কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হচ্ছে কীবোর্ড ও মাউস। মাউস কি তা আমরা আগের আর্টিকেলে আলোচনা করেছি। তাহলে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো কীবোর্ড কাকে বলে? কীবোর্ড এর কোন বাটনের কি কাজ? কীবোর্ড কত প্রকার? কীবোর্ড পরিচিতি ইত্যাদি বিষয়।কাগজে লিখার জন্য আমরা কলম ব্যবহার করি। তেমনি কম্পিউটারে কোন কিছু লিখার জন্য আমরা যে ইনপুট ডিভাইস ব্যবহার করি তা হলো কীবোর্ড। বেশি কথা না বলে চলুন জেনে নেই কীবোর্ড কি?
কীবোর্ড কি ?
Keyboard হল কম্পিউটারের সবচেয়ে প্রধান ইউনপুট ডিভাইস যা ব্যবহারকারীকে কম্পিউটার ও অন্য ইলেকট্রনিক ডিভাইসে পাঠ্য ইনপুট করতে সাহায্য করে থাকে।কীবোর্ড একাধিক বাটন নিয়ে গঠিত যেখানে অনেক numbers, letters, symbols key থাকে তাছাড়া অসংখ্য Function key থাকে যার মাধ্যমে খুব সহজে আমরা কম্পিউটারকে Command করতে পারি। আশা করি কম্পিউটার কীবোর্ড কি ও কীবোর্ড কি ধরনের ডিভাইস তা আপনারা বুঝতে পেরেছেন।
কীবোর্ড লেআউট এর প্রকারভেদ
1: QWERTY Keyboard
QWERTY কীবোর্ড হলো সব থেকে বেশি আধুনিক কীবোর্ড Layout। 1874 সালে Typewriter এর উদ্ভাবক Christopher Latham Sholes সম এটির ডিজাইন করেছিলো। একবার আপনি আপনার কীবোর্ডের দিকে লক্ষ্য করুন কিবোর্ডের উপরের বাম দিকে দেখুন ডান দিক পর্যন্ত ৬টি অক্ষর Q-W-E-R-T-Y টি অক্ষর কে QWERTY বলে।
2: AZERTY Keyboard
AZERTY এই ধরনের কীবোর্ড গুলো ফ্রান্সের দেশগুলোতে বেশি ব্যবহার করা হয়। কীবোর্ডের উপরে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত A-Z-E-R-T-Y এই ৬টি অক্ষর কে AZERTY বলে। QWERTY Keyboard এর বাম দিক থেকে ডান দিক পর্যন্ত যে ৬টি অক্ষর ছিলো তার জায়গায় AZERTY Keyboard এর অক্ষর গুলো থাকে।
আরো পড়ুন: গুগলের সকল ইনকাম সার্ভিস গুলো সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করে সকল আর্টিকেল গুলো পড়ে নিন
3: DVORAK Keyboard
1936 সালে Dr. August Dvorak ও William Dealey (DVORAK) কীবোর্ড ডিজাইন করেছিলেন। QWERTY Keyboard layout এর থেকে স্পিড বাড়ানোর জন্য।
১:QWERTY কীবোর্ড হলো সব থেকে বেশি আধুনিক কীবোর্ড Layout। 1874 সালে Typewriter এর উদ্ভাবক Christopher Latham Sholes সম এটির ডিজাইন করেছিলো। একবার আপনি আপনার কীবোর্ডের দিকে লক্ষ্য করুন কিবোর্ডের উপরের বাম দিকে দেখুন ডান দিক পর্যন্ত ৬টি অক্ষর Q-W-E-R-T-Y টি অক্ষর কে QWERTY বলে।
2: AZERTY Keyboard
AZERTY এই ধরনের কীবোর্ড গুলো ফ্রান্সের দেশগুলোতে বেশি ব্যবহার করা হয়। কীবোর্ডের উপরে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত A-Z-E-R-T-Y এই ৬টি অক্ষর কে AZERTY বলে। QWERTY Keyboard এর বাম দিক থেকে ডান দিক পর্যন্ত যে ৬টি অক্ষর ছিলো তার জায়গায় AZERTY Keyboard এর অক্ষর গুলো থাকে।
3: DVORAK Keyboard
1936 সালে Dr. August Dvorak ও William Dealey (DVORAK) কীবোর্ড ডিজাইন করেছিলেন। QWERTY Keyboard layout এর থেকে স্পিড বাড়ানোর জন্য।
কীবোর্ড keys কত প্রকার (types of keyboard keys in Bengali)
চলুন তাহলে কীবোর্ড keys কত প্রকার ও কি কি তা জেনে নেই।
কিবোর্ড মূলত ৫ প্রকারের হয়ে থাকে। তবে বেশী ফাংশনালিটির জন্য অনেক কিবোর্ডে অতিরিক্ত কি থাকে যেগুলো নরমাল কিবোর্ডে থাকেনা।
1: Function Keys
কীবোর্ডের উপরে সারিতে function keys গুলো থাকে। কীবোর্ডের ফাংশন ১২টি তা হলো F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11 এবং F12 এই বারোটি keys হলো ফাংশন keys. ফাংশন কত প্রকার ও কি কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
2: Control Keys
Control keys হলো কীবোর্ডের অন্যতম একটি key. কম্পিউটার ব্যবহারকারীকে অন্যান্য key গুলোর সাথে এটিকে একসাথে চাপতে হয়। এটি করার মাধ্যমে নির্দিষ্ট কমান্ড ও বিভিন্ন কর্ম ((((পারিনা))))কন্ট্রোল কী বিভিন্ন কমান্ডের শর্টকাট হিসেবে কাজ করে। কীবোর্ডের কন্ট্রোল দুইটি। আশা করি আপনারা কীবোর্ডের কন্ট্রোল কি ও কয়টি তা জানতে পেরেছেন।
3: Alphabet Keys
A থেকে Z পর্যন্ত সমস্ত বর্ন মালাকে অ্যালফাবেট বলা হয়। Alphabet keys এর মাধ্যমে কম্পিউটারে বাক্য ও শব্দ লিখা হয়।কম্পিউটার কিবোর্ড এ Alphabet Keys এর সংখ্যা হলো ২৬টি।
0 মন্তব্যসমূহ