নগদ কি?
নগদ হচ্ছে বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশের নাম তো প্রায় সবাই জানে। নগদ হচ্ছে বিকাশের মতো একটি মোবাইল ব্যাংকিং সেবা। যা দিয়ে আপনি বাংলাদেশের যেকোনো স্থানে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও, নগদ একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ, পে বিল, এবং যেকোনো ধরণের পেমেন্ট করতে পারবেন। এছারাও, নগদ একাউন্টের অনেক সুবিধা রয়েছে যা আপনি ব্যবহার করার সময়ই বুঝতে পারবেন।
নগদ থেকে টাকা ইনকাম
অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, নগদ থেকে টাকা ইনকাম করা যায়। নগদ একাউন্ট থাকলে, আপনি কয়েকটি পদ্ধতিতে টাকা ইনকাম করতে পারবেন। নগদ একাউন্ট থেকে টাকা আয় করা যাবে এমন কয়েকটি পদ্ধতি নিচে তালিকা আকারে উল্লেখ করে দিয়েছি।
*নগদ রেফার করে টাকা ইনকাম
*নগদ এজেন্ট হয়ে টাকা ইনকাম
*নগদ থেকে ক্যাশব্যাক নিয়ে ইনকাম
*নগদ দিয়ে লেনদেন করে টাকা ইনকাম
উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার নগদ একাউন্ট ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন, নগদ একাউন্ট থেকে টাকা আয় করার উপায়গুলো বিস্তারিত জেনে নেয়া যাক।
নগদ রেফার করে টাকা ইনকাম
আপনার যদি একটি নগদ একাউন্ট থাকে তবে আপনার বন্ধুদের সাথে নগদ অ্যাপ রেফার করে নগদ থেকে টাকা ইনকাম করতে পারবেন। রেফার করার জন্য নগদ অ্যাপ ওপেন করে রেফার অপশন থেকে যাকে রেফার করতে চান, তার নাম্বার লিখবেন এবং রেফার করবেন। এরপর, যাকে রেফার করেছেন, তিনি নগদ থেকে একটি ম্যাসেজ পাবেন।যাকে রেফার করেছেন, তিনি ম্যাসেজে থাকা লিংকে ক্লিক করে নগদ অ্যাপ ইন্সটল করলে আপনি পাবেন ১০০ টাকা বোনাস। বিকাশ রেফার করে টাকা ইনকাম করার মতো করেই এই পদ্ধতিতে আপনি নগদ রেফার করে টাকা ইনকাম করতে পারবেন। যতবার সফলভাবে রেফার করবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন।
নগদ এজেন্ট হয়ে টাকা ইনকাম
নগদ এজেন্ট হলে প্রতি হাজার টাকা লেনদেন করার জন্য নির্দিষ্ট পরিমাণে কমিশন পাবেন নগদ থেকে। আমাদের দেশের প্রায় সব জায়গাতেই দেখবেন অনেকেই নগদের এজেন্ট নিচ্ছে। নগদ এজেন্ট হলে প্রতি হাজার টাকা লেনদেন করার জন্য নগদ থেকে আপনাকে কমিশন দিবে। আপনার কাছে থেকে যখন কেউ টাকা উত্তোলন বা ক্যাশ আউট করবে, তখন প্রতি হাজার টাকার জন্য ৪ টাকা ১০ পয়সা কমিশন পাবেন।আপনার যদি কোনো দোকান থাকে, তবে সেখানে নগদের এজেন্ট নিয়ে বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। প্রতি মাসে তাদের দেয়া টার্গেট পূরণ করতে পারলে আলাদা করে কমিশন পাবেন। এছাড়াও, এজেন্টদের জন্য বিশেষ অফার থাকে যদি তারা টার্গেট পূরণ করতে পারে।
নগদ এজেন্ট হয়ে টাকা ইনকাম
নগদ এজেন্ট হলে প্রতি হাজার টাকা লেনদেন করার জন্য নির্দিষ্ট পরিমাণে কমিশন পাবেন নগদ থেকে। আমাদের দেশের প্রায় সব জায়গাতেই দেখবেন অনেকেই নগদের এজেন্ট নিচ্ছে। নগদ এজেন্ট হলে প্রতি হাজার টাকা লেনদেন করার জন্য নগদ থেকে আপনাকে কমিশন দিবে। আপনার কাছে থেকে যখন কেউ টাকা উত্তোলন বা ক্যাশ আউট করবে, তখন প্রতি হাজার টাকার জন্য ৪ টাকা ১০ পয়সা কমিশন পাবেন।আপনার যদি কোনো দোকান থাকে, তবে সেখানে নগদের এজেন্ট নিয়ে বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। প্রতি মাসে তাদের দেয়া টার্গেট পূরণ করতে পারলে আলাদা করে কমিশন পাবেন। এছাড়াও, এজেন্টদের জন্য বিশেষ অফার থাকে যদি তারা টার্গেট পূরণ করতে পারে।
নগদ থেকে ক্যাশব্যাক নিয়ে ইনকাম
নগদ থেকে ক্যাশব্যাক নিয়ে টাকা ইনকাম করতে পারবেন। নগদ থেকে প্রায় প্রতিদিন বিভিন্ন ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল করার জন্য নির্দিষ্ট পরিমানে ক্যাশব্যাক দিয়ে থাকে নগদ। অফারগুলো লুফে নিয়ে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও, অনেক সময় ৫০% ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। এসব অফার থেকে লেনদেন করা টাকার অর্ধেক টাকা ক্যাশব্যাক পাবেন।
আরো পড়ুন: গুগল থেকে ইনকাম করার টেকনিক জানতে বিস্তারিত
নগদ দিয়ে লেনদেন করে টাকা ইনকাম
নগদ প্রায় অনেকদিন যাবত একটি ক্যাম্পেইন চালাচ্ছে। আপনি হয়তো টিভি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে, নগদ দিয়ে লেনদেন করার জন্য এবং পেমেন্ট করার জন্য বিএমডাব্লিউ গাড়ি দিচ্ছে। এছাড়াও, নগদ দিয়ে লেনদেন করেও অনেকে মোটরসাইকেল এবং গাড়ি জিতেছে। আপনার নগদ একাউন্ট থেকে কেনাকাটা করে পেমেন্ট করার পর ক্যাশব্যাক পাবেন এবং ভাগ্যে থাকলে গাড়ি বা মোটরসাইকেল জিততে পারেন।স্মার্টফোন, ট্যাব্লেট পিসি সহ আরও অনেক অফার রয়েছে। নগদ অ্যাপ দিয়ে লেনদেন করে এসব অফার লুফে নিতে পারেন আপনিও। এজন্য, একটি নগদ একাউন্ট তৈরি করে নগদ অ্যাপ থেকে লেনদেন করে ক্যাশব্যাক নিতে পারবেন। এভাবে করে সহজেই নগদ থেকে টাকা ইনকাম করতে পারবেন।
0 মন্তব্যসমূহ