Join Our Telegram channel! name='keywords'/> যেভাবে ফেসবুক পেজকে আপনি অতি দ্রুত জনপ্রিয় করতে পারবেন | Ways to make Facebook page popular

Ticker

10/recent/ticker-posts

Ads

যেভাবে ফেসবুক পেজকে আপনি অতি দ্রুত জনপ্রিয় করতে পারবেন | Ways to make Facebook page popular

ফেসবুক পেজ জনপ্রিয় করার সহজ উপায় কি ? এই প্রশ্ন করলে, এর একটি অনেক সহজ উত্তর হলো, “কিছু টাকা দিয়ে ফেসবুকে পেইড প্রমোশন করা“.সত্যি বললে, ফেসবুককে কিছু টাকা দিয়ে যেকোনো Facebook page promote করানোর প্রক্রিয়া যথেষ্ট লাভজনক।তাছাড়া, এই মাধ্যমে পেজ জনপ্রিয় করার ক্ষেত্রে আপনার কোনো ধরণের কাজ করতে হবেনা।সবটাই, Facebook নিজে নিজেই করবে এবং আপনার পেজে তাড়াতাড়ি প্রচুর likes এবং followers নিয়ে আসবে।তবে, প্রত্যেকেই কিন্তু টাকা দিয়ে নিজের ফেসবুক পেজ জনপ্রিয় করার এই উপায় পছন্দ করেননা।আর আমিও আপনাদের এটাই বলবো যে,“কিছুটা সময় লাগলেও, টাকা দিয়ে ফেসবুক পেজ প্রমোট করার কোনো প্রয়োজন নেই”.কেননা, একটি “Facebook page” কেবল তখন জনপ্রিয়, “যখন সেই পেজে প্রচুর লাইক এবং ফলোয়ার্স থাকছে”।আর, আপনার ফেসবুক পেজে প্রচুর লাইক এবং ফলোয়ার্স নিয়ে আসার জন্য, এমনিতে বিভিন্ন ফ্রি এবং কার্যকর উপায় ও প্রক্রিয়া রয়েছে।তাছাড়া, যখন পেজের content বা post গুলো লোকেরা অধিক পছন্দ করবেন, সেই ক্ষেত্রেও আপনার পেজটিকে জনপ্রিয় বলা যেতে পারে।মনে রাখবেন, নিজের ফেসবুক পেজে অধিক ফলোয়ার (followers) ও লাইক (like) বাড়ানোর জন্য, ব্যস্ততার (Engagement) কৌশলটি আপনার জানতে হবে।নিজের পেজে, লোকেদের কিভাবে অধিক ব্যস্ত করে রাখতে পারবেন, সেই বিষয়ে আপনার ভাবতে হবে।এক্ষেত্রে, লোকেদের নিজের ফেসবুক পেজে ব্যাস্ত করে রাখার জন্য এবং পেজের আকর্ষণ বৃদ্ধি করার জন্য আপনার পাবলিশ করতে হবে, “আকর্ষক সামগ্রী, ছবি, পোস্ট বা কনটেন্ট”.নিয়মিত ভাবে পেজে আকর্ষক কনটেন্ট পাবলিশ করতে হবে।অন্যদের থেকে content/post কপি করবেননা।এমন সময়তে পোস্ট করতে হবে, যখন লোকেরা ফেসবুকে অনলাইন থাকার সুযোগ বেশি।কেবল সাধারণ টেক্সট কনটেন্ট পাবলিশ করলেই চলবেনা।Quiz, poll, image, quotes, videos ইত্যাদি বিভিন্ন ধরণের কনটেন্ট গুলো নিজের ফেসবুক পেজে পাবলিশ করুন।ওপরে আমি যেগুলোর বিষয়ে বললাম, সেগুলোর ওপরে নজর দিলে আপনার পেজ এর লাইক অবশই বৃদ্ধি পাবে।এছাড়া, আরো অন্যান্য গুরুত্বপূর্ণ টিপস ও মাধ্যম রয়েছে।সেগুলোর মধ্যে, কিভাবে ফেসবুক পেজ প্রমোট করতে হয় তার সঠিক নিয়ম গুলো অবশই আপনার জেনে রাখতে হবে।


বাংলাদেশী ডিজিটাল ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করে দেখুন।


যেভাবে ফেসবুক পেজকে আপনি অতি দ্রুত জনপ্রিয় করতে পারবেন | Ways to make Facebook page popular


কিভাবে ফেসবুক পেজ অধিক জনপ্রিয় হবে ? 

বন্ধুরা, মনে রাখবেন যেকোনো ফেসবুক পেজ, নিজে নিজে জনপ্রিয় (famous) কখনোই হয়না।প্রথম অবস্থায় আপনার প্রচুর পরিশ্রম করে নিজের পেজ টিকে লোকেদের মধ্যে পৌঁছতে হবে।এক্ষেত্রে, আপনার বিভিন্ন আলাদা আলাদা বিষয় গুলো নিয়ে ভাবতে হবে এবং কাজ করতে হবে।আর, যদি আপনার পেজের কনটেন্ট বা পোস্ট গুলো দেখে লোকেরা মনোরঞ্জন পান বা রুচি পান,তাহলে অবশই, পরে পরে নিজে নিজেই আপনার Facebook page প্রচুর share হতে থাকবে।যার ফলে, আপনি নিজের পেজে নিজে নিজেই like এবং followers পেতে থাকবেন।কিন্তু, যখন আপনার ফেসবুক পেজটি নতুন তখন সেটাকে জনপ্রিয় করার জন্য, নিচে দেওয়া উপায় গুলো করলে অবশই লাভ পাবেন।

১. নিয়মিত পোস্ট করতে হবে 

ইংরেজিতে একটি কথা রয়েছে, “Consistency is the key to success”.
মানে, যখন আপনি যেকোনো জিনিস নিয়মিত ভাবে করবেন, সেখানে সফলতা পাওয়ার প্রচুর সুযোগ বেড়ে যায়।তাই, নিজের পেজে নিয়মিত পোস্ট পাবলিশ করতে হবে।তাছাড়া, Facebook কিছু বিশেষ algorithm ব্যবহার করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে,“কখন কখন page content গুলোকে অন্যান্য লোকেদের feed (people’s feeds) এ দেখানো হবে”.আর এই প্রক্রিয়ার ফলে, আপনার পেজে publish করা post / content গুলোর প্রায় বেশির ভাগ publish হওয়ার সাথে সাথেই অন্যান্য লোকেদের feeds এ দেখানো হয়।তাই, নিয়মিত ভাবে (regular) নিজের পেজে কনটেন্ট পাবলিশ করতে থাকলে,আপনার Facebook page এবং Page এর content গুলো অন্যান্য লোকেদের ফিড (feed) এর মধ্যে অধিক পরিমানে দেখানো হবে।

২. সঠিক কনটেন্ট পোস্ট করতে হবে 

নিয়মিত ভাবে অধিক অধিক post বা content নিজের পেজে পাবলিশ করার উদ্দেশ্যে, যেকোনো ধরণের পোস্ট পাবলিশ করলেই কাজ হবেনা।Facebook এর algorithm গুলো সেই পোস্ট এবং কনটেন্ট গুলোকে অধিক গুরুত্ব দিয়ে থাকে, যেগুলোতে media এবং plain text ব্যবহার হয়ে থাকে।তাই, যখন আপনি আকর্ষণীয় এবং মজাদার মিডিয়া কনটেন্ট (images, videos, infographic etc.) এবং তথ্যপূর্ণ টেক্সট কনটেন্ট গুলো নিজের পেজে পাবলিশ করবেন,তখন সেগুলো আপনার followers দের timeline এর মধ্যে প্রায়ই দেখানোর সুযোগ বেড়ে উঠবে।তাছাড়া, যেকোনো ক্ষেত্রে image এবং video কনটেন্ট এর চাহিদা এবং আকর্ষণ অনেক বেশি।তাই, আপনার পেজের মজাদার image এবং video কনটেন্ট গুলো যখন পেজ ফলোয়ার্স দের timeline এর মধ্যে দেখানো হবে,তখন, follower এর timeline এর মাধ্যমে অন্যরাও আপনার পেজ এবং পেজ কনটেন্ট এর বিষয়ে জেনেনিতে পারবেন।

৩. আলাদা আলাদা কনটেন্ট পোস্ট করুন 

নিজের ফেসবুক পেজে কেবল এক ধরণের কানেন্ট publish করবেননা।
কেননা, একি ধরণের কনটেন্ট লোকেরা অধিক সময় ধরে পছন্দ করেননা।তাই, প্রত্যেক দিন আলাদা আলাদা ধরণের পোস্ট যেমন,

*Tutorial 
*Daily tips 
*Question 
*Poll 
*Videos 
*Meme 
*Quotes 
ইত্যাদি, এই ধরণের পোস্ট গুলো করতে হবে।এতে, আপনার পেজের value ও চাহিদা বাড়তে থাকবে।কেননা, এভাবে আপনি আলাদা আলাদা কনটেন্ট এর মাধ্যমে লোকেদের নিজের পেজে ব্যস্ত রাখতে পারছেন।আর, যখন অধিক লোকেরা আপনার ফেসবুক পেজে ব্যস্ত থাকবে,তখন আপনার পেজেটিকে জনপ্রিয় অবশই বলা যেতে পারে।তাই না ?



৪. আপনার চেনা পরিচিত লোকেদের ও বন্ধুদের বলুন 

যখন আপনার পেজ নতুন থাকবে, তখন সেখানে কিছু পরিমানে like এবং follower নিয়ে আসার একটায় সহজ উপায় রয়েছে,নিজের Facebook profile এর মধ্যে থাকা friends নিজের page like করার জন্য invite করুন।যদি আপনার Facebook profile এর মধ্যে ১০০০ টি friends রয়েছে এবং তাদের মধ্যে যদি ১০০ জন আপনার পেজ লাইক করেন,তাহলে সেটাও কিন্তু অনেক।কেননা, যখন আপনি আপনার পেজে কিছু কনটেন্ট publish করবেন,তখন সেই কনটেন্ট গুলো আপনার পেজ follow করা friends দের timeline এর মধ্যে দেখানো হবে।ফলে, আপনার বন্ধুর timeline থেকেও অন্যান্য লোকেরা আপনার পেজ এর বিষয়ে জানতে পারেন।

৫. অন্যান্য গ্রুপে (Group) পেজ শেয়ার করুন  

ফেসবুক এর মধ্যে হাজার হাজার গ্রুপ রয়েছে যেগুলোতে অসংখক followers / members রয়েছে।আর তাই, নিজের ফেসবুক পেজ প্রমোট করার সেরা মাধ্যম হলো এই গ্রুপ গুলো।আপনার পেজ এর কনটেন্ট গুলো আপনি বিভিন্ন groups এর মধ্যে share করুন।এতে, বিভিন্ন groups গুলোতে থাকা members রা আপনার পেজ এবং পেজের কনটেন্ট গুলো দেখতে পারবেন।তাছাড়া, যদি আপনার কনটেন্ট মজাদার হয়ে থাকে, তাহলে এই groups গুলোর থেকেও প্রচুর followers আপনি পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ