আর পিন ভুলে গেলে আপনি কি টাকা আর উঠাতে পারবেন নাকি সে সম্পর্কেও আজকে আর্টিকেলটি থাকছে। আপনি যদি পিন ঠিক করতে পারেন তাহলে সেই টাকা অবশ্যই উঠাতে পারবেন। তবে আপনি পিন ভুলে গেছেন এখন কি করবেন তা খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি সঠিক একটি ওয়েব সাইটেই প্রবেশ করেছেন। তাহলে চলুন আমরা এখনই জেনে নেব নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করনীয় বা আপনি কি করতে পারেন?
কি করবেন যদি নগদ একাউন্টের পিন ভুলে যান?
আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে নগদ একাউন্টের পিন ভুলে গেছি কিন্তু আমরা তারপরও অনেক চেষ্টা করি। আসলে আপনি যখন নগদ একাউন্টের পিন ভুলে যাবেন তখন কোনভাবেই পুনরায় চেষ্টা করবেন না কোন ভাবেই। আপনি যে কোন মাধ্যম অবলম্বন করে সেই পিন বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন খুব সহজে। আর তাই আপনি সেই মাধ্যমগুলো অবলম্বন করবেন অতি দ্রুত।
কিছুদিন আগে হয়তো আমরা দের নগদের একাউন্টে কোন সমস্যা হলে আমরা তাদের হেল্প লাইনে নাম্বারে ফোন দিতাম। তবে বর্তমান যুগে এসে হয়তো আমাদের এই সমস্যায় আর পড়তে হয় না তার কারণ হলো। বর্তমান সময়ে নগদ একাউন্টের পিন ভুলে গেলে সেটি পরিবর্তন করা যায় খুব সহজেই। আপনি যদি নগদে ডায়াল করেন *১৬৭# তাহলে খুব সহজেই আপনি নিজেই নগদ একাউন্টের পিন রিসেট করতে পারবেন। তবে এই পিনসেট করার জন্য আপনাকে কিছু মাধ্যম অবলম্বন করতে হবে যেগুলো আমরা তুলে ধরেছি নিচে।
আরো পড়ুন: সকল ডিজিটাল পেমেন্ট গেটওয়ে গুলো সম্পর্কে
নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম
আপনি যদি নগদ একাউন্টের পিন রিসেট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে মোবাইল ফোনে গিয়ে ডায়াল করতে হবে *১৬৭#। আর তখনই কিছু অপশন চলে আসবে। যেখানে আট নাম্বার আপনি দেখতে পাবেন মাই নগদ নামের একটি অপশন রয়েছে। আর সেদিকে আপনার সিলেট করতে হবে তখন। আর তারপর একটি মেনু দুইটি অপশন দেখতে পাবেন আপনি যেখানে রয়েছে পিন রিসেট অন্যটি হচ্ছে তিন পরিবর্তন। আর আপনি এক নম্বরে থাকা পিন ফর্গেটে অপশনটি সিলেক্ট করবেন তখন।
আর তারপর আপনার একই ভোটার আইডি কার্ড লাগবে যে আইডি কার্ড দিয়ে সেই নগদ একাউন্টে রেজিস্ট্রেশন করা হয়েছিল। আর সেই ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ চার সংখ্যার দিয়ে সেন্ট বাটন এ ক্লিক করতে হবে আপনাকে। আর সেখানে আপনি যদি ৯০ দিনের মধ্যে কোন লেনদেন করে থাকেন তাহলে সর্বপ্রথম এক্স সিলেট করবেন ইয়েস দুই সিলেক্ট করবেন না সেখানে রয়েছেন নো।
আপনাকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। আর সেই ৯০ দিন এর আগে আপনি কি ধরনের লেনদেন করেছেন ক্যাশ আউট নাকি set money সেই অপশন দিতে সিলেক্ট করতে হবে তারপর আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। আপনার সকল পদক্ষেপ গুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি নতুন একটি পিন ব্যবহার করবেন যেটি পুরোপুরিভাবে আপনার নতুন ভাবে কাজ করবে।
0 মন্তব্যসমূহ