Join Our Telegram channel! name='keywords'/> ব্যাকলিংক লিংক কি? ব্যাকলিংক কিভাবে ব্যবহার করবেন | What are Backlinks in SEO?

Ticker

10/recent/ticker-posts

Ads

ব্যাকলিংক লিংক কি? ব্যাকলিংক কিভাবে ব্যবহার করবেন | What are Backlinks in SEO?

ব্যাকলিংক কি? ব্যাকলিংক কাকে বলে, ব্যাবলিংক কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি সকল প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।একটি ওয়েবসাইট থেকে অন্য আরেকটি ওয়েবসাইট ভিজিট করতে পারার পদ্ধতিকে বলা হয় ব্যাকলিংক বা এক্সট্রারনাল লিংক (External Link)।ব্যাকলিংক এর আরেকটি নাম হচ্ছে বিল্ডিং লিংক (Building Link) যা SEO এর একটি অংশ, SEO শব্দটি যখন এসেছে তাহলে চলুন প্রথমে জেনে নেয়া যাক SEO সম্পর্কে।ব্যাকলিংক সহজ ভাষায় বুঝতে উদাহরণটি পড়ুন: আমাদের মানবজাতির জন্য প্রতিনিয়ত রুচিসম্মত খাবার এর চাহিদা সৃষ্টি হয় এবং এই চাহিদা মেটানোর জন্য প্রতিনিয়ত বাজারে নিয়ে আসা হয় নতুন নতুন খাবার।নতুন এই খাবার নিয়ে আসলেও এর চাহিদা কম থাকে এর কারণ হচ্ছে কেউ এই খাবার এর সাথে পরিচিত নয় যার জন্য নতুন চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে খাবারটি বাজারে আনা হয় তার বিক্রির চাহিদা তেমন থাকে না।নতুন এই খাবার এর চাহিদা বাড়ানোর জন্য অন্য সব খাবারে সাথে এর তুলনা করা হয় বা নানা ধরনের বিজ্ঞাপনে এর মাধ্যমে নতুন খাবারটির বৈশিষ্ট্য সম্পর্কে বার্তা দেয়া হয় এবং আস্তে আস্তে বাজারে এর চাহিদা ব্যাপক হারে বাড়তে থাকে।এখানে খাবারটি হলো আপনার ওয়েবসাইট এবং বিজ্ঞাপন মাধ্যমটি হলো ব্যাকলিংক, যদি আপনার ওয়েবসাইট এ বেশি বেশি ট্রাফিক অর্থাৎ ভিজিটর আনতে চান তাহলে আপনার প্রয়োজন ব্যাকলিংক ।



ব্যাকলিংক লিংক কি? ব্যাকলিংক কিভাবে ব্যবহার করবেন | What are Backlinks in SEO?


ব্যাকলিংক এর সুবিধা কি?

ব্যাকলিংক ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে প্রতিদিন যে পরিমাণ ভিজিটর আসতো তার ২দিগুন আসবে তবে ব্যাকলিংক ব্যবহার করার কিছু নিয়ম আছে সেগুলি মেনে কাজ করতে পারলে আপনার ব্যাবলিংক ব্যবহার করা সার্থক হবে।

ব্যাকলিংক কিভাবে ব্যবহার করবেন?

আপনি সেই সব ওয়েবসাইটের সাথে আপনার কানেকশন রাখবেন যাদের ভিজিটর আপনার থেকেও অনেক বেশি এবং তাদের সাথে আপনার কাজের মিলা রয়েছে তবে এমনটি নয় আপনি যা পোস্ট করেছেন ঐ ওয়েবসাইটিতেও একই পোস্ট করেছে।ক্যাটাগরি মিল রাখবেন আপনি যদি প্রযুক্তিগত সাইট তৈরি করেন তাহলে আপনার ব্যাকলিংকও নিবেন প্রযুক্তিগত সাইট থেকে আর এর সুবিধা হবে আপনার কোন পোস্ট ইউনিক হয় তাহলে ঐ সাইট ভিজিটরগুলি আপনার সাইটের পোস্ট এর প্রতি আকর্ষণ প্রকাশ করবে যার ফলে আপনার সাইটে ভিজিটর বাড়বে।ব্যাকলিংক নিয়ে শুধু ইউনিক কন্টেন্ট দিলেই হবে না, আপনাকে আপনার ওয়েবসাইট এর মান উন্নত করতে হবে। আপনার ওয়েবসাইট দেখে জেনো খুব সহজেই বুঝা যায় সাইটে কি কি আছে আর সাইটের ফন্ট অর্থাৎ বর্ণগুলি চোখে ভালো লাগার মত দিতে হবে তাহলেই আপনার ব্যাকলিংক এর সার্থকতা আসবে।


আরো পড়ুন: ডোমেইন সম্পর্কে বিস্তারিত জানতে ও এখান থেকে টাকা ইনকাম করতে এখনই ক্লিক করে দেখুন


ব্যাকলিংক এর উপকারিতা কি?

আমি যদি একটি ওয়েবসাইট বা ব্লগ সাইটের যেকোন একটি আর্টিকেলে আপনার একটি ইউনিক পোস্টের URL অথবা আপনার সাইটের URL লিংক শেয়ার করে থাকি তাহলে আমার সেই আর্টিকেলটি হবে ব্যাকলিংক আর আপনি হবেন ব্যাকলিংক প্রাপ্ত।আপনি যদি এমনই করে বেশ ভালো কিছু সাইটে অর্থাৎ আপনার সাইটের থেকেও বেশি ভিজিটর আসে এমন সব সাইটের ব্যাকলিংক নিতে পারেন তাহলে খুব দ্রুত তার সাথে আপনার সাইট এর ভিজিটর বাড়বে এবং শুধু তাই নয় যত বেশি ব্যাকলিংক নিতে পারবেন আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট এর Google Search Ranking বাড়বে।


ব্যাকলিংক কত প্রকার ও কি কি?

ব্যাকলিংক প্রধানত ৭ প্রকার।

*Internal Links

*External Links

*Juice Links

*Low Quality Links

*High Quality Links

*No Follow Links

*Do Follow Links

শেষ কথা,

একটি ওয়েবসাইট বা ব্লগের জন্য ব্যাকলিংক তৈরি করা অত্যন্ত ভালো তবে মনে রাখতে হবে কোন ভাবে Low Quality লিংক ব্যবহার করা যাবে না। যদি এমনটি করেন তাহলে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট Google Search Engine Ranking এ অনেক পিছিয়ে যাবে সুতরাং অবশ্যই ভালো মানের সাইট থেকে ব্যাকলিংক নিবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ