Join Our Telegram channel! name='keywords'/> ওয়েব ডিজাইন সম্পর্কে জেনে নিন সম্পূর্ণ বিস্তারিত গাইডলাইন | Popular ways to earn money from web design

Ticker

10/recent/ticker-posts

Ads

ওয়েব ডিজাইন সম্পর্কে জেনে নিন সম্পূর্ণ বিস্তারিত গাইডলাইন | Popular ways to earn money from web design

ওয়েব ডিজাইন এর কথা মনে হলেই মনে হয় অনলাইন থেকে আয় করার কথা। কেননা যারা ওয়েব ডিজাইন/Web Design এর পারদর্শী বা যারা ওয়েব ডিজাইন নিয়ে তাদের ক্যারিয়ার গড়েছেন তাদের বেশিরভাগই অনলাইন ভিত্তিক কাজ করে থাকেন।বন্ধুরা আজকে আমি আলোচনা করছি ওয়েব ডিজাইন এর খুটিনাটি সকল বিষয় নিয়ে। যে সকল বন্ধুরা ওয়েব ডিজাইন/Web Design এর কাজ শিখতে চাচ্ছেন বা ওয়েব ডিজাইন করে অনলাইন থেকে আয় করতে চাচ্ছেন আজকের এই পোস্টটি তাদের অনেক উপকারে আসবে।


ওয়েব ডিজাইন সম্পর্কে জেনে নিন সম্পূর্ণ বিস্তারিত গাইডলাইন | Popular ways to earn money from web design


ওয়েব ডিজাইন কি?

Web Design হলো ওয়েবসাইট দেখতে কেমন হবে তার একটি টেমপ্লেট তৈরি করা। অর্থাৎ একটি ওয়েবসাইটের কোথায় মেনু বার হবে, কোথায় ইমেজ দিতে হবে, ল্যাপটপ বা ডেস্কটপ দেখাবে, মোবাইল স্কিনে কেমন দেখাবে, এবং কোথায় কি রং ব্যবহার করতে হবে তার একটি রূপ নির্ধারণ করা।সংক্ষেপে বলতে গেলে একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটি নির্ধারণ করা বা সেরকম ভাবে তৈরি করাই হচ্ছে ওয়েব ডিজাইন এর কাজ।

ওয়েব ডেভেলপমেন্ট কি?

ওয়েব ডেভেলপমেন্ট হলো একটি ওয়েবসাইট এর মধ্যে কি কি তথ্য থাকবে, কোথায় কি কি তথ্য সংরক্ষণ করতে হবে, কোথায় থেকে ওয়েবসাইটটি লোড হবে, এবং কিভাবে ব্যবহার করতে হবে, এর পিছনে যে কাজ গুলো রয়েছে সেগুলো হল ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ।অর্থাৎ ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি হয়। একটি ওয়েবসাইট তৈরি করার পর যদি তার পিছনে ডেভলপমেন্ট এর কাজ না করা হয় তাহলে একটি ওয়েবসাইট পরিচালনা করা সম্ভব নয়।

কেন ওয়েব ডিজাইন শিখব?

আপনি যে কাজই করেন না কেন যে কোন একটি বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, অন্যথায় একটি সফল ক্যারিয়ার গড়া কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু যে কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সেহেতু যে বিষয়গুলোর চাহিদা বর্তমান বাজারে অনেক বেশি এবং মূল্যবান সেগুলো বেছে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। বর্তমান বাজারে ওয়েব Web Design এর মূল্য এবং চাহিদা অনেক বেশি থাকায় ওয়েব ডিজাইন শিখতে পারেন।তবে এখানে আরেকটা কথা বলে রাখা উচিত, শুধুমাত্র চাহিদা এবং মূল্য দেখলেই সেদিকে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। যে কাজটি আপনার কাছে ভালো লাগে এবং আপনার কাছে সহজ মনে হয় এবং করার আগ্রহ প্রচন্ড থাকে, সেই কাজটি করুন।সেক্ষেত্রে অন্য কাজের তুলনায় আপনার ভাললাগা কাজটি করে সফলতার দুয়ারে পৌঁছা টা অনেক সহজ হয়ে যাবে।

ওয়েব ডিজাইন এর মূল্য কেমন?

এক কথায় বলতে গেলে বর্তমান অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইন এর মূল্য ব্যাপক। একজন ভাল মানের ওয়েব ডিজাইনার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং যতটুকু পরিমাণে কাজ করতে পারে তার চেয়ে অধিক পরিমাণে কাজ তার কাছে থাকে। এবং অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা সীমিত আকারে কাজ জানে এবং সেভাবেই মার্কেটপ্লেসগুলোতে অংশগ্রহণ করছে তারাও মোটামুটি কাজ করে যাচ্ছে।এখানে কথা হল আপনি যত ভালো কাজ জানেন বা কাজ করতে পারবেন আপনার মূল্য ততটাই মার্কেটপ্লেসে বেশি থাকবে।


আরো পড়ুন: ওয়েবসাইট বানিয়ে প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম করার উপায় জানতে এখানে ক্লিক করুন


ওয়েব ডিজাইন শিখে আয় করার জনপ্রিয় মাধ্যম

Web Design এর কাজ শিখার পর আপনি কোথায় কাজ করবেন, এ নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন? বিভ্রান্তির কোন কারণ নেই। আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এমন কিছু ওয়েবসাইট যেখানে আপনি চাইলে খুব সহজেই আপনার ক্যারিয়ার গড়তে পারবেন।

*GraphicRiver (graphicriver.net)

*Shutterstock (shutterstock.com)

*Hatchwise (hatchwise.com)

*DesignCrowd (designcrowd.com)

*Art Web (artweb.com)

*Designhill (designhill.com)

*Society 6 (society6.com)

*Fiverr (fiverr.com)

*MyFonts (myfonts.com)

*Big Cartel (bigcartel.com)

*Redbubble (redbubble.com)

*CrowdSpring (crowdspring.com)

*99designs (99designs.com)

*Behance (behance.net)

*Creativemarket (creativemarket.com)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ