Join Our Telegram channel! name='keywords'/> আজব ওয়ার্ক সাইটে যে কাজগুলো করা হয় এবং যেভাবে আয় করা যায় | Best way to earn from odd jobs website

Ticker

10/recent/ticker-posts

Ads

আজব ওয়ার্ক সাইটে যে কাজগুলো করা হয় এবং যেভাবে আয় করা যায় | Best way to earn from odd jobs website

Online থেকে টাকা Income করার সহজ উপায় বাংলাদেশে অনেক আছে। আপনি ঘরে বসে প্রতিদিন ৫০০ টাকা income করতে পারেন। তার জন্য প্রশিক্ষনের প্রয়োজন হবে না। আজকের post টি পড়লে শিখতে পারবেন কিভাবে Ejob Work থেকে প্রতিদিন ৫০০ টাকা income করা যায়। অপনি যদি চিন্তা করে থাকেন online থেকে Income করবেন তবে এই post টি মনোযোগ সহকারে পড়ুন।Ejob Work হলো একটি Microjob Freelancing Marketplace site যা বাংলাদেশের একটি Microjob Freelancing সাইট। এই site থেকে আপনি ছোট ছোট কাজ করে প্রতিদিন 500 টাকা income করতে পারবেন খুব সহজে। এবার আসুন আমরা জানি Ejob Work Microjob Freelancing site থেকে কিভাবে income করবেন।Microjob site বলতে যেসব মার্কেটপ্লেসে কোন বায়ার তার ছোট ছোট কাজগুলো খুব তাড়াতাড়ি Freelancer দিয়ে করিয়ে নিতে পারে। ফ্রিলেন্সাররা খুব অল্প সময়ের মধ্যে কাজ গুলোগুলো সম্পন্ন করে income করতে পারে। বাংলাদেশের সেরা একটি Microjob Freelancing marketplace হলো EjobWork। এই Microjob Freelancing সাইটে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন। 


আজব ওয়ার্ক সাইটে যে কাজগুলো করা হয় এবং যেভাবে আয় করা যায় | Best way to earn from odd jobs website


যেমনঃ 

*You Tube Channel সাবস্ক্রাইব করা।

*You Tube ভিডিওতে View, Like, Comment এবং Share করা।

*Facebook Page Invite করা।

*Facebook Page Like বা Follow করা।

*Facebook গ্রুপে যুক্ত হওয়া।

*Birthday Wish করা।

*Ads এ ক্লিক করা।

*Virtual Assistant।

*Website Visit করা।

*Singup বা Regestar করা।

*Logo Desing।

*Mobile app Download এবং Install করা।

*Download করা।

*প্লে স্টোরে app রিভিউ।

আপনি যদি Ejob Work থেকে Income করতে চান বা আপনার কোন কাজ freelancer দের দ্বারা সম্পন্ন করতে চান তবে অবশ্যই আপনাকে একটি Account তৈরি করার মাধ্যমে শুরু করতে হবে।

Ejob Work সাইটে Account করার নিয়ম

Ejob Work থেকে income করার জন্য প্রথমেই আপনাকে একটি account করে নিতে হবে। account করা খুবই সহজ। account করার জন্য নিচে দেওয়া Registation লিংকে click করুন।

*First Name = আপনার Name লিখবেন।

*Last Name = নামের পদবী লিখবেন।

*Country = আপনার Country নির্বাচন করবেন।

*Phone Number = আপনার Mobile Number লিখবেন।

*Email Address = আপনার Email লিখবেন।

*Username = User ID লিখবেন।

*Password = Password লিখবেন।

*Confirm Password = একই Password আবার লিখবেন।

*Enter Code = আকা-বাকা লেখাটি এর বক্সে লিখবেন

*I accept all Privacy Policy তে ঠিক চিহ্ন দিয়ে Sign Up বাটনে চাপ দিলেই Ejob Work সাইটে একাউন্ট খোলা হয়ে যাবে।

Ejob Work এ কাজ করার নিয়মাবলি

MicroJob Site এ বেশিরভাগ কাজ You tube subscribe করা,Facebook Like, Comment এবং Share করা, Video দেখা, Download করা ইত্যাদি।Ejob Work site এ Login করার পর Home পেইজ এর নিচের দিকে অনেক কাজ দেখতে পাবেন। আপনি যে কাজটি করতে চান সেই কাজের উপর Click করবেন। তারপর আপনাকে সেই কাজটির Page এ নিয়ে যাবে। কাজটির Job Description ভালো করে পড়ে নিবেন।আপনি যে কাজটি করতে চান সেই কাজটি হচ্ছে You tube channel Subscribe করা। তাহলে কাজটি করার জন্য, Job Description এ দেওয়া লিংকটি Browse করে চ্যানেলটি Subscribe করে স্কিনশট নিয়ে রাখবেন। এরপর সেই কাজটিতে গিয়ে Choose file বাটনে Click করে আপনার নেওয়া স্কিনশোট টি Upload করে দিবেন এবং বক্সে কাজটি সম্পর্কে কিছু লিখে অথবা Done লিখে subscribe করে দিবেন। কাজটি সম্পন্ন করার পর ক্লায়েন্ট আপনার কাজ সঠিক হয়েছে কিনা তা ভেরিফাই করে ডলার আপনার একাউন্টে যুক্ত করে দিবে। বেশিরভাগ সময় ক্লায়েন্ট স্কিনশোট এর সাথে সাথে অন্যান্য কিছু প্রমান চায়, তাই আপনি ভাল করে Job Description পড়ে নিয়ে কাজ শুরু করবেন।

EjobWork থেকে টাকা তুলার নিয়ম

বাংলাদেশের Freelancer দের জন্য রয়েছে Ejob Work এ অনেক সুবিধা। এই site থেকে Mobile recharge, Bkash, Nogod, crypto-currency টাকা তুলতে পারবেন। আপনি ০.৫০ ডলার হলেই Mobile Recharge নিতে পারবেন।Bkash এ টাকা তুলার জন্য bkash নির্বাচন করে আপনার bkash নাম্বার ও টাকার পরিমান দিয়ে withdrow বাটনে চাপ দিলে withdrow হয়ে যাবে। ১২ ঘন্টার ভিতরে আপনার Bkash নাম্বারে টাকা পেয়ে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ