একটা সময় ছিল যাদের একটু লোকজন বেশি বা অর্থ বল রয়েছে তারা অন্যের জমি বেদখল করে বছরকে বছর বক দখল করেছেন সেই দুঃসময়ের দিন যেন শেষ হয়ে গেল অনেক দুঃখী মানুষের আশা পূরণ হলো কারণ বাংলাদেশে বর্তমান সময়ে এক জরিপে দেখা গেছে 80 থেকে 92 পার্সেন্ট মামলা হয়ে থাকে শুধুমাত্র এই জমি জমা সংক্রান্ত সেদিক দিয়ে বিবেচনা করলে এটি অবশ্যই সময় উপযোগী সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের।
একটা সময় আমরা দেখতে পেতাম জোর যার মুল্লুক তার এরকমটাই চলে আসছিল বিভিন্ন কায়দা কারণ করে অন্যের জমি দখলে রেখে দিনের পর দিন অসৎ ব্যক্তিরা ভোগ করে আসছিলেন তবে এই সব অসৎ লোকদের যেন এখন পরাজয় হল আর জয় পেলেন সেই দুঃখী মানুষগুলো।
আরো পড়ুন: সকল এই সময়ের আলোচিত বিষয় গুলো জানতে
আমি যখন এই সংবাদটি বাংলাদেশের বিশ্বস্ত টিভি মিডিয়া ও পত্রিকাতে দেখতে পেলাম তখন একটি কথা মনে পড়ে গেল একটি জমিন আমার পিতা কিনেছিলেন এরপর ওই জমিন নিয়ে মামলা হয় পরে ওই জমি আমরা ঠিকই আদালতের রায় অনুযায়ী পেয়ে গেছিলাম কিন্তু মাঝখান থেকে ১৫ বছরের মত সময় চলে গিয়েছে আর অর্থ তো অনেকেই গিয়েছে এখন আর সেই ধরনের ঝামেলা কাউকে পোহাতে হবে না এদিক দিয়ে বিবেচনা করে আমি নিজেও অনেক খুশি হয়েছি এই নতুন আইনের কারণে আলহামদুলিল্লাহ: আপনাদের কাছে কি মনে হয়েছে জানিয়ে কমেন্ট করবেন আর অবশ্যই আর্টিকেলটি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবার উপকারে আসে।
১৩ই সেপ্টেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার ভূমি মন্ত্রী সাইফুর রহমান চৌধুরী বিলটি পাশের জন্য সংসদে প্রস্তাব করলে কন্ঠ ভোটে তা পাস হয় এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি হয়। ( নতুন ভূমি আইন ২০২৩ দলিল যার জমি তার )
এখন থেকে যদি আপনি সঠিক মালিক হয়ে থাকেন যেকোনো জমির অথবা উত্তর অধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে সঠিক কাগজপত্র নিয়ে আপনার জেলার ডিসি অফিসে গিয়ে যিনি এই দায়িত্ব রয়েছেন সেই ডিসি সাহেবের কাছে সঠিক অভিযোগ করলে আপনার কাগজপত্র দেখে এবং যাচাই-বাছাই করার পরে আপনার জমি ডিসি সাহেব স্বয়ং উপস্থিত থেকে বুঝিয়ে দিবেন যেটা মাত্র ৩ মাসের ভিতরে হয়ে থাকবে আর যদি কেউ আপনার জমি দখল করতে যায় তাহলে সরাসরি ডিসি সাহেবকে জানালে সাথে সাথে ভ্রাম্যমান আদালত গঠন করে তার সত্যতা যাচাই করা হবে যদি অভিযোগ সঠিক হয় তাহলে দোষী ব্যক্তি বা ব্যক্তিদের কে অবশ্যই সাথে সাথে সাজা দেওয়া হবে এখন আর কেউ কারো জমি জোর করে দখল করতে পারবে না।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যিনি এই বেআইনি কাজ গুলো করবেন আর তাকে অন্যেরা যারা সহযোগিতা করবে তাদের সকলকেই এই অবৈধ কার্যকলাপের জন্য অভিযুক্ত ব্যক্তির মতই এই অপকর্ম করার জন্য তাদেরকেও একই শাস্তির আওতায় আনা হবে যেটি খুব ভালো বলে মনে হয়েছে। এই সম্পর্কিত সংবাদটি যমুনা টিভি নিউজে প্রচার করা হয়েছে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন
0 মন্তব্যসমূহ