বেকারি আর হোম ডেলিভারি দুটিকে এক ভেবে ফেললে ভুল হবে।হোম ডেলিভারিতে যেখানে তুমি নিজে রান্না করছ, সেখানে বেকারির ব্যবসা তে কিন্তু তুমি নিজে রান্না না করেও করতে পারো।হ্যাঁ, এবার এটা হতে পারে তুমি নিজে বেকারির ব্যবসা খুলেছ, সেখানে নিজে তুমি জিনিস তৈরি কর বা চাইলে অন্যের থেকে বেকারি আইটেম কিনে সেগুলোকে অধিক দামে বিক্রি কর। তবে বেকারির ব্যবসা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় ব্যবসা।

৩) কনটেন্ট রাইটিং

ঘরে বসে অনলাইনে একটি জনপ্রিয় কাজ হলো কনটেন্ট রাইটিং। অনলাইনে এখন অনেক প্লাটফর্ম আছে যারা কনটেন্ট রাইটিং খুঁজে নেয় ও রাইটার খোঁজে। তুমি যদি একজন ভাল কনটেন্ট রাইটিং হও এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি জায়গাতে টুকিটাকি লেখ, তাহলে অবশ্যই কনটেন্ট রাইটিং তোমার জন্য উপযুক্ত হবে বলে আমি মনে করি।অনলাইনে যারা কনটেন্ট রাইটার খুঁজছে তাদের সাথে তুমি যোগাযোগ করো। কিংবা যোগাযোগ করো অনলাইনে যে কোন সংবাদপত্র বা নিউজ চ্যানেলের সাথে।তোমার কনটেন্ট রাইটিং এর উপর প্রতিশব্দ পিছু তারা আপনাকে অর্থ দেবে। এবং তারা তোমাকে যে টপিকস ও দিয়ে দেবে তুমি কি বিষয়ে কনটেন্ট রাইটিং করবে।তো মার মধ্যে ক্রিয়েটিভ কিছু জিনিস থাকলে, বা তুমি নিজে ক্রিয়েটিভ হলে কিংবা তোমার লেখার মধ্যে ক্রিয়েটিভিটি থাকলে তুমি অবশ্যই কনটেন্ট রাইটিং এ এক্সপার্ট হয়ে ঘরে বসেই করতে পারবেন টাকা উপার্জন।

৪) ফ্রীল্যান্স রাইটিং

এখন বর্তমানে অনলাইনে আয় করার সবচেয়ে জনপ্রিয় উপায় এটি। যেসব ওয়েবসাইটে ফ্রিল্যান্স থেকে আয় করা যায় সেই সব ওয়েবসাইটে প্রথম তোমাকে নিজের নাম নথিভুক্ত করতে হবে বা অ্যাকাউন্ট খুলতে হবে।এবার নিজের দক্ষতা অনুযায়ী কাজের জন্যে অ্যাপ্লাই করতে হবে তোমাকে।কি কি পারেন ও কি কি করেন সেই তালিকা দেখে নিয়ে তোমাকে তারা কিছু প্রজেক্ট দেবে। আবার ক্ষেত্রে তোমাকেই কাজ গুলো বেছে নিতে হবে।টাইমলি কমপ্লিট করতে পারলে ঘন্টা হিসেবেও ইনকাম করা যায় এখান থেকে।

৫) অনলাইন টিউশন

অনলাইন টিউশন করেও তুমি টাকা উপার্জন করতে পারবে। উদাহরণ যেমন, তুমি অনেক উচ্চশিক্ষিত, বাড়িতে বসে আসো, চাকরি চাকরি পাও নাই বা চাকরীর চেষ্টা করতেছো।নিচু ক্লাস থেকে শুরু করে উঁচু ক্লাস পর্যন্ত যে কোন বোর্ডের ছেলে মেয়েদের পড়াতে পারো।সপ্তাহে দুই থেকে তিন দিন একটি করে ব্যাচ করবে। মান্থলি তোমার ভালো টাকা ইনকাম হবে। তোমার চাকরির চেষ্টাতেও পড়াশোনা গুলি অনেক সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ