Join Our Telegram channel! name='keywords'/> অতি দ্রুত এবং খুব সহজে গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় কি ২০২৪ | How to get Google Adsense approval very easily

Ticker

10/recent/ticker-posts

Ads

অতি দ্রুত এবং খুব সহজে গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় কি ২০২৪ | How to get Google Adsense approval very easily

অনেকেই দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় না জানার কারনে এডসেন্স এপ্রুভাল নিতে পারছেন না। আবার অনেকেই বারবার এডসেন্স এর আবেদন করেও এপ্রুভাল পাচ্ছেন না। অনেকেই আছেন এডসেন্স এপ্রোভাল পাওয়ার পর লিমিট হয়ে যাচ্ছে।ব্লগিং করে অনলাইনে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল গুগল এডসেন্স। তো বন্ধুরা আপনার যদি গুগল এডসেন্স এপ্রোভাল নিয়ে কোন সমস্যা থাকে তাহলে আশাকরি এই লেখাটি শেষ পর্যন্ত পড়ার পর তা সমধান হয়ে যাবে। আর যদি আপনি ইতোমধ্যে গুগল এডসেন্স এপ্রুভাল পেয়ে থাকেন তবুও এই লেখাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ।অনেকেই এডসেন্স এপ্রুভাল নিয়ে অনেক ভোগান্তির মধ্যে আছেন। আর দুশ্চিন্তার কারন নেই। এখানে গুগল এডসেন্স এপ্রুভাল নিয়ে যে রিসোর্সগুলো আলোচনা করা হয়েছে তা মেনে এডসেন্স এর আবেদন করলে আর ভোগান্তি পোহাতে হবে না। প্রথম আবেদনেই এপ্রুভাল পাবেন। ইনশাআল্লাহ।গুগল এডসেন্স হলো ‍গুগল এর একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা একটি নেটওয়ার্ক। এটি সবথেকে বেশি পরিমানে পে করে। এটি সম্পূর্ণ নিরাপদ ও লিগেল এড নেটওয়ার্ক। এখনও পর্যন্ত ‍গুগল এডসেন্স এর বিকল্প কোন বিজ্ঞাপন নেটওয়ার্ক নেই। যদিও বা দুই একটি আছে সেগুলি এডসেন্স এর থেকে অনেক কম পে করে থাকে।অন্যান্য এড নেটওয়ার্ক এর তুলনায় ‍গুগল এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি অনেকটাই সহজলভ্য এবং বিশ্বের প্রায় সকল দেশেই নিয়মিত পে করে যাচ্ছে। দিন দিন জনপ্রিয়তা বাড়ার পাশাপশি গুগল এডসেন্স ইনকাম ও বৃদ্ধি পাচ্ছে। একজন গুগল এডসেন্স পাবলিশার প্রতিমাসে 10 হাজার টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে। ( গুগল এডসেন্স একাউন্ট কি )


অতি দ্রুত এবং খুব সহজে গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় কি | How to get Google Adsense approval very easily


দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায়

দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার জন্য গুগল এডসেন্স এর সকল নীতিমালা বাধ্যতামূলক মেনে ব্লগ বা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে।গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার জন্য যে সকল বিষয় অবশ্যই মেনে চলতে হবে তা ধারাবাহিকভাবে নিচে আলোচনা করা হলো। ( মেয়েদের ঘরে বসে আয় করার উপায় )

গুগল এডসেন্স একাউন্ট /ব্লগ বা ওয়েবসাইট এর জন্য:

আপনার ব্লগ বা ওয়েবসাইটে গুগল এডসেন্স সহজে বা দ্রুত এপ্রোভাল পাওয়ার জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। ( গুগল এডসেন্স থেকে

 আয় করার উপায়)

*গুগল এডসেন্স এর নীতিমালা বহির্ভূত কোন লেখা প্রকাশ করা যাবে না।

*একদম সাধাসিধা নেভিগেশন ব্যবহার করতে হবে। কোন নেভিগেশনে কোন ভুয়া পেজকে লিঙ্ক করা যাবেনা।

*আপনার ওয়েবসাইটের এবাউট কন্টাক্ট এবং নীতিমালা পেজ তৈরি করে নিতে হবে। যেগুলো থেকে আপনার ওয়েবসাইট সম্পর্কে এবং আপনার ওয়েবসাইটের নীতিমালা সম্পর্কে একজন ইউজার সহজেই জ্ঞান অর্জন করতে পারে।

*একদম ন্যাচারাল কোন কালার ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় কোন উইকেটস রাখা যাবে না।

*গুগল এডসেন্স এর আবেদন করার পূর্বে অবশ্যই আপনার ওয়েবসাইট টি গুগল সার্চ কনসলে সাবমিট করুন এবং ভেরিফাই করুন। ( online income source )

*আপনার ওয়েবসাইটে লেখা প্রতিটি আর্টিকেল গুগলে ইনডেক্স হওয়ার জন্য কিছু সময় দিতে হবে এবং নিয়মিত আর্টিকেল প্রকাশ করে যেতে হবে।

*বিভ্রান্তি ছড়াতে পারে এমন কোনো কন্টেন্ট বা লিংক প্রকাশ করা যাবে না।

কন্টেন্ট ও কপিরাইট পলিসি:

*অন্য কোন ব্লগ বা ওয়েবসাইটে পূর্বে প্রকাশিত হয়েছে এমন কোন কনটেন্ট কপিরাইট করে নিজের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে না।
*কোন ধর্ম বর্ণ বা কোন জাতিকে হেয় প্রতিপন্ন করে কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না।
*কোন পলিটিক্যাল ইস্যু তে কোন পলিটিক্যাল লিডার বা কোনো পলিটিক্যাল পার্টিকে অবমাননা করে কোন লেখা প্রকাশ করা যাবে না
*ব্লু প্রিন্ট/18 + কোন আর্টিকেল প্রকাশ করা যাবে না।
*কপিরাইট কোন মিডিয়া ইমেজ বা ভিডিও প্রকাশ করা যাবে না।
*সেনসেটিভ বিষয় আর্টিকেল প্রকাশ করা যাবে না (যে লেখা গুলোতে ভায়োলেন্স বা ভীতি প্রদর্শিত হয়)।
*কোনো অ্যাক্সিডেন্ট, দুরারোগ্য, দুরাবস্থা, যা দেখলে মানুষ আতঙ্কিত হতে পারে এমন কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না।
*আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স সাপোর্ট করে এমন কোন ভাষায় কমপক্ষে 15 থেকে 30 টি আর্টিকেল প্রকাশ করতে হবে।
*অবশ্যই গুগল এডসেন্স এর নীতিমালা অনুযায়ী (থিন কন্টেন্ট) একেবারে ছোট ছোট লেখা প্রকাশ করতে হলে অবশ্য আগে কিছু লং কন্টেন্ট প্রকাশ করা নিতে হবে। (কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ