Join Our Telegram channel! name='keywords'/> অনলাইন থেকে ডলার কামাতে হলে অবশ্যই ট্রিক্স গুলো ফলো করুন | Ways to shake off dollars online

Ticker

10/recent/ticker-posts

Ads

অনলাইন থেকে ডলার কামাতে হলে অবশ্যই ট্রিক্স গুলো ফলো করুন | Ways to shake off dollars online

অনলাইনে ডলার ইনকাম করার স্বপ্নটা আমরা প্রায় সবাই দেখে থাকি। কেননা যারা মূলত ঘরে বসে অনলাইনে চাকরি করে। তারা কিন্তুু বিশেষ ধরনের সুবিধা ভোগ করে থাকে।তো আপনার মনেও যদি এইরকম ঘরে বসে ডলার আয় করার ইচ্ছে থাকে। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে।কেননা আজকে আমি যে টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সেটি হলো কিভাবে ডলার ইনকাম করা যায়।তবে আমি গত আর্টিকেল গুলোতে ঘরে বসে ডলার ইনকাম করার উপায় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেমন, তো এই আর্টিকেল গুলোতে আপনাদের বেশ সাড়া পেয়েছি। আর সেজন্যই মূলত আপনাদের জন্য আরও একটি ডেডিকেটেড আর্টিকেল লেখার সিন্ধান্ত নিয়েছি।যেখানে আপনি অনলাইন ইনকাম সাইট গুলোতে কাজ করে ডলার ইনকাম করবেন। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।যাইহোক আপনি যদি আমার সাইটের পুরাতন ভিজিটর হয়ে থাকেন। তাহলে আপনি এতোক্ষনে বুঝে গেছেন যে আমি আজকে কি বিষয়ে আলোচনা করবো।তবে আপনি যদি আমার সাইটের নতুন ভিজিটর হয়ে থাকেন। তাহলে আপনাকে রিকুয়েষ্ট করবো আজকের এই আর্টিকেলটি একটু মনোযোগ দিয়ে পড়ার। 


অনলাইন থেকে ডলার কামাতে হলে অবশ্যই ট্রিক্স গুলো ফলো করুন | Ways to shake off dollars online


ডলার মানে কি? 

যেহুতু আজকে আমি কিভাবে ডলার ইনকাম করা যায় সে সম্পর্কে আলোচনা করবো। সেহুতু ডলার মানে কি সে নিয়ে একটু ধারনা নেয়া উচিত।তাহলে আপনার পরবর্তী আলোচনা গুলো বুঝতে সুবিধা হবে।সহজ কথায় ডলার হলো মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন করার একটি মাধ্যম। আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনে লেনদেন করার জন্য টাকা ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে কিছু কিছু দেশে ডলার ব্যবহার করে।আপনি যদি ডলারের সাথে নতুন পরিচিতি হয়ে থাকেন তাহলে আপনার জানা থাকা দরকার যে ১ ডলার সমান বাংলাদেশি টাকা ৮০-৯০ টাকা। আর আমার মনে হয় এ বিষয়টি আমরা কমবেশি সবাই জানি। তাই এ নিয়ে আর বিস্তারিত আলোচনা না করাই বুদ্ধিমানের কাজ হবে। তো চলুন এবার অন্য বিষয়ে জেনে নেয়া যাক। 

ডলার ইনকাম করতে কত সময় লাগে?

যারা মূলত অনলাইনে টাকা আয় করার জন্য আসে। তাদের সবার মনে যে প্রশ্নটি আগে আসে সেটি হলো, ডলার ইনকাম করতে কত সময় লাগে।
তো এবার সে বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার ধারনা দেয়া উচিত।দেখুন আপনি আসলে কতদিনে অনলাইন থেকে ডলার ইনকাম করতে পারবেন ৷ তা কিন্তুু সঠিকভাবে বলা সম্ভব না ৷ কেননা, এমন কিছু মানুষ আছেন, যারা মূলত অনলাইন থেকে ডলার ইনকাম করতে করতে ১ বছর লেগে যায়।
আবার কিছু মানুষ আছেন, যারা এক মাসেই ডলার ইনকাম করে থাকে।তবে প্রশ্ন হলো যে, এই ডলার আয় করার পার্থক্য হওয়ার কারন কি?
এর প্রধান কারন হলো, অনভিজ্ঞতা। কেননা, যখন একজন মানুষ অনলাইন ইনকাম জগতে নতুন পা ফেলে। তখন তাদের মূল ফোকাস থাকে টাকার উপর ৷
তারা যা কিছু করে না কেন। সবার আগে তারা শুধু টাকা আয় করার পেছনে ছুটে থাকে।কিন্তুু আপনি একটা বিষয় চিন্তা করে দেখুন। আপনি অনলাইনে কাজ করুন অথবা অফলাইনে কাজ করুন। কেউ কি আপনাকে হুদাই টাকা দিবে? – না! বরং আপনাকে প্রথমে কোনো কাজ করতে হবে।এবং এরপরই আপনি সেই কাজের বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন।এখন আপনি যে কাজগুলো করবেন। সেগুলো আপনাকে শিখে নিতে হবে। আর এই কাজগুলো শিখে নেয়ার জন্য আপনি মোট কতটুকু সময় ব্যয় করবেন।মূলত এটির উপরে নির্ভর করবে যে আপনার ডলার ইনকাম করতে মোট কতদিন সময় লাগবে। 

কিভাবে ডলার ইনকাম করা যায়?

যদি আপনি নিজের ঘরে বসে ডলার ইনকাম করতে চান। তাহলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। কেননা, আপনি অনলাইনের কাজগুলো করার বিনিময়েই অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন।তবে এই ঘরে বসে অনলাইন ইনকাম কথাটি শোনার পর অনেকেই মনে করে যে, হয়তবা শুধু ঘরে বসে থাকতে হবে। আর আপনার কাছে আকাশ থেকে ডলার উড়ে উড়ে আসবে।বিষয়টি কিন্তুু এমন না রে ভাই। এই ডলার ইনকাম করার জন্যও আপনাকে অনেক শ্রম দিতে হবে ৷তবে এই শ্রম আপনি নিজের ঘরে বসেই দিতে পারবেন। সেজন্য আপনাকে ঘরের বাইরে না গেলেও চলবে।
তো যেহুতু আজকে আমাদের মূল টপিক হলো, কিভাবে ডলার ইনকাম করা যায়। সেহুতু এবার সরাসরি মূল টপিকে ফিরে যাওয়া উচিত।তো চলুন এবার জেনে নেয়া যাক, কিভাবে ডলার ইনকাম করা যায়।আপনার মনে যদি অনলাইন ইনকাম করার একান্ত ইচ্ছা থাকে। তাহলে আপনি বিভিন্ন প্রকার কাজের মাধ্যমে আপনার ডলার আয় করার ইচ্ছাকে পূরন করতে পারবেন। যেমনঃ  

০১| ব্লগিং করে ডলার ইনকাম

০২| ইউটিউব চ্যানেল বানিয়ে ডলার ইনকাম

০৩| এপ বানিয়ে ডলার ইনকাম করার উপায় 

০৪| ফ্রিল্যান্সার থেকে ডলার ইনকাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ