ডিজিটাল মার্কেটিং কোর্স করে দক্ষ হলে দেশে-বিদেশে যেখানেই হোকনা কেন আউটসোর্সিং করে মাসে ৫ লক্ষ টাকার বেশি অনলাইন ইনকাম করার উদাহরণ আজকাল বাংলাদেশেও প্রচুর। অনলাইন মার্কেটিং এর মাধ্যমে বেশি মানুষের কাছে দ্রুত পণ্যের প্রচার করা যায়, এবং বেশি বেশি ও দ্রুত ব্যবসায়িক সফলতা পাওয়া যায়।আর তাইতো প্রচুর মানুষ ডিজিটাল মার্কেটিং শিখছে ও সেবা নিচ্ছে। চলুন নিচে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি। ( ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব )
ডিজিটাল মার্কেটিং কি?
এক কথায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে, ডিজিটাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি কে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবার বিক্রয় করা।অথবা আমরা মার্কেটিং করার জন্য অনলাইন মাধ্যমে যতো ধরনের পদ্ধতি ব্যবহার করি সেগুলোই হল- ডিজিটাল মার্কেটিং। ( digital marketing freelancing bangla )
ডিজিটাল মার্কেটিং কোর্স এ কি কি বিষয় পড়ানো হয়?
ডিজিটাল মার্কেটিং কোর্স এর মধ্যে রয়েছে, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি।এছাড়াও ফেসবুক, গুগলে, ইউটিউবে বিজ্ঞাপন প্রদান, ওয়েবসাইটের জন্য কনটেন্ট লেখা, ওয়েবসাইট ভিজিটর বাড়ানোর উপায় ইত্যাদি। digital marketing freelancing bangla
আরো পড়ুন: ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার গড়তে চাইলে এখনই এখানে ক্লিক করে সবগুলো আর্টিকেল দেখে কাজ শিখে টাকা ইনকাম করতে পারেন কাজ করে
কী উপায়ে ডিজিটাল মার্কেটিং শিখে আয় করতে পারেন?
বর্তমানে অনেক ধরণের লাভজনক ব্যবসা আছে যে গুলো গড়েই উঠেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে কেন্দ্র করেই।অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ব্লগ ইত্যাদি মাধ্যমে নিজের ব্যবসায়ীক নামে একটি ঠিকানা ব্যবহারের মাধ্যমে।আবার অনেকেই দ্বারাজ কিংবা আজকের ডিলের মত মাল্টিভেন্ডর ওয়েব সাইটে নিজের ব্যবসা বা পণ্যে বিক্রি করছে।মূলত ৪ টি উপায়ে ডিজিটাল মার্কেটার আয় করে থাকে। যেমন,
১. ফ্রিল্যান্সিং করে আয়
২. ডিজিটাল মার্কেটার হিসেবে চাকুরি করে আয় করা যায়।
৩. ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে আয় করা যায়।
৪. নিজের প্রতিষ্ঠান তৈরি করে সেটার জন্য নিজেই ডিজিটাল মার্কেটিং করে আয় করা যায়। (ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়)
ডিজিটাল মার্কেটিং কোর্স যে সকল বিষয় পড়ানো হয়
এ ধরনের মার্কেটিং এর পরিসর দিন দিন বাড়ছে। খুব সংক্ষেপে এর পড়ার বিষয় গুলি বর্ণনা করছি।
*অনলাইন মার্কেটিং সম্পূর্ণ গাইডলাইন, কি এবং কেন ?
*ডিজিটাল মার্কেটিং শিখে আয় করার উপায় এবং মাধ্যম ?
*ইন্টারনেট মার্কেটিং এ এসইও এর প্রভাব এবং বিস্তারিত।
*ফেসবুক পোস্ট টেকনিক ও বুস্ট করার সঠিক পদ্ধতি।
*গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে আয় করার নিয়ম।
*ইউটিউব (youtube)মার্কেটিং পদ্ধতি। (digital marketing a to z bangla )
0 মন্তব্যসমূহ