Join Our Telegram channel! name='keywords'/> পিপলপারআওয়ার সাইট থেকে ১জন ব্যক্তি যেভাবে সহজে টাকা আয় করতে পারে | How a person can easily earn money from PeoplePerhour site

Ticker

10/recent/ticker-posts

Ads

পিপলপারআওয়ার সাইট থেকে ১জন ব্যক্তি যেভাবে সহজে টাকা আয় করতে পারে | How a person can easily earn money from PeoplePerhour site

ফ্রিল্যান্সারদের প্রয়োজনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সংখ্যা। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, ফাইভার ইত্যাদি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মতো আরেকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হলো পিপল-পার-আওয়ার।চলুন জেনে নেওয়া যাক পিপলপারআওয়ার ডটকম ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত ও এই ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্সিং করে আয় করার নিয়ম।পিপল-পার-আওয়ার হলো একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে স্বাধীন ব্যবসাসমূহ (যারা বায়ার নামে পরিচিত) রীতিমতো ফ্রিল্যান্সারের সমুদ্র থেকে নিজেদের কাজের জন্য ফ্রিল্যান্সার খুঁজে নেন। কপিরাইটিং থেকে শুরু করে লোগো ডিজাইন, আর্টিকেল রাইটিং থেকে শুরু করে ওয়েব ডেভলপমেন্ট পর্যন্ত, প্রায় যেকোনো ধরনের সেবা প্রদান করেন পিপলপারআওয়ার এর ফ্রিল্যান্সারগণ।অর্থাৎ ফ্রিল্যান্সার ও বায়ারদের কানেক্ট করার একটি ওয়ান-স্টপ নেটওয়ার্ক হলো পিপল পার আওয়ার। আপওয়ার্ক, ফাইভার এর পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে দিনদিন পিপলপারআওয়ার এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।


আরো দেখুন: সকল অনলাইন ইনকাম সর্বশেষ সংবাদ জানতে এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন।


পিপলপারআওয়ার সাইট থেকে একজন ব্যক্তি যেভাবে সহজে টাকা আয় করতে পারে | How a person can easily earn money from PeoplePerhour site


কাজের প্রকারভেদ

পিপলপারআওয়ার ওয়েবসাইটে কয়েকটি জব ক্যাটাগরি রয়েছে। ওয়েবসাইটটিতে লিস্টেড সকল কাজ এসব ক্যাটাগরির মধ্যে থাকা সাব-ক্যাটাগরির অন্তর্ভুক্ত।পিপলপারআওয়ার ওয়েবসাইটের কাজের ক্যাটাগরিসমূহ হলোঃ

*টেকনোলজি ও প্রোগ্রামিং

*রাইটিং ও ট্রান্সলেশন

*ডিজাইন

*ডিজিটাল মার্কেটিং

*ভিডিও, ফটো ও ইমেইজ

*বিজনেস

*মিউজিক ও অডিও

*মার্কেটিং ব্র‍্যান্ডিং ও সেলস

*সোশ্যাল মিডিয়া


আরো পড়ুন: ফাইবার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য এখনই ভিজিট করুন


একাউন্ট তৈরি ও প্রোফাইল 

পিপল পার আওয়ার ওয়েবসাইটে সেলার হলেন ফ্রিল্যান্সারগণ, যারা কাজের বিনিময়ে অর্থ পেয়ে থাকেন। ইমেইল এড্রেস বা ফেসবুক একাউন্ট ব্যবহার করে পিপলপারআওয়ারে সেলার একাউন্ট খোলা যাবে। সেলার একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন

*পিপলপারআওয়ার এর রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করুন

“*I want to work as a freelancer” এ ক্লিক করুন

*এরপর নিচে থাকা “Sign up with Facebook” বা “Sign up with email” অপশন সিলেক্ট করুন

*“Sign up with email” সিলেক্ট করলে সেক্ষেত্রে নাম, ইমেইল ও পাসওয়ার্ড প্রদান করে Sign Up বাটনে ক্লিক করুন।

প্রোফাইল বিল্ডিং কাজ পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বায়াররা যাতে ফ্রিল্যান্সারকে সহজে খুঁজে পেতে পারে সে উদ্দেশ্যে প্রোফাইল কাস্টমাইজেশনকে বলা হচ্ছে প্রোফাইল বিল্ডিং।একটি প্রোফাইল বিল্ড করতে বা গড়ে তুলতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কিত যত বিস্তারিত তথ্য আছে, তা আপনার প্রোফাইলে তুলে ধরুন। বায়ারকে কাজ প্রদানে আগ্রহী করে তুলতে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।একটি সম্পূর্ণ প্রোফাইলে প্রোফাইল পিকচার, বায়ো ডেসক্রিপশন, কাজের ক্যাটাগরি, আগের প্রজেক্টসমূহ, এভারেজ সেলিং প্রাইস, ইত্যাদি বিষয়ের উল্লেখ থাকা একান্ত জরুরি।র‍্যাংকিং এলগরিদম ব্যবহার করে পিপলপারআওয়ার সাইটে ফ্রিল্যান্সারদের প্রোফাইল র‍্যাংক হয়। তাই প্রোফাইল যত সমৃদ্ধ হবে, র‍্যাংকিং ততো ভালো হবে। ফলাফলস্বরুপ বায়ারগণ সহজে প্রোফাইল খুঁজে পাবেন ও সুযোগ অফার করতে আগ্রহী হবেন।


আরো পড়ুন: আপ ওয়ার্ক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সহজ উপায়


একনজরে পিপলপারআওয়ার এর সুবিধা 

সুবিধা

*অসংখ্য ব্যবসার বিস্তৃত নেটওয়ার্ক, অর্থাৎ সম্ভাব্য ক্লায়েন্টের সংখ্যা অনেক

*স্থানীয়ভাবে ও গ্লোবালি বিশাল ভলিউমের কাজ পাওয়া যায়

*ফ্রিল্যান্সার হিসেবে বায়ারের জন্য নিজের রেট প্রস্তাবের সুযোগ রয়েছে ফ্রিল্যান্সারদের

*অটোনোমাস ফ্রিল্যান্সিং থেকে অধিক নিরাপদ

*ইনভয়েসিং অটোমেটেড হওয়ায় পেমেন্ট নিয়ে সমস্যা হয়না

*ফ্রিল্যান্সার হিসেবে নিজের ওয়ার্ক আওয়ার নিজেই নির্বাচনের সুযোগ থাকছে


ডিজিটাল বাংলা ৩৬০ অনলাইন ইনকাম ভিত্তিক খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ